Forms of sentences বা বিভিন্ন প্রকারের বাংলা বাক্যকে কিভাবে ইংরেজিতে লিখব, তার কিছু নিয়মসহ উদাহরণের মাধ্যমে দেখানো হলো। চর্চা করলে যে কোন বাংলা বাক্যকে ইংরেজি করা যাবে। ইংরেজিতে দক্ষ হবার জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় অধ্যায়।
Assertive sentence
Rule:
যে sentence-এ কোন ঘটনা, অবস্থা বা কোন বিষয়ের বিবরণ দেয়া হয়, তাকে Assertive sentence বা Assertive statement বলে। Assertive sentence দুই প্রকার — Affirmative এবং Negative. বিবরণটি হাঁ-বাচক হলে তাকে Affirmative sentence বলে। আর বিবরণটি না-বাচক হলে তাকে Negative sentence বলে।
Assertive sentence-এ সাধারনত: প্রথমে subject ও তারপর verb বসে।
Example:
- আল্লাহ সব জায়গাতে আছেন – Allah is everywhere.
- আল্লাহ সর্বশক্তিমান – Allah is Almighty
- মহানবী হযরত মোহাম্মদ (সঃ) আল্লাহর প্রেরিত পুরুষ – The Prophet Muhammad (sm.) is a man sent by Allah.
- সে আমার মামাতো ভাই – He is my cousin.
- সে তোমার ভাগ্নে – He is your nephew.
- আমি হাত-মুখ ধুলাম – I washed my hands and face.
- তুমি এর জন্য দায়ী – You are responsible for this.
- ধনীদের দরিদ্রদের সাহায্য করা উচিত – The rich should help the poor.
- তিনি এক বছর যাবত আমাকে ইংরেজি পড়াচ্ছেন – He has been teaching me English for a year.
- চরিত্রবান লোককে সবাই শ্রদ্ধা করে – Everyone respects a man of character.
- তোমার ভাই নির্দোষ – Your brother is innocent.
- চুরি করা একটি বড় অপরাধ – Stealing is a big crime.
- বাগান করা তার সখ – Gardening is his hobby.
- বাংলাদেশ আমাদের মাতৃভূমি – Bangladesh is our motherland.
- মিথ্যা বলা মহাপাপ – Lying is a great sin.
- ধূমপান সাস্থ্যের জন্য ক্ষতিকর – Smoking is harmful to health.
- ছেলেটি চতুর নয় – The boy is not clever.
- আমি মিথ্যা কথা বলি না – I do not lie / I do not tell lies.
- ছেলেটির কোন কলম নাই – The boy has no pen.
- এই লোকটির কোন সম্পত্তি নাই – This person has no property.
- সে বাস ধরতে পারলো না – He could not catch the bus.
Rule:
সাধারনত: here, there, never, no sooner, hardly, scarcely প্রভৃতি দ্বারা কোন assertive বাক্য আরম্ভ হলে subject-টি verb-এর আগে বসে, আর সাহায্যকারী verb থাকলে subject-টি সাহায্যকারী verb ও মূল verb-এর মধ্যে বসে।
Example:
- বাংলাদেশে মাছরাঙ্গা নামে একটি পাখি আছে – There is a bird called Mashranga in Bangladesh.
- এই যে তোমার হাত ঘড়ি – Here is your watch.
- আমাদের সামনে কঠিন সময় রয়েছে – There are hard / difficult times ahead of us.
- নেপোলিয়ন যে বড় প্রতিভা ছিলেন সে কথা অনস্বীকার্য – There is no denying the fact that Napoleon was a great genius.
- ঔই যে বিশ্ববিদ্যালয় বাস আসছে – There comes the university bus.
- সে কখনও এখানে আসে নাই – Never did he come here.
- এই বাড়ীতে এক বৃদ্ধ বাস করতেন – There lived an old man in this house.
- কখনও সে গ্রাম ছাড়িয়া যায় নাই – Never did he leave the house.
- ডিমটি ফট করে ফেটে গেল – Crack went the egg.
