Suffix Definition and its Uses

Suffix বলতে কি বুঝায়?

নুতন একটি শব্দ গঠন করার জন্য কোন মূল শব্দের (root word) পরে যে এক বা একাধিক বর্ণ বা অক্ষর (letter) যুক্ত হয়, তাকেই suffix বলে। A suffix is a letter or a group of letters placed after the root of a word to make a new word.

Example:

  • root word- friend: friendly — friendship
  • root word- good: goodness
  • root word- free: freedom

Note: অনেক শব্দের মধ্যে prefixsuffix দুই রকম affix-ই থাকতে পারে। Structure: prefix + root word + suffix

Example:

  • friend — unfriendly
  • regular — irregularly
  • grateful — ungratefully

Suffix-এর ব্যবহার

1. মূল verb শব্দের শেষে Suffix যুক্ত করে noun শব্দ গঠন করা:

(a) এমন কিছু verb শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -ation, -tion, -ion, -sion যুক্ত করে noun শব্দ গঠন করা হয়। মনে রাখতে হবে যে, অনেক সময় root word-এর শেষে suffix যুক্ত করার সময় root word-এর শেষের অক্ষর পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।

Example:

  • agitate – উত্তেজিত করা — agitation
  • select – নির্বাচিত করা; বাছাই করা — selection
  • invent – উদ্বাভন করা; আবিস্কার করা — invention
  • elect – নির্বাচন করা — election
  • cultivate – চাষাবাদ করা — cultivation
  • collect – সংগ্রহ করা — collection
  • examine – পরীক্ষা করা — examination
  • extend – বৃদ্ধি করা; প্রসারিত করা — extension
  • admit –  ভর্তি করা — admission
  • appreciate – প্রশংসা করা — ‍appreciation
  • calculate – গণনা করা — calculation
  • clarify – পরিস্কার করা — clarification
  • corrupt – দুষিত করা — corruption
  • create – সৃষ্টি করা — creation
  • distribute – বিতরণ করা — distribution
  • discuss – আলোচনা করা — discussion
  • edit – সম্পাদন করা — edition
  • expect – আশা করা — expectation
  • hesitate – ইতস্তত: করা — hesitation
  • illustrate – ব্যাখা করা — illustration
  • inform – কাউকে কোন কিছু জানানো — information
  • infect – দুষিত করা — infection
  • lament – দু:খ বা পরিতাপ করা — lamentation
  • meditate -ধ্যান করা — meditation
  • negate – অস্বীকার করা — negation
  • negotiate – আলাপ আলোচনা চালানো – negotiation
  • object – আপত্তি করা — objection
  • Organize – সংগঠন করা — Organization
  • oppress – অত্যাচার করা — oppression
  • qualify – যোগ্য বা উপযুক্ত করা — qualification
  • separate – পৃথক করা — separation

(b) এমন কিছু verb শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -ment যুক্ত করে noun শব্দ গঠন করা হয়।

Example:

  • enlarge – বৃদ্ধি কর; সম্প্রসারিত করা — enlargement
  • agree – সম্মত হওয়া — agreement
  • improve – উন্নতি করা — improvement
  • achieve – অর্জন করা — achievement
  • postpone – স্থগিত রাখা — postponement
  • enjoy – উপভোগ করা — enjoyment
  • establish – স্থাপন করা — establishment
  • employ – নিয়োগ করা — employment
  • develop – উন্নতি করা — development
  • advance – অগ্রসর হওয়া — advancement
  • govern – পরিচালনা করা — government
  • manage – ব্যবস্থা করা –management
  • fulfil – পরিপূর্ণ করা — fulfilment
  • arrange – সাজানো বা সজ্জিত করা — arrangement
  • advertise – প্রচার করা — advertisement
  • amuse – মনোরঞ্জন করা — amusement
  • argue – যুক্তি ‍দিয়ে প্রমান করার চেষ্টা করা — argument
  • move – নড়া বা স্থান পরিবর্তণ করা
  • judge – বিচার করা — judgement
  • treat – আচরণ করা — treatment
  • place – স্থাপন করা — placement
  • equip – সজ্জিত করা — equipment
  • state – বিবৃত করা — statement
  • manage – ব্যবস্থা করা — management
  • depart – ত্যাগ করা — department
  • attach – সংযুক্ত করা — attachment
  • detach – বিচ্ছিন্ন করা — detachment
  • settle – নিস্পত্তি করা — settlement
  • engage -জড়িত করা — engagement
  • invest – বিনিয়োগ করা — investment
  • retire -,অবসর গ্রহণ করা — retirement
  • adjust – খাপ খাওয়ানো — adjustment
  • excite – উত্তেজিত করা — excitement
  • punish – শাস্তি দেওয়া — punishment
  • refine – পরিশুদ্ধ করা — refinement
  • appoint – নিয়োগ করা — appointment
  • replace – প্রতিস্থাপন করা — replacement
  • involve – জড়িত করা — involvement
  • require – প্রয়োজন হওয়া — requirement
  • measure – পরিমাপ করা — measurement

(c) এমন কিছু verb শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -al যুক্ত করে noun শব্দ গঠন করা হয়।

Example:

  • approve – অনুমোদন দেওয়া — approval
  • arrive – উপস্থিত হওয়া — arrival
  • bury – সমাহিত করা — burial
  • betray – বিশ্বাসঘাতকতা করা — butyral
  • dismiss – বরখাস্ত করা — dismissal
  • deny – অস্বীকার করা — denial
  • propose – প্রস্তাব করা — proposal
  • remove – সরানো বা সরাইয়া রাখা — removal
  • try – চেষ্টা করা — trial
  • refuse – প্রত্যাখান করা — refusal
  • survive – বেঁচে থাকা — survival

(d) এমন কিছু verb শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -r, er, or এবং ee যুক্ত করে noun শব্দ গঠন করা হয়। এই noun গুলো মূলত: personal pronoun বা কোন ব্যক্তি বুঝায় এমন noun.

Example:

  • fight – যুদ্ধ করা — fighter
  • drive – চালনা করা — driver
  • make – তৈরী করা — maker
  • read -পড়া — reader
  • rule – শাসন করা — ruler
  • narrate – বর্ণনা করা বা বলা — narrator
  • speak – বলা — speaker
  • train – প্রশিক্ষন দেওয়া — trainer
  • examine -পরীক্ষা করা — examiner
  • pay – পরিশোধ করা — payee
  • employ – নিয়োগ করা — employee

2. মূল noun বা adjective শব্দের শেষে Suffix যুক্ত করে verb শব্দ গঠন করা:

(a) এমন কিছু noun বা adjective শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -n /-en যুক্ত করে verb শব্দ গঠন করা হয়।

Example:

  • broad – চওড়া — broaden
  • deep – গভীর — deepen
  • haste – ত্বরা — hasten
  • fresh – সতেজ — freshen
  • length – দৈর্ঘ্য মাপ — lengthen
  • sharp – ধারালো; তীক্ষ্ণ — sharpen
  • strength – শক্তি — strengthen
  • soft – নরম — soften
  • loose – আলগা; ঢিলা — loosen
  • haste – তাড়াতাড়ি করা — hasten
  • awake – জাগ্রত করা বা জাগানো — awaken
  • fast – দৃঢ় — fasten — fasten
  • dark – অন্ধকার — darken
  • white – সাদা — whiten
  • worse – অধিকতর খারাপ — worsen
  • short – ছোট বা খাটো — shorten
  • black – কালো — blacken
  • tight – শক্ত করে আঁটা — tighten
  • light – হালকা বা পাতলা — lighten

(b) এমন কিছু noun বা adjective শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে – ize যুক্ত করে verb শব্দ গঠন করা হয়।

Example:

  • national – জাতীয়
  • popular – জনপ্রিয়
  • regular – নিয়মিত
  • social – সামাজিক
  • apology – ক্ষমা
  • memory – স্মৃতিশক্তি
  • sympathy – সহনুভূতি
  • urban – শহুরে
  • personal ব্যক্তিগত
  • real – প্রকৃত
  • agony – শারীরিক বা মানসিক যন্ত্রনা
  • human – মানুষ বা মানুষ সম্মন্ধীয়
  • moral – নৈতিক — moralize
  • organ – অঙ্গ — organize
  • final – চড়ান্ত — finalize
  • penal – দন্ডবিধি — penalize
  • legal – আইন সম্মন্ধীয় — legalize
  • civil – সামরিক — civilize
  • local – স্থানীয় — localize
  • vocal – স্বর সংক্রান্ত — vocalize
  • modern আধুনিক — modernize
  • symbol – সংকেত — symbolize
  • visual – চাক্ষুষ — visualize
  • custom – প্রথা — customize
  • summery – সার সংক্ষেপ — summarize
  • formal – আনুষ্ঠানিক — formalize
  • special – সাধারণ নয় এমন — specialize
  • central – কেন্দ্রিয় — centralize
  • digital – সংখ্যা সংক্রান্ত — digitalize
  • natural – স্বাভাবিক — naturalize

3. মূল noun শব্দের শেষে Suffix যুক্ত করে adjective শব্দ গঠন করা:

(a) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -al যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • accident – দূর্ঘটনা — accidental
  • digit – সংখ্যা — digital
  • bible – বাইবেল ধর্মগ্রন্থ — biblical
  • nation – জাতী — national
  • verb – ক্রিয়াপদ — verbal
  • magic – যাদু — magical
  • logic – যুক্তি — logical

(b) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -ful যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • beauty – সৌন্দর্য্য — beautiful
  • wonder – বিস্ময় — wonderful
  • use (ইউস- noun) – ব্যবহার — useful
  • duty – কর্তব্য –dutiful
  • care – যত্ন –careful
  • fear – ভয় –fearful
  • help – সাহায্য –helpful
  • hope – আশা –hopeful
  • thought – ধারনা বা ভাবনা –thoughtful
  • faith – বিশ্বাস — faithful
  • pain – বেদনা –painful
  • peace – শান্তি — peaceful

(c) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -less যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়। মূলত: -less suffix-টি -ful suffix-এর বিপরীত।

Example:

  • aim – লক্ষ্য — aimless
  • care – যত্ন — careless
  • name – নাম — nameless
  • use – ব্যবহার — useless
  • harm – ক্ষতি — harmless
  • fear – ভয় — fearless
  • meaning – অর্থ — meaningless
  • land – জমি বা ভূমি — landless
  • hope – আশা — hopeless
  • life – জীবন — lifeless

(d) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -ous যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • danger – বিপদ — dangerous
  • fame – খ্যাতি বা যশ — famous
  • courage – সাহস — courageous
  • fury – রাগ — furious
  • glory – গৌরব; যশ; মহিমা — glorious
  • joy -আনন্দ — joyous
  • marvel – বিস্ময় — marvelous
  • virtue – গুন — virtuous
  • poison – বিশ — poisonous
  • pomp – জাকজমক বা আড়ম্বর — pompous
  • zeal – আগ্রহ — zealous

(e) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -able / ible যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • comfort – আরাম — comfortable
  • cure – আরোগ্য; প্রতিকার — curable
  • drink – পানীয়; শরবত — drinkable
  • fashion – পোষাক ইত্যাদির প্রচলিত রীতি — fashionable
  • marriage – বিবাহ — marriageable
  • knowledge – জ্ঞান — knowledgeable
  • objection – আপত্তি — objectionable
  • reason – কারণ — reasonable
  • use – ব্যবহার — usable
  • love – ভালবাসা — lovable
  • value – মূল্য — valuable
  • argue – তর্ক — arguable
  • honor – সম্মান — honorable
  • favor – অনুগ্রহ — favorable
  • countable – গণনাযোগ্য — countable
  • access – প্রবেশাধিকার — accessible
  • force – বল — forcible
  • response – জবাব — responsible
  • sense – অনুভূতি; বোধ বা বিচারশক্তি — sensible

(f) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -y যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • bush – ঝোপ — bushy
  • rain – ‍বৃষ্টি — rainy
  • mud – কাদা — muddy
  • silk – ‍রেশম — silky
  • storm – ঝড় — stormy
  • dust – ধূলা — dusty
  • snow – তুষার — snowy
  • water – পানি — watery

(g) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -ic যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • hero – নায়ক — heroic
  • poet – কবি — poetic
  • athlete – খেলোয়ার — athletic
  • alcohol – সুরা – alcoholic
  • enthusiast – কৌতুহলী ব্যক্তি — enthusiastic
  • icon – প্রতিমা — iconic
  • organ – অংগ — organic
  • class – শ্রেণি — classic

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply