Uses of the Future Tense: Future Tense-এর ব্যবহার

Future simple tense

Rule:

ভবিষতকালে বক্তার ইচ্ছা, প্রতিজ্ঞা, আদেশ, উপদেশ প্রভৃতি বুঝাতে future simple বা future indefinite tense ব্যবহৃত হয়। সাধারনত: বাংলা ক্রিয়ার শেষে ব, বে, বেন ইত্যাদি যুক্ত থাকে

Example:

  • আমার আব্বা আমার জন্য একটি গল্পের বেই কিনবেন – My dad will buy a story book for me
  • আমি কবিতাটি আবৃত্তি করবো – I will recite the poem.
  • আমি আগামীকাল দশটায় কলেজে যাবো – I will go to college tomorrow at ten o’clock.
  • সে কি তোমার সাথে স্কুলে যাবে? – Will he go to school with you?
  • তুমি কি আজ ক্লাসে উপস্থিত থাকবে? – Will you be in class today?
  • আমি আগামীকাল রাজশাহী যাবো – I will go to Rajshahi tomorrow
  • আমরা তাকে একটি উপহার দিবো – We will give him a gift.
  • রত্না বাজারে যাবে ও ঔষধ কিনবে – Ratna will go to the market and buy medicine
  • তোমরা গুরুজনদের মান্য করবে – You will obey the elders.
  • রহিম পরীক্ষায় A+ পাবে – Rahim will get A + in the exam.
  • আজ বিকেলে ভারী বৃষ্টি হবে – There will be heavy rain this afternoon.
  • তোমার ফোন পেলে আমি খুশী হবো – I will be happy to have your phone call.
  • তুমি কি আমাকে একশত টাকা ধার দিবে? – Will you lend me one hundred taka?
  • তুমি কি সত্যিই কাল ঢাকা যাবে? – Will you really go to Dhaka tomorrow?

Rule:

Conditional sentence-এ if clause-এ present indefinite tense হলে principal clause-এ সাধারণত: future indefinite tense হয়।

Example:

  • যদি তুমি পড়ো, তাহলে তুমি পরীক্ষায় পাস করবে – If you study, you will pass the exam.
  • যদি সে এখানে আসে, আমি তার সাথে যাবো – If he comes here, I will go with him.
  • যদি তুমি অন্যকে ভালবাস, তাহলে অন্যরাও তোমাকে ভালবাসবে – If you love others, others will love you.

Rule:

ভবিষতে একটা কাজের পর আরেকটা কাজ বুঝাতে যদি subordinate clause যদি when, before, after, till, until, as soon as প্রভৃতি দ্বারা শুরু করলে principal clause-টি future indefinite tense-এ হবে।

Example:

  • সে যখন আসবে আমি তখন মাঠে খেলতে যাবো – When he comes, I will go to the field to play.
  • এইচ. এস. সি পরীক্ষায় পাস করে আমি মেডিক্যাল কলেজে ভর্তি হবো – I will get admitted to Medical college when I pass the H.S.C Examination.
  • সে পৌছানোর পূর্বেই মিটিং শেষ হবে – The meeting will end before he arrives
  • রহিম আসা মাত্রই আমি তোমাকে ফোন করবো – I will call you as soon as Rahim arrives.
  • তুমি না আসা অব্দি আমি তোমার জন্য অপেক্ষা করবো – I will wait for you until you come.

Rule:

ভবিষতের কথা বলতে গিয়ে যদি certainly, perhaps, probably, surely, possibly, definitely প্রভৃতি বাক্যে ব্যবহার করতে চাই, তবে বাক্যটিকে future indefinite tense-এ লিখতে হবে।

Example:

  • সম্ভবত: সে আজ আসবে – Probably he will come today
  • সে আজ অবশ্যই আসবে – He will surely come today
  • সে অবশ্যই পরীক্ষায় A+ পাবে – He will definitely get A + in the exam.
  • তারা সম্ভবত: মাঠে ক্রিকেট খেলতে যাবে – Probably they will go to the field to play cricket.

Future continuous tense

Rule:

ভবিষতে কোন কাজ আরম্ভ হয়ে চলতে থাকবে বুঝালে আমরা future continuous tense ব্যবহার করি। বাংলা ক্রিয়ার শেষে সাধারণত: ’তে থাকবো’, ’তে থাকবে’ প্রভৃতি যুক্ত থাকে।

Example:

  • আমি বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করতে থাকবো – I will be working until five in the afternoon.
  • রাত এগারোটায় আমি ঘুমাতে থাকবো – I will be sleeping at eleven o’clock at night.
  • সে আগামীকাল সেই বাজারে কেনাকাটা করতে থাকবে – You will be shopping at that market tomorrow.
  • সন্ধ্যা সাতটার পর তারা পড়তে থাকবে – They will be reading after ‍seven in the evening.
  • আমি তোমার জন্য অপেক্ষা করতে থাকবো – I will be waiting for you.
  • বিকালে ছাত্ররা মাঠে খেলতে থাকবে – Students will be playing in the field.
  • তুমি তখন টেলিভিশন দেখতে থাকবে – You will be watching television at that time.
  • তুমি কি সারাদিনই কাজ করতে থাকবে? – Will you be working all day?
  • সারারাত আমরা পথ চলতে থাকবো – We will be walking all night.
  • আমি তখন তাকে কাজটি করতে সহায়তা করতে থাকবো – I will be helping him to do the task.
  • তুমি কি তোমার বন্ধুদের সাহায্য করতে থাকবে? – Will you be helping your friend?

Future perfect tense

Rule:

কোন কাজ ভবিষতকালে কোন নিদির্ষ্ট সময় বা সময়ের পর শেষ হয়ে থাকবে বুঝালে future perfect tense ব্যবহার করা হয়।

Example:

  • এ মাসের শেষ নাগাদ আমি কাজটি শেষ করে ফেলবো – I shall have finished the work by the end of this month.
  • সংবাদটি তুমি শুনে থাকবে – You will have heard the news.
  • জানুয়ারী মাসের মধ্যেই বইটি লিখে ফেলবেন – He will have written the book by January.
  • তখন তারা রাতের খাবার খেয়ে থাকবে – They will have eaten their dinner by then.
  • মা আমাদের প্রিয় খাবার রান্না করে থাকবে – Mom will have cooked our favorite meal.

Rule:

ভবিষতে দুটি কাজ সম্পন্ন হওয়া বুঝালে যে কাজটি আগে হবে, সেটিকে future perfect tense ও পরের কাজটিকে future indefinite বা present indefinite tense-এ লিখতে হয়।

Example:

  • ট্রেনটি ষ্টেশন ছাড়ার পূর্বেই তারা ষ্টেশনে পৌছে থাকবে – They will have reached the station before the train leaves.
  • তুমি আসার পূর্বেই সে তার পড়া শেষ করে ফেলবে – He will have finished his study before you come.
  • স্কুলের ঘন্টা পরার পূর্বেেই ছাত্রটি স্কুলে পৌছে যাবে – The student will have reached the school before the bell rings.
  • অনুষ্ঠান শুরুর আগে সে একটি রোমান্টিক কবিতা লিখে ফেলবে – He will have written a romantic poem before the program starts.
  • আমার ক্লাস শুরুর আগে আমি তাকে কাজটি করতে সহায়তা করবো – I will have helped him before my class starts.

Future perfect continuous tense

Rule:

কোন কাজ বর্তমানে চলছে এবং ভবিষতে একটা নিদিষ্ট সময় পর্যন্ত চলতে থাকবে বুঝানোর জন্য Future perfect continuous tense ব্যবহৃত হয়।

Example:

  • বাহিরে বেড়াতে যাওয়ার আগে আমি কিছুক্ষন উপন্যাস পড়তে থাকবো – I shall have been reading a novel for some time before I go out for a walk.
  • 2025 সালে তিনি প্রায় কুড়ি বছর শিক্ষকতা করতে থাকবেন – He will have been serving as a teacher for about twenty years by 2025.
  • তোমরা তখন ঘুমাতে থাকবে – Then you will have been sleeping.
  • এই বছরের শেষ নাগাদ সে পাঁচ বছর ধরে ইংরেজি শিখাবেন – He will have been teaching English for 5 years by the end of this year.

Note: এই tense-এর ব্যবহার বিরল।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply