Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে Material nouns and articles বিষয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই এ অধ্যায়ে আমরা Material noun এবং article-এর বিষয়টি বুঝে বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করবো।
Rule:
Material noun-এর পূর্বে কোন article ব্যবহৃত হয় না। এই noun গুলো plural number-এও ব্যবহৃত হয় না। এই noun গুলো সাধারনত: uncountable noun.
Example:
- জলের কোন রং নাই – Water has no colour.
- লোহা খুব প্রয়োজনীয় ধাতু – Iron is a very necessary metal.
- দুধ পুষ্টিকর খাদ্য – Milk is a nutritious food.
- এই আংটি সোনার তৈরী নয় – This ring is not made of gold.
- মধু সাস্থের জন্য খুবই উপকারী – Honey is very good for health.
- বাতাস ছাড়া আমরা বাচতে পারব না – We cannot survive without air.
- তরকারিতে অতিরিক্ত তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর – Excessive oil in vegetables is harmful to health.
- সোনা মূল্যবান ধাতু – Gold Precious Metal.
- চট্রগামে চিনি উৎপন্ন হয় – Sugar is produced in Chottogram.
- এই বেঞ্চটি লোহার তৈরী – This bench is made of iron.
- সিলেটে চা জন্মায় – Tea grows in Sylhet.
- তিনি চা পান করেন না – He does not drink tea.
Rule:
যদি সুনিদির্ষ্ট অর্থে material noun ব্যবহৃত হলে তাদের পূর্বে article ব্যবহৃত হয়। এরুপ ক্ষেত্রে উক্ত material noun-টিকে common noun রুপে গণ্য করা হয়।
Example:
- দিনাজপুরের চাউল অতি উত্তম – The rice of Dinajpur is very good.
- এই নদীর জল ঘোলা – The water of this river is muddy.
- কালো গরুর দুধ মিষ্টি – The milk of a black cow is sweet.
- এই বোতলের মধু ভালো নয় – The honey of this bottle is not good.
- এই আংটির সোনা খাঁটি – The gold of this ring is pure.
- এই পাত্রের দুধ ঠান্ডা – The milk in this pot is cold.
- আমাদের পুকুরের জল স্বচ্ছ – The water in our pond is clear.
- খুলনার কয়লা সস্তা – The coal of Khulna is cheap.
Rule:
প্রয়োজনে অনেক সময় material noun-কে plural number-এ ব্যবহার করা হয়। plural number-এ ব্যবহৃত হলে অর্থের পরিবর্তন ঘটে এবং তখন তা common noun রুপে গণ্য হয়। যেমন: stones-এর অর্থ ঢিল: irons-এর অর্থ শৃঙ্খল প্রভৃতি।
Example:
- ছেলেগুলি আমার দিকে ঢিল নিক্ষেপ করেছিল – The boys threw stones at me.
- পুলিশ ডাকাতটিকে শৃঙ্খলাবদ্ধ করলো – The police put the robber into irons.
Material nouns and articles-এর এ ধরণের ব্যবহার জানা থাকলে আমরা সহজেই বাক্যে material noun-কে ব্যবহার করতে পারবো।