- তারা ঘড় হতে বের হতে না হতেই সেটি ভেঙ্গে পড়লো – No sooner had they left the house than than the house broke down.
- যেই মাত্র আমি সেটার উপর পা রাখলাম অমনি আমি পিছলিয়ে পড়ে গেলাম – Scarcely had I put my foot on it when I slipped.
- আমরা যাওয়া শুরু করতে না করতেই বৃষ্টি আরম্ভ হলো –
Interrogative sentence
Rule:
যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয়, তাকে Interrogative sentence বা question বলে। Interrogative sentence-টির মূল verb যদি ’be’ বা ‘have’ হয়, তবে উহা sentence-এর প্রথমে বসে এবং subject তার পরে বসে।
Interrogative sentence-এরও Affirmative এবং Negative দুইটি রুপ আছে। প্রশ্নবোধক Negative বাক্যকে Negative Interrogative বাক্য বলে। Negative Interrogative বাক্যে যখন ‘not’ শব্দটি ব্যবহৃত হয়, তখন subject-টি noun হলে ‘not’ subject-এর আগে বসে, আর subject-টি pronoun হলে ‘not’ subject-এর পরে বসে। যেমন:
- Incorrect: Is Rahim not a clever boy?
- Correct: Is not Rahim a clever boy?
- Incorrect: Has the boy not a pen?
- Correct: Has not the boy a pen?
কিন্তু কথাবার্তার সময় যখন সংক্ষিপ্ত negative form ব্যবহৃত হয় (যেমন, is not = isn’t; has not = hasn’t; have not = haven’t; do not = don’t; does not = doesn’t প্রভৃতি) তখন subject-টি noun বা pronoun যাইহোক না কেন subject পরে বসে। যেমন:
- Isn’t he a clever boy?
- Isn’t Rahim a clever boy?
Example:
- তুমি কি খুব ব্যস্ত? – Are you busy?
- সে কি সুস্থ আছে? – Is he well?
- সে কি ছাত্র? – Is he a student?
- তিনি কি দেশপ্রেমিক ছিলেন? – Was he a patriot?-
- ছেলেটি কি অসৎ? – Is the boy dishonest?
- তোমার কি একটি মটর সাইকেল আছে? – Have you a motorcycle?
- সে কি বুদ্ধিমান নয়? – Is he not intelligent?
- ছেলেটি কি দোষী নয়? – Is not the boy guilty?
- তার কি সাইকেল নাই? – Has he not a bicycle?
- রহিমের কি টাকা ছিল না? – Had not Rahim a pen?
Rule:
Interrogative sentence-এ যদি কোন auxiliary verb থাকে, তবে তা sentence-এর প্রথমে বসে। Subject-টি auxiliary verb ও principal verb-এর মধ্যে বসে।
Example:
- তুমি কি স্কুলে যাচ্ছো? – Are you going to school?
- তুমি কি আমার চিঠির জবাব দিয়েছিলে? – Did you reply to my letter?
- সে কি অংক করেছে? – Has he done the sum?
- তিনি কি এই গ্রামে বাস করছিলেন? – Was he living in this village?
- সে কি এখানে আসে? – Does he come here?
- সে কি কাজটি শেষ করেছে? – Did he finish the job / work?
- তারা কি খেলায় জয়লাভ করেছিলো? – Did they win the match?
- তুমি কি আজ বাড়ী যাবে? – Will you go home today?
- রত্না কি চিঠি লিখে নাই? – Did not (or, Didn’t) Ratna write the letter?
- সে কি এখানে আসে নাই? – Did he not (or, Didn’t he) come here?
- তোমরা কি বেড়াতে যাবে? – Will you go for a walk?
Rule:
Who, which, what, where, when, how প্রভৃতি দ্বারা প্রশ্ন করতে গেলে WH-question-এর গঠন প্রনালী অনুসরণ করতে হয়।
Example:
- ছেলেটি কে? – Who is the boy?
- কে আমার গ্লাসটি ভেঙ্গেছে? – He has broken my glass.
