Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
The position of adverbs-এ আমরা কোন বাক্যে একটি adverb শব্দ কোথায় ব্যবহার করবো, সে বিষয়ে জানবো।
Rule:
কোন adverb শব্দ noun ও pronoun ছাড়া যে কোন part of speech-এর বিষয়ে অতিরিক্ত কিছু বলে বা অতিরিক্ত কোন তথ্য দেয়, যাকে আমরা উক্ত part of speech-কে modify করা বলি। এই modify শব্দটিকে ভালভাবে না বুঝলে adverb-কে বুঝা যাবে না। Adjective, verb, adverb, preposition বা conjunction-কে যে adverb শব্দ modify করে, সেই adverb-কে উক্ত adjective, verb, adverb, preposition বা conjunction-এর আগে বসাতে হয়।
Example:
- গুজবটি আংশিক সত্য – The rumour is partly true.
- গুজবটি সম্পূর্ণ মিথ্যা – The rumour is completely false.
- সে যত্ন সহকারে কাজটি করেছিলো – He carefully did the work.
- আমি খুব সহজেই অংকটি কষেছিলাম – I did the sum very easily.
- আমি বাড়ী পৌছার ঠিক পূর্বেই সে স্থান ত্যাগ করেছিলো – He had left the place just before I got home.
- আমার ঠিক মাথার উপর একটি পাখি উড়ছিলো – A bird was flying just over my head.
- রহিম খুব লম্বা – Rahim is very tall.
- ছেলেটি বেশ বুদ্ধিমান – The boy is quite intelligent.
- আমি সেখানে বেশ সুখে ছিলাম – I was quite happy there.
Rule:
আমরা জানি transitive verb-এর object থাকে। যদি কোন adverb কোন transitive verb-কে modify করে, তবে উক্ত transitive verb-এর আগে অথবা transitive verb-এর object-এর পরে adverb বসে।
Example:
- সে নি:শব্দে ঘড়ে প্রবেশ করলো – He quietly entered the room. Or: He entered the room quietly.
- আমি আনন্দের সাথে তাকে সাহায্য করলাম – I gladly helped him. Or: I helped him gladly.
- আমি সফলতার সাথে মাধ্যমিক পরীক্ষা পাস করলাম – I successfully passed the secondary examination.
- আমি যত্ন সহকারে কাজটি সম্পন্ন করেছি – I carefully completed the work. Or: I completed the work carefully.
- সে ইচ্ছা করে আমাকে এড়িয়ে চলে – He intentionally avoids me. Or: He avoids me intentionally.
- সে খোলাখুলি দোষ স্বীকার করলো – He openly admitted his guilt.
Rule:
আমরা জানি intransitive verb-এর কোন object থাকে না। এক্ষেত্রে adverb যে intransitive verb-কে modify করে, সেই intransitive verb-এর পরে adverb বসে।
Example:
- সে দ্রুত হাঁটে – He walks quickly.
- সে আস্তে আস্তে হাঁটে – He walks slowly.
- সে বুদ্ধিমানের মত কাজ করেছে – He acted wisely.
- ছেলেচি উচ্চ:স্বরে কথা বলে – The boy speaks loudly.
- মেয়েটি মধুর সুরে গান করছিলো – The girl was singing sweetly.
- তিনি উষ্ণভাবে হাসলেন – He smiled warmly.
- ট্রেনটি দেরী করে এসেছিলো – The train arrived late.
- ছেলেটি উচ্চ:স্বরে কাঁদতে লাগলো – The boy began to cry loudly.
- সে আস্তে আস্তে কথা বলছিলো – He was speaking slowly.
- করোনা ভাইরাস দ্রুত ছড়াচ্ছে – The corona virus is spreading rapidly.
Rule:
Always, seldom, rarely, ever, never, often, sometimes, just (এই মাত্র; এখনই) প্রভৃতি কতকগুলি সময়বাচক adverb সাধারনত: verb-এর আগে বসে। আর বাক্যে auxiliary verb ও main verb ব্যবহৃত হলে adverb-টি auxiliary verb ও main verb-এর মধ্যে বসে।
Example:
- সে সর্বদা সত্য কথা বলে – He always speaks the truth.
- সে কখনো সত্য কথা বলে না – He never speaks the truth.
- সে কদাচিৎ মিথ্যা কথা বলে – He seldom tells a lie. Or: He seldom lies.
- সে কদাচিৎ এখানে আসে – He rarely comes here.
- আমি কখনও পরনিন্দা করি না – I never speak ill of others. Or: I never slander.
- তিনি প্রায়েই এখানে আসেন – He often comes here.
- আমি কখনও তোমার সাথে কথা বলবো না – I will never talk to you
- আমি এই মাত্র এখানে আসলাম – I have just come here.
- সে এখনই এখান থেকে চলে গেলো – He has just left from here.
- আমি কি কখনো এটা বলেছি? – Have I ever told this?
- তারা খুব কমই সিনেমায় যাওয়ার সুযোগ পায় – They seldom get the chance to go to the cinema.
- সে খুব কমই শহরে গাড়ি চালাই – He seldom drives my car into the city.
- আমি কখনো তাকে মারি নাই – I have never beaten him.
- তিনি প্রায়ই এখানে আসতেন – He would often come here.
- এত সুন্দর বাগান আমি কখনো দেখি নাই – I have never seen such a beautiful garden.
Rule:
Interrogative adverb বাক্যের প্রথমে বসে।
Example:
- তুমি কোথায় যাচ্ছো? – Where are you going?
- সে কিভাবে কাজটি শেষ করলো? – How did he finish the work?
- তুমি হাসছো কেনো? – Why are you laughing?
- তুমি কখন আসলে? –When did you come?
- সে কোথায় থাকে? – Where does he live?
- সে কখন যাবে? – When will he leave?
Rule:
সমগ্র sentence-কে modify করলে বা সমগ্র sentence-কে emphasis করা বুঝালে adverb-টি সাধারনত: sentence-এর প্রথমে বসে।
Example:
- সৌভাগ্যক্রমে আমি বেঁচে গেলাম – Luckily, I was saved.
- নিশ্চয়ই সে দোষী – Surely, he is guilty.
- হঠাৎ আমার ভয় লাগল – Suddenly, I felt afraid.
- দুর্ভাগ্যবশত, সে পরীক্ষায় ফেল করেছিলো – Unfortunately, he failed in the examination
- মাঝে মাঝে ঘুমানোর আগে একটা বই পড়ি – Sometimes I read a book before bed.
- সৌভাগ্যবশত, কেউ আহত হয়নি – Fortunately, nobody was injured.
- সম্ভবত তারা আজ সন্ধ্যায় আসবে – Perhaps they’ll arrive this evening