Present Participle কী বা কাকে বলে? Gerund এবং Present Participle-এর মধ্যে পার্থক্য

Present Participle এবং Gerund-এর বিষয়ে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, ইংরেজি গ্রামারের আরও অনেক নতুন কিছু স্ববিস্তারে জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।   ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Participle কী বা কাকে বলে?

যে সকল verb-এর প্রকৃত কোন adjective রুপ (form) নাই, সে সকল verb-এর শেষে ‘ing’ যুক্ত করে অথবা verb-এর past participle form ব্যবহার করে যখন adjective-এর ন্যায় কাজ সম্পাদন করা হয়, তখন তাকে participle বলে।

Example:

  • I heard an interesting story from him.
  • It was exciting news that you have passed the examination.
  • He is an educated person.

Types of Participle:

Participle তিন প্রকার।

  1. Present participle
  2. Past participle
  3. Perfect participle

Present participle কী বা কাকে বলে?:

Verb-এর শেষে ‘ing’ যুক্ত রুপ (form) যা কোন কাজের চলমান অবস্থা বুঝায়, তখন তাকে Present participle বলে।

Example:

  • We saw a boy carrying a basket of mangoes.- আমরা একটি ছেলেকে এক ঝুড়ি আম বহন করে করতে দেখলাম।
  • They found a running train going towards Dhaka. – তারা ঢাকার দিকে একটি চলমান ট্রেন দেখতে পেল।
  • I found him going there. – আমি তাকে সেখানে যেতে দেখলাম।

বাক্যে Present participle-এর ব্যবহার:

  1. Continuous tense গঠন করতে
  2. কোন noun-এর আগে বসে উক্ত noun-এর ভাল-মন্দ বা কোন চলমান অবস্থা বুঝাতে
  3. কোন noun-এর পরে বসে উক্ত noun-এর চলমান অবস্থা বুঝাতেে
  4. কোন noun-এর বা কোন pronoun-এর objective case-এর পর
  5. একই subject দ্বারা ‍দুটি কাজ সম্পন্ন করা বুঝাতে
  6. কোন কাজ করার পিছনে কি কারন, তা বুঝাতে
  7. হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে প্রভৃতি বুঝাতে

1. – Continuous tense গঠন করতে:

The auxiliary verb to be-এর পর present participle ব্যবহার করে বিভিন্ন Continuous tense যেমন, present, past এবং future continuous tense গঠন করা হয়।

Example:

  • They are working.
  • Students have been reading since morning.
  • We will be staying here until you come.

2. – কোন noun-এর আগে বসে উক্ত noun-এর ভাল-মন্দ বা কোন চলমান অবস্থা বুঝাতে:

কোন noun-এর আগে বসে উক্ত noun-এর ভাল-মন্দ বা কোন চলমান অবস্থা বুঝানোর জন্য present participle-কে adjective হিসাবে ব্যবহার হয়।

Example:

  • He told me an amazing story.
  • They were trapped inside the burning house.
  • Painters love painting on the scene of setting sun.

3. – কোন noun-এর পরে বসে উক্ত noun-এর চলমান অবস্থা বুঝাতেে:

কোন noun-এর পরে বসে উক্ত noun-এর চলমান অবস্থা বা অসমাপ্ত অবস্থা বুঝাতেে present participle ব্যবহৃত হয়।

Example:

  • There is a bird flying in the sky. – আকাশে একটি পাখি উড়ছে।
  • The boy coming here is my brother. – এখানে যে ছেলেটি আসছে, সে আমার ভাই।
  • I saw the man crossing the road. – লোকটিকে দেখলাম রাস্তা পার হচ্ছে।
  • I heard someone singing. – আমি শুনলাম কেউ গাইছে।
  • He saw his father walking along the road. – সে তার বাবাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখেছিল।
  • I watched the bird flying away. – আমি পাখিটিকে উড়ে চলে যেতে দেখলাম।

4. – কোন noun-এর বা কোন pronoun-এর objective case-এর পর:

Example:

  • I saw him crossing the road. – আমি তাকে রাস্তা পার হতে দেখেছি।
  • They heard him singing. – তারা তাকে গান গাইতে শুনল।
  • I saw his him walking along the road. – আমি তাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখেছি।

Note: এই একই ধরনের বাক্যে যদি verb-এর পর pronoun-এর objective case না থেকে pronoun-এর possessive case থাকে তখন verb-ing participle না হয়ে gerund হবে

Example:

  • I saw his crossing the road. – আমি তার রাস্তা পার হওয়া দেখেছি।
  • They heard his singing. – তারা তার গান শুনেছে।
  • I saw his walking along the road. – আমি তার রাস্তা দিয়ে হাঁটা দেখেছি।
  • I do not like their coming here. – আমি তাদের এখানে আসা পছন্দ করি না।

5. – একই subject দ্বারা দুটি কাজ সম্পন্ন করা বুঝাতে:

একই subject দ্বারা দুটি কাজ একই সাথে করা বুঝাতে অথবা একটি কাজ সম্পন্ন করে অপর একটি কাজ শুরু করা বুঝানোর জন্য যে verb-ing ব্যবহৃত হয়, তা present participle.