- কারা সেখানে বসে আছে? – Who are sitting there?
- কোনটি তোমার বই? – Which is your book?
- ঘড়ে আর কে কে আছে? – Who else are there in the room?
- কোন বইটি তোমার? – Which book is yours?
- তোমার হাতে ওটা কি? – What is in your hand?
- এই বইটি কার? – Whose book is this?
- কোন ছেলেটি তোমার ভাই? – Which boy is your brother?
- কোন কোন ছাত্র-ছাত্রী কবিতা আবৃত্তি করবে? – Which students will recite poems?
- তুমি আমাকে গালি দিয়েছিলে কেন? – Why did you insult me?
- সে কখন গেল? – When did he go?
- কোন ছেলেটি তোমার ভাই? – Which boy is your brother?
- সে কি চায়? – What does he want?
- তুমি কাকে দেখেছিলে? – Whom did you see?
- তিনি কখন বাড়ী ফিরবেন? – When will he return home?
- কে তোমাকে এই কলমটি দিয়েছিল? – Who gave you this pen?
- তুমি কখন তার সাথে দেখা করেছিলে? – When did you meet him?
- কোন কলমটি তুমি চাও? – Which pen do you want?
- তার লেখাপড়া কেমন চলছে? – How is his education going?
- কোনটি তার ছাতা? – Which is his umbrella?
- তুমি কতগুলো আমা কিনেছো? – How many mangoes did you buy?
- কারা এখানে এসেছিলো? – Who came here?
- কেন তুমি এখানে এসেছো? – Why are you here / Why have you come here?
- আমি তোমাকে কেন সাহায্য করবো? – Why will I help you?
- তার পিতা কেমন আছেন? – How is his father?
- তুমি কোথায় যাবে? – Where will you go?
- তুমি কাকে সাহায্য করেছিলে? – Who (Whom) did you help?
- সে তোমার কানে কানে কি বল্লো? -What did he whisper into your ears?
- সে কি জন্য সেখানে গিয়েছিল? – Why did he go there for?
- এই চেয়ারগুলির কোনটিতে তুমি বসেছিলে? – In which of these chairs did you sit?
- তুমি কার সাথে কথা বলছো? – Who (Whom) are you talking to?
- তুমি কার জন্য অপেক্ষা করছো? – Who (Whom) are you waiting for?
Imperative sentence
Rule:
Imperative sentence-এ শ্রোতাকে কোন কাজ করতে আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, নিষেধ প্রভিৃতির কোন একটি প্রকাশ পায়। এসকল বাক্যে সাধারণত: subject (You) উহ্য থাকে, তাই বাক্যটি main verb দ্বারা আরম্ভ হয়।
Example:
- সর্বদা সত্য কথা বলিও – Always speak the truth.
- তোমার চা পান করো – Drink up your tea.
- দয়া করে আমাকে পথটা দেখিয়ে দাও –
- জোরে বার্তাটি পড়ো – Read out the message aloud.
- বাতিটি জ্বালাও – Switch on the light.
- এই বইগুলি নিয়ে যাও – Take away these books.
- এই বাক্যগুলি তোমার নোটবুকে লিখো – Write down these sentences in your notebook.
Rule:
Imperative sentence-এর subject first person বা third person হলে ‘Let’ দ্বারা sentence শুরু হয়।
Example:
- চল আমরা এখনই ষ্টেশনের দিকে রওনা হই – Let’s start at once for the station.
- ছেলেটি বাড়ী যাক – Let the boy go home.
- রফিক এ কাজটি করুক – Let Rafiq do the work.
- চলো বেড়াতে যাই – Let’s go for a walk.
- তাকে কিছু খেতে দাও – Let him eat something. /Let him have something to eat.
- সে কিছুক্ষন অপেক্ষা করুক – Let him wait a while.
- চলো আমরা সকলে ক্রিকেট খেলতে যাই – Let’s all go to play cricket.
