Suffix Definition and its Uses

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

Suffix বলতে কি বুঝায়?

নুতন একটি শব্দ গঠন করার জন্য কোন মূল শব্দের (root word) পরে যে এক বা একাধিক বর্ণ বা অক্ষর (letter) যুক্ত হয়, তাকেই suffix বলে। A suffix is a letter or a group of letters placed after the root of a word to make a new word.

Example:

  • root word- friend: friendly — friendship
  • root word- good: goodness
  • root word- free: freedom

Note: অনেক শব্দের মধ্যে prefixsuffix দুই রকম affix-ই থাকতে পারে। Structure: prefix + root word + suffix

Example:

  • friend — unfriendly
  • regular — irregularly
  • grateful — ungratefully

Suffix-এর ব্যবহার

1. মূল verb শব্দের শেষে Suffix যুক্ত করে noun শব্দ গঠন করা:

(a) এমন কিছু verb শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -ation, -tion, -ion, -sion যুক্ত করে noun শব্দ গঠন করা হয়। মনে রাখতে হবে যে, অনেক সময় root word-এর শেষে suffix যুক্ত করার সময় root word-এর শেষের অক্ষর পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।

Example:

  • agitate – উত্তেজিত করা — agitation
  • select – নির্বাচিত করা; বাছাই করা — selection
  • invent – উদ্বাভন করা; আবিস্কার করা — invention
  • elect – নির্বাচন করা — election
  • cultivate – চাষাবাদ করা — cultivation
  • collect – সংগ্রহ করা — collection
  • examine – পরীক্ষা করা — examination
  • extend – বৃদ্ধি করা; প্রসারিত করা — extension
  • admit –  ভর্তি করা — admission
  • appreciate – প্রশংসা করা — ‍appreciation
  • calculate – গণনা করা — calculation
  • clarify – পরিস্কার করা — clarification
  • corrupt – দুষিত করা — corruption
  • create – সৃষ্টি করা — creation
  • distribute – বিতরণ করা — distribution
  • discuss – আলোচনা করা — discussion
  • edit – সম্পাদন করা — edition
  • expect – আশা করা — expectation
  • hesitate – ইতস্তত: করা — hesitation
  • illustrate – ব্যাখা করা — illustration
  • inform – কাউকে কোন কিছু জানানো — information
  • infect – দুষিত করা — infection
  • lament – দু:খ বা পরিতাপ করা — lamentation
  • meditate -ধ্যান করা — meditation
  • negate – অস্বীকার করা — negation
  • negotiate – আলাপ আলোচনা চালানো – negotiation
  • object – আপত্তি করা — objection
  • Organize – সংগঠন করা — Organization
  • oppress – অত্যাচার করা — oppression
  • qualify – যোগ্য বা উপযুক্ত করা — qualification
  • separate – পৃথক করা — separation

(b) এমন কিছু verb শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -ment যুক্ত করে noun শব্দ গঠন করা হয়।

Example:

  • enlarge – বৃদ্ধি কর; সম্প্রসারিত করা — enlargement
  • agree – সম্মত হওয়া — agreement
  • improve – উন্নতি করা — improvement
  • achieve – অর্জন করা — achievement
  • postpone – স্থগিত রাখা — postponement
  • enjoy – উপভোগ করা — enjoyment
  • establish – স্থাপন করা — establishment
  • employ – নিয়োগ করা — employment
  • develop – উন্নতি করা — development
  • advance – অগ্রসর হওয়া — advancement
  • govern – পরিচালনা করা — government
  • manage – ব্যবস্থা করা –management
  • fulfil – পরিপূর্ণ করা — fulfilment
  • arrange – সাজানো বা সজ্জিত করা — arrangement
  • advertise – প্রচার করা — advertisement
  • amuse – মনোরঞ্জন করা — amusement
  • argue – যুক্তি ‍দিয়ে প্রমান করার চেষ্টা করা — argument
  • move – নড়া বা স্থান পরিবর্তণ করা
  • judge – বিচার করা — judgement
  • treat – আচরণ করা — treatment
  • place – স্থাপন করা — placement
  • equip – সজ্জিত করা — equipment
  • state – বিবৃত করা — statement
  • manage – ব্যবস্থা করা — management
  • depart – ত্যাগ করা — department
  • attach – সংযুক্ত করা — attachment
  • detach – বিচ্ছিন্ন করা — detachment
  • settle – নিস্পত্তি করা — settlement
  • engage -জড়িত করা — engagement
  • invest – বিনিয়োগ করা — investment
  • retire -,অবসর গ্রহণ করা — retirement
  • adjust – খাপ খাওয়ানো — adjustment
  • excite – উত্তেজিত করা — excitement
  • punish – শাস্তি দেওয়া — punishment
  • refine – পরিশুদ্ধ করা — refinement
  • appoint – নিয়োগ করা — appointment
  • replace – প্রতিস্থাপন করা — replacement
  • involve – জড়িত করা — involvement
  • require – প্রয়োজন হওয়া — requirement
  • measure – পরিমাপ করা — measurement

(c) এমন কিছু verb শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -al যুক্ত করে noun শব্দ গঠন করা হয়।

Example:

  • approve – অনুমোদন দেওয়া — approval
  • arrive – উপস্থিত হওয়া — arrival
  • bury – সমাহিত করা — burial
  • betray – বিশ্বাসঘাতকতা করা — butyral
  • dismiss – বরখাস্ত করা — dismissal
  • deny – অস্বীকার করা — denial
  • propose – প্রস্তাব করা — proposal
  • remove – সরানো বা সরাইয়া রাখা — removal
  • try – চেষ্টা করা — trial
  • refuse – প্রত্যাখান করা — refusal
  • survive – বেঁচে থাকা — survival

(d) এমন কিছু verb শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -r, er, or এবং ee যুক্ত করে noun শব্দ গঠন করা হয়। এই noun গুলো মূলত: personal pronoun বা কোন ব্যক্তি বুঝায় এমন noun.

Example:

  • fight – যুদ্ধ করা — fighter
  • drive – চালনা করা — driver
  • make – তৈরী করা — maker
  • read -পড়া — reader
  • rule – শাসন করা — ruler
  • narrate – বর্ণনা করা বা বলা — narrator
  • speak – বলা — speaker
  • train – প্রশিক্ষন দেওয়া — trainer
  • examine -পরীক্ষা করা — examiner
  • pay – পরিশোধ করা — payee
  • employ – নিয়োগ করা — employee

2. মূল noun বা adjective শব্দের শেষে Suffix যুক্ত করে verb শব্দ গঠন করা:

(a) এমন কিছু noun বা adjective শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -n /-en যুক্ত করে verb শব্দ গঠন করা হয়।

Example:

  • broad – চওড়া — broaden
  • deep – গভীর — deepen
  • haste – ত্বরা — hasten
  • fresh – সতেজ — freshen
  • length – দৈর্ঘ্য মাপ — lengthen
  • sharp – ধারালো; তীক্ষ্ণ — sharpen
  • strength – শক্তি — strengthen
