Uses of Collective Nouns and Articles

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে Collective nouns and articles বিষয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই এ অধ্যায়ে আমরা Collective noun এবং article-এর বিষয়টি বুঝে বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করবো।

Rule:

Collective noun যখন অনিদির্ষ্ট অর্থে singular number-এ ব্যবহৃত হয়, তখন তার পূর্বে article হিসাবে a অথবা an বসে। কিন্তু অনিদির্ষ্ট অর্থে plural number-এ ব্যবহৃত হলে তার পূর্বে কোন article বসে না।

কিন্তু সুনিদির্ষ্ট অর্থে plural number-এ ব্যবহৃত collective noun-এর পূর্বে article হিসাবে the ব্যবহৃত হয়।

Example:

  • ঝাঁকে ঝাঁকে মৌমাছি উড়িয়া গেল – The bees flew away in droves.
  • পাখির ঝাঁকগুলি উড়িতেছে – The flocks of birds are flying.
  • একপাল গরু মাঠে চড়িতেছে – A herd of cows is grazing in the field.
  • এক ঝাঁক পাখি উড়িতেছে – A flock of birds is flying.
  • রাখাল বালকটি এক পাল গরু নিয়ে মাঠে যাচ্ছে – The shepherd boy is going to the field with a herd of cows.
  • এই গ্রামের যুব সম্প্রদায় একটি পাঠাগার স্থাপন করেছে – The youth community of this village has set up a library.
  • The town council has approved plans to create a new park – টাউন কমিটি একটি নতুন পার্ক তৈরির পরিকল্পনা অনুমোদন করেছে।
  • The committee agrees to the decision – কমিটি সিদ্ধান্তে সম্মত হয়।
  • A bunch of flowers is lying on the table – একগুচ্ছ ফুল টেবিলে পরে আছে –
  • flock of birds was flying in the sky – পাখির ঝাঁক আকাশে উড়ছিল।
  • band of musicians was performing in the hall – একদল সংগীতশিল্পী হলটিতে পারফর্ম করছিলেন।
  • team of 11 players was traveling to the stadium – এগারো জন খেলোয়াড়ের একটি দল স্টেডিয়ামে যাচ্ছিল।
  • stack of wood was lying in the storeroom of his house – তার বাড়ির স্টোররুমে কাঠের স্তুপ পড়ে ছিল।
  • group of engineers is busy designing a bridge – একদল প্রকৌশলী একটি ব্রিজ ডিজাইনে ব্যস্ত।
  • এক পাল শিকারী কুকুর হরিণের পিছে দৌরাচ্ছে – A herd of hunting dogs is running after deer.

Rule:

Collective noun দ্বারা যদি সমষ্টি না বুঝিয়ে যদি সমষ্টির অন্তর্গত ব্যক্তি বা বস্তুকে পৃথক করে বুঝায়, তখন তাকে noun of multitude বলে এবং তা plural number-এ ব্যবহৃত হয়।

Example:

  • কমিটি দশজন সদস্য নিয়ে গঠিত – The committee consists of ten members. (Collective noun).
  • কমিটিতে মতভেদ দেখা দিলো – The committee were divided in their opinions. (Noun of multitude).
  • একদল বানর গাছের উপর বসিয়া আছে – A group of monkeys are sitting on a tree.
  • সংখ্যা গরিষ্ঠ অংশ আমাকে সমর্থন করে – The majority of numbers support me.
  • জনগন খাদ্যা দাবী করছে – People are demanding food.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has One Comment

  1. Prasanta Paul

    Your translations are very helpful. Pls give us more such exercises.
    Thank you.

Leave a Reply