Uses of ‘there’: ‘There’ শব্দের ব্যবহার

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

Rule:

কোন ব্যক্তি বা বস্তু কোথাও আছে বা ছিলো বুঝালে অনেক সময় ‘there’ ব্যবহার করে sentence আরম্ভ করতে হয়। এই there-এর কোন অর্থ থাকে না, ইহা sentence-এর subject-ও নয়। তাই এই there-কে introductory there বলা হয়। এইরুপ there দ্বারা sentence আরম্ভ হলে verb-এর পরে subject বসে, এবং সেই subject-এর number ও person দ্বারা verb-টি নিয়ন্ত্রিত হয়।

Structure: There + verb + subject + অন্য শব্দ / শব্দ সমষ্টি

Example:

  • আমাদের গ্রামে একটি পাকা মসজিদ আছে – There is a brick-built mosque in our village.
  • আমার বাড়ির কাছে একটি সুন্দর পার্ক আছে – There is a beautiful park near my home.
  • এই প্লেটে কিছু চকোলেট রয়েছে – There are some chocolates on this plate.
  • এই বনে অনেক হিংস্র পশু আছে – There are many wild animals in this forest.
  • আজ বিকালে অনেক কাজ করার রয়েছে – There is a lot of work to do this afternoon.
  • নদীর ধারে একটি বটগাছ ছিল – There was a banyan tree by the river.
  • আগামীকাল আমাদের রাড়ীতে একটা ভোজ হবে – There will be a feast in our house tomorrow.
  • বাগানে দুটি কুকুর রয়েছে – There are two dogs in the garden.
  • আমাদের স্কুলে তিনশত ছাত্র আছে – There are three hundred students in our school.
  • শহরের মাঝখানে একটি বড় মসজিদ আছে – There is a big mosque in the middle of the city.
  • বইয়ের প্রথম পৃষ্টায় একটি মানচিত্র আছে – There is a map on page one of the book.
  • আমাদের স্কুলে অনেক ছাত্র-ছাত্রী আছে – There are many students in our school.
  • তাদের বাড়ীর সামনে একটি ফুলের গাছ ছিল – There was a flower garden in front of their house.
  • গতকাল বাজারে মাছ ছিলো না – There were no fish in the market yesterday.
  • গতরাতে বাড়ীর বাহিরে একটা দুর্ঘটনা ঘটেছিলো – There was an accident outside the house last night.
  • আমাদের সামনে রয়েছে কঠিন সময় – There are hard times ahead of us.
  • ঘড়ের মধ্যে কয়েকটি লোক আছে – There are a few men in the house.
  • পদ্মা নদীতে অনেক মাছ আছে – There are many fishes in the Padma.
  • ঘড়ে একটি বাতিও ছিলো না – There was not a single lamp in the house.
  • দোকানে তিনজনের বেশী লোক ছিলো না – There were not more than three men in the shop.
  • বাক্সটিতে অনেকগুলি বই ছিলো – There were many books in the box.
  • মাঠের ঐ দূর কোনে হঠাৎ একটা লোক দেখা গেলো – Suddenly, there appeared a man in the far corner of the field.
  • পৃথিবীতে বাড়ীর মতো জায়গা আর হয় না – There is no place like home on earth.
  • মনে হয় শিঘ্রই বজ্র-ঝড় হবে – It seems, there will be thunder-storm soon.
  • এক যে ছিলো রাজা – There was a king. or There lived a king.
  • বাংলাদেশে বহু নদী আছে – There are many rivers in Bangladesh.
  • এখন কোন আশা নাই – There is hope now.
  • এ বিষয়ে কোন সন্দেহ নাই – There is doubt about it.
  • রাস্তায় কোন লোক নাই – There are no people on the street.
  • খাঁচায় অনেকগুলি পাখি ছিল – There were many birds in the cage.

Rule:

There দ্বারা গঠিত interrogative বাক্যের প্রথমে verb ও তারপর introductory ‘there’ বসে। Subject বসে there-এর পর।

Example:

  • তাদের বাগানে কি অনেকগুলি আমগাছ ছিলো না? – Weren’t there many mango trees in their garden?
  • লোকটার মধ্যে কি অহংকার ছিলো? – Was there any pride in the ma
  • ঐ বাড়ীটিতে কোন লোক ছিল না – Was there any man in that house?
  • তোমার পকেটে কি কলম নাই? – Is there no pen in your pocket?
  • তোমাদের গ্রামে কি দাতব্য চিকিৎসালয় ছিল? – Was there a charity clinic / hospital in your village?
  • এই গ্রমে পোষ্ট অফিস আছে কি? – Is there a post office in this village?

More examples of using introductory ‘there’.

  • গতকাল পার্কে প্রচুর লোক ছিল – There were a lot of people in the park yesterday.
  • আগামীকাল আমাদের বাড়িতে একটি পার্টি হবে – There will be a party at our house tomorrow.
  • তুমি গত সপ্তাহে চলে যাওয়ার পরে কিছু পরিবর্তন হয়েছে – There are a few changes since you left last week.
  • আজ বিকেলে অনেক কাজ করার আছে – There is a lot of work to do this afternoon.
  • গত রাতে আমাদের বাড়ির বাইরে দুর্ঘটনা ঘটেছিল – There occurred an accident outside our house last night.
  • আজ সকালে আমাদের বাসায় প্রচুর দর্শনার্থী রয়েছেন – There are a lot of visitors in our house this morning.
  • দশ মিনিট আগে এক ব্যক্তি গাছের নীচে দাঁড়িয়ে ছিলেন – There was a man standing under the tree ten minutes ago.
  • আমরা শীঘ্রই না গেলে কিছুই অবশিষ্ট থাকবে না – There will be nothing left if we don’t go soon.
  • আজ সকালে অনেক কাজ করার আছে – There is so much work to do this morning.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply