Uses of participle-এ আমরা জানার চেষ্টা করব কেমন ধরণের বাংলা বাক্যকে participle ব্যবহার করে একটি ইংরেজি বাক্যে পরিণত করা হয়। এক্ষেত্রে স্মরণ রাখা প্রয়োজন, যে সকল verb-এর কোন adjective রুপ পাওয়া যায় না, সে সকল verb-এর শেষে ‘ing’ যুক্ত করে অথবা verb-এর past participle form ব্যবহার করে adjective-এর ন্যায় কাজ সম্পন্ন করা হয়। আর এটিই হচ্ছে কোন বাক্যে participle-এর ব্যবহার।
Rule:
Participle সরাসরি কোন noun-এর পূর্বে বসে adjective-এর ন্যায় কাজ করে।
Example:
- ঘুরন্ত পাথরে শ্যাওলা জমে না – A rolling stone gathers no moss.
- হারানো সুযোগ আর ফিরে আসে না – A lost opportunity never returns.
- ঘুমন্ত শৃগাল মুরগী ধরতে পারে না – A sleeping fox catches no hen.
- এটি একটি মনোরম দৃশ্য – This is a charming sight.
- তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি – He is a retired person.
- পঁচা মাছ খেও না – Do not eat rotten fish.
- আগুলে পোড়া শিশু আগুনকে ভয় পায় – A burnt child dreads the fire.
- ফুটন্ত পানিতে ডিম সিদ্ধ করতে হয় – Eggs are boiled in boiling water.
- উঠন্ত সূর্য বলে দেয় দিনটি কেমন যাবে – The rising sun tells how the day will go.
- বন্ধ দরজার দিকে তাকিয়ে সময় নষ্ট করো না – Do not waste time staring at a closed door.
- এটি একটি আকর্ষণীয় গল্প ছিল – It was an interesting story.
- জ্বলন্ত ঘরের ভিতরে আটকা পড়েছিলেন তিনি – He was trapped inside the burning house.
- ওখানে ঘুমন্ত মেয়েটি আমার বোন – The sleeping girl over there is my sister.
- কি আশ্চর্যজনক সিনেমা! আমি আবার দেখতে চাই! – What an amazing movie! I want to watch it again!
- বুলবুলি একটি গায়ক পাখি – The nightingale is a singing bird.
Rule:
Participle কোন বাক্যের predicate অংশে ব্যবহৃত হতে পারে।
Example:
- সে আমাকে অপেক্ষায় রেখেছিল – He kept me waiting.
- তাকে উদ্বিগ্ন লাগছিল – He looked worried.
- আমি পাখিটিকে গান করতে শুনলাম – I heard the bird singing.
- আমি বালকটিকে মাঠে ঘুরতে দেখলাম – I saw the boy walking on the field.
- দেখলাম বাচ্চা বাইরে বসে আছে – I found the child sitting outside.
- কম্পিউটার গেম খেলে সময় নষ্ট করবেন না – Don’t waste time playing computer games!
- তারা পুরো দিন কেনাকাটা করতে ব্যয় করেছে – They have spent the whole day shopping.
- আমি এই গেমটি কিনে অর্থ নষ্ট করেছি – I wasted money buying this game.
- আমরা কিছু অর্থ মাটিতে পড়ে থাকতে দেখেছি – We found some money lying on the ground.
- তারা বাগানে বসে তাদের মাকে দেখতে পেলেন – They found their mother sitting in the garden.
- কুকুরটি ঘেউ ঘেউ করতে করতে চোরকে তাড়া করলো – The dog chased the thief barking.
- তাকে এই রাস্তায় আসতে দেখলাম – I saw him coming down this street.
- আমি তাকে তোমার নাম ধরে ডাকতে শুনলাম – I heard him calling youby your name.
- তুমি কি কাউকে দরজায়া দাড়িয়ে থাকতে দেখেছিলে? – Did you see anyone standing in the doorway?
- আমার বাড়ীটা পরিত্যক্ত দেখতে পেলাম – We found the house deserted.
- আমি অবশ্যই আমার চুল কাটিয়ে নেবো – I must get my hair cut.
- তিনি বইখানা ছাপিয়ে নিয়েছিলেন – He got the book painted.
- চেয়ারে বসে তিনি খবরের কাগজ পড়ছেন – He is reading the newspaper sitting on the chair. Or: Sitting on the chair, he is reading the newspaper.
- সে হাসতে হাসতে আমার কাছে আসলো – He came to me smiling.
- মা দেখলেন ছেলেটি অলসভাবে বসে আছে – The mother saw the boy sitting lazily.
- হাঁসটি সাঁতার কাটতে কাঁটতে চলে গেলো – The duck went away swimming.
- আমরা বহমান নদী তীরে বসে ছিলাম – We were sitting on the bank of the flowing river.
- বালিকাটি নাচতে নাচতে চলে গেলো – The girl went away dancing.
- সে কেঁদে কেঁদে বললো – He said weeping.
- তুমি কথা বলতে বলতে হাসো – You laugh while talking.
Rule:
একটি কাজের পর আরেকটি কাজ সংঘটিত হলে প্রথম কাজটি participle দ্বারা ব্যক্ত করতে হয়।
Example:
- প্রধান শিক্ষককে দেখে ছাত্ররা ক্লাসে প্রবেশ করলো – Seeing the headmaster, the students entered the classroom.
- গল্পটি শুনে আমরা অনেক হাসলাম – Hearing the story, we laughed a lot.
- কুকুরটি দেখে শিয়ালটি দৌড়ে পালালো – Seeing the dog, the fox ran away .
- তোমার পত্র পেয়ে বিষয়টি জানলাম – Receiving your letter, we came to know the matter.
- এক ঘন্টা সাঁতার কেটে সে ক্লান্ত হয়ে পড়লো – After swimming for an hour, he got tired.
- উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করার পর মেডিক্যাল কলেজে ভর্তি হবো -After passing the higher secondary examination, I will be admitted to the medical college.