Rule:
না-বোধক imperative sentence সাধারণত: do not বা don’t দ্বারা আরম্ভ হয়। এছাড়া অনুরোধ সূচক বাক্যে please বা kindly ব্যবহার করা প্রয়োজন।
Example:
- এত জোরে কথা বলিও না – Don’t talk so loudly.
- নখ, ঠোঁট, পেন্সিল কামড়াইও না – Don’t bite your nails, lips, pencil.
- ঘর ছেড়ে যেও না – Do not leave the room.
- জোরে চিৎকার করিও না বা হাসো না – Don’t shout or laugh loudly.
- শিক্ষককে বিরক্ত করার জন্য কথা বলিও না বা ফিসফিস করো না – Don’t talk or whisper to annoy your teacher.
- জালানাটি বন্ধ করো – Please close the window.
- দয়া করে আমাকে একটু সাহায্য করো – Please help me a little.
Optative sentence
Rule:
মনের ইচ্ছা, প্রার্থনা বা কামনা প্রকাশ করার জন্য Optative sentence ব্যবহৃত হয়। এই sentence-গুলি সাধারণত: May দ্বারা আরম্ভ হয়, তবে অনেক সময় May উহ্য থাকতে পারে।
Example:
- ঈশ্বর তোমার মঙ্গল করুন – May God bless you.
- বাংলাদেশ চিরজীবি হোক – May Bangladesh live forever.
- তোমরা সবাই সুখে শান্তিতে থাকো – May you live in peace and comfort.
- তার আত্মা শান্তি লাভ করুক – May his soul rest in peace.
- আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবি হউন – Live long our President.
- লোকটি শত বছর বেচে থাকুক – May the man live a hundred years.
- আল্লাহ তোমার সহায় হউন – May Allah help you.
- তোমার খুব সফল বিবাহিত জীবন কামনা করছি – Wish you a very successful married life.
Exclamatory sentence
Rule:
Exclamatory sentence-এ subject-এর পর verb থাকতেও পারে আবার উহ্যও থাকতে পারে। এ সকল বাক্য সাধারনত: ‘what a’ এবং ‘how’ দ্বারা আরম্ভ হয়। বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসাতে হয়।
Example:
- সে কী মিথ্যাবাদী! – What a liar he is!
- সে কী সুদর্শন মানুষ! – What a handsome man he is!
- কেমন আশ্চর্য! – How strange it was!
- সে কত তাড়াতাড়ি বুঝতে পারে! – How quickly he understands!
- ঐ ফুলগুলো কত সুন্দর – How lovely those flowers are!
- কি একটি বিরক্তিকর দিন! – What a boring day!
- তোমার কি সুন্দর গাড়ি! – What a nice car you have!
- পোশাকটি কত সুন্দর! – How gorgeous the dress is!
- এমন দৃশ্য দেখে আমি কত ধন্য! – How blessed I am to see such a sight!
- এ কি সুন্দর দেশ! – What a beautiful country it is!
- সে ইংরেজি ভাষায় কতটা সাবলীল কথা বলে! – How fluently he talks in English!
- কি দু:খজনক! তুমি আমাদের সাথে যোগ দিতে পারবে না – What a pity! You can’t join us.
Rule:
Interjection-সহ অনেক সময় exclamatory sentence থাকতে পারে।
Example:
- আরে! কী উজ্জ্বল ধারণা! – Hey! What a brilliant idea that is!
- ওহ, আমি যদি এখানে থাকি তবে আমার কেমন ইচ্ছা। – Oh, how I wish I were there now.
- ওহে, তোমার কি বড় দাঁত! – Oh, what big teeth you have!
- কি দারুন! কি দুর্দান্ত গাড়ি! – Wow! What a cool car you’ve got!
- আরে! আমার ফোন স্পর্শ করবেন না! – Hey! Don’t touch my phone.
- হুশ! তোমার বাবা ঘুমাচ্ছেন! – Hush! Your father is sleeping.
- হুররে! আমরা কলকাতা যাচ্ছি – Hurrah! We are going to Kolkata.