Example:

  • Keeping the book in my one hand, I was going to school.[একই subject দ্বারা দুটি কাজ একই সাথে সম্পন্ন হচ্ছে]।
  • Holding the rope, I was trying to climb the tree. [একই subject দ্বারা দুটি কাজ একই সাথে সম্পন্ন হচ্ছে]।
  • Going there, I found him. [একই subject দ্বারা দুটি কাজের মধ্যে একটি কাজ সম্পন্ন করে অপর একটি কাজ করা হচ্ছে]।
  • Reading the book, I shall go to play. [একই subject দ্বারা দুটি কাজের মধ্যে একটি কাজ সম্পন্ন করে অপর একটি কাজ করা হচ্ছে]।
  • Passing the SSC Examination, I shall take admission at college. [একই subject দ্বারা দুটি কাজের মধ্যে একটি কাজ সম্পন্ন করে অপর একটি কাজ করা হচ্ছে]।

6. – কোন কাজ করার পিছনে কি কারন, তা বুঝাতে:

কোন কাজ করার পিছনে কি কারন, তা বুঝানোর জন্য present participle ব্যবহৃত হয়।

Example:

  • Feeling hungry, I went into the kitchen to find something for eating.
  • Being poor, he didn’t spend much on clothes and shoes.
  • Knowing that his friends were coming, he cleaned the flat.
  • He whispered, thinking his brother was still asleep.

7. – হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে প্রভৃতি বুঝাতে:

হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে প্রভৃতি বুঝাতে present participle ব্যবহৃত হয়।

Example:

  • They went away laughing. – তারা হাসতে হাসতে চলে গেল।
  • The baby came to its mother crying. – শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে আসলো।
  • The students entered the room singing a song. – ছাত্ররা গান গাইতে গাইতে কক্ষে প্রবেশ করল।

Gerund ও Present participle-এর মধ্যে পার্থক্য:

  1. Gerund noun of act বা workএর ন্যায় কাজ করে, Present participle ‍adjective-এর ন্যায় কাজ করে।
  2. Gerund কোন sentence-এর subject হিসাবে ব্যবহৃত হতে পারে, কিন্তু present participle কোন sentence-এর subject হিসাবে ব্যবহৃত হতে পারে না।
  3. Sentence-এর মূল verb-এর পর -ing-যুক্ত verb থাকলে তা gerund, participle নয়।
  4. Preposition-এর পর -ing-যুক্ত verb থাকলে তা gerund, participle নয়।
  5. -ing-যুক্ত verb যদি compound noun তৈরীতে ব্যবহৃত হয়, তবে তা gerund. আর ing-যুক্ত verb যদি অসমাপ্ত বা চলমান কাজ বুঝাতে ব্যবহৃত হয়, তবে তা present participle.
  6. Gerund কোন sentence-এ ব্যবহৃত হলে তার বাংলা অর্থ করলে সাধারনত: সেই তার উচ্চারণের শেষে ’–ওয়া’ আসে। যেমন, হওয়া, যাওয়া, খাওয়া, দেখা, চলা পাস করা, নাচা, হাটা প্রভৃতি। present participle কোন sentence-এ ব্যবহৃত হলে তার বাংলা অর্থ করলে সেই তার উচ্চারণের শেষে ’–ইয়া’ কিম্বা ‘তে’ আসে। যেমন, হইয়া, যাইয়া, খাইয়া, দেখিয়া, চলিয়া পাস করিয়া, নাচিয়া, হাটিয়া, হতে, যেতে, খেতে প্রভৃতি।

Example:

  • Reading is a good habit.- পড়া একটি ভাল অভ্যাস।
  • Reading ‍the book, I shall go there.- বইটি পড়িয়া, আমি সেখানে যাব।
  • I saw his going there. -আমি তার যাওয়া দেখলাম।
  • I saw him going there.- আমি তাকে যেতে দেখলাম।

The past participle:

সাধারণভাবে আমরা যাকে verb-এর তিন নম্বর রুপ (form) বলে জানি, তাকে past participle বলে। যেমন, done, gone, taken প্রভৃতি।

বাক্যে past participle ব্যবহার:

  1. সকল প্রকার perfect tense গঠনে
  2. সকল passive voice প্রকার গঠনে
  3. adjective হিসাবে
  4. কেন কোন কাজ করা হলো তা বুঝানোর জন্য
  5. Subject + transitive verb / have / get + direct object-এর পর

1. -সকল প্রকার perfect tense গঠনে:

Present perfect, past perfect ও future perfect tense গঠন করতে past participle ব্যবহৃত হয়।

Example:

  • I have done the work.
  • They had gone there.
  • He will have given a book.

2. – সকল tense-এর passive voice গঠনে:

সকল প্রকার passive voice গঠন করতে past participle ব্যবহৃত হয়।

Example:

  • A letter was written by me.
  • I have been fascinated by the beauty of this place.
  • This story is written by Kazi Nazrul Islam.

3. – Adjective হিসাবে:

বাক্যে adjective হিসাবে past participle ব্যবহৃত হয়।

Example:

  • Nobody should eat rotten fish.
  • He got back his stolen money.
  • The manager wanted a written application for this job.

4. – কেন কোন কাজ করা হলো তা বুঝানোর জন্য:

কেন কোন কাজ করা হলো বা কেন কোন কিছু ঘটলো তা বুঝানোর জন্য past participle ব্যবহৃত হয়।

Example:

  • Influenced by my friends, I went there to meet him.
  • Inspired by the speech, I started learning English.
  • Encouraged by my teacher, I took admission in English department.

Subject + transitive verb + have / get + direct object-এর পর:

Subject + transitive verb /have / get + direct object-এর পর past participle ব্যবহৃত হয়।

Example:

  • Today I heard a folk song sung by a student of our college.
  • We found the house deserted.
  • They want the worked completed by Saturday.
  • He had his handbag stolen.
  • I am having my teeth tested.
  • I have no money left.
  • I had / got my hair cut.
  • Rahim has his shirt washed.

The perfect participle:

Having + past participle-কে perfect participle বলে।

ব্যবহার:

  1. একই subject একটা কাজ সম্পন্ন করার পর আরেকটি কাজ করলে যে কাজটা আগে করা হয়, তা প্রকাশ করতে Perfect participle ব্যবহৃত হয়।

Example:

  • Having passed the examination, I took admission at Medical college.
  • Having completed the work, they went away.
  • Having seen the tiger, the hunter ran away.

2. পৃথক দুটি কাজের subject পৃথক হলে যে কাজটি আগে হয় তার subject-এর পর having বসে।

Example:

  • The sun having set, they started for their home.
  • The rain having stopped, the cricket match started.

Bonus:

এছাড়াও participle-কে নিম্নোক্তভাবে ব্যবহার করা যায়:

1. Have / get + object + present participle

Example:

  • The teacher had the whole class singing the National Anthem. – শিক্ষক পুরো ক্লাসটিকে জাতীয় সংগীত গাওয়ালেন।
  • His success got him going to a university for higher studies. – তাঁর সাফল্য তাকে উচ্চ শিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছিল।
  • His physical problems got him going to hospital. – তার শারীরিক সমস্যা তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছে।
  • The officer got his staff working overtime. – অফিসার তার কর্মীদের ওভারটাইম কাজ করালো।

2. Have / get + object + past participle

Example:

  • They had their houses destroyed by cyclones. – ঘূর্ণিঝড়ে তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।
  • I had my hair cut this morning. – আমি আজ সকালে আমার চুল কাটালাম।
  • Did you have your computer fixed? – তোমার কম্পিউটারটি ঠিক করেছো?
  • He got his arm hurt in the accident. – দুর্ঘটনায় তার হাত আহত হয়েছে।
  • I need to get my clothes cleaned. – আমার কাপড় পরিষ্কার করা দরকার।

Conclusion:

Gerund এবং Present Participle ইংরেজি ব্যাকরণের দুটি গুরুত্বপূর্ণ উপাদান, যা verb থেকে গঠিত হলেও বাক্যে ভিন্ন ভূমিকা পালন করে। Gerund সাধারণত একটি verb-কে noun রূপে ব্যবহারের মাধ্যমে বাক্যে নির্দিষ্ট কার্যকলাপ প্রকাশ করে। অন্যদিকে, Present Participle verb-কে adjective রূপে ব্যবহার করে বাক্যের মধ্যে অতিরিক্ত তথ্য যোগ করে। এক কথায়, Gerund এবং Present Participle শেখা ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has 2 Comments

  1. Shafiqul Islam

    Very useful.

    1. Moumita Roy

      Frankly speaking, seriously I’m so pleased to find out this page…i was looking for such additional informations and i’ve found this….this article is so much helpful and the most attractive part is it’s examples with bengali translation and with proper explanation……..Thank you..

Leave a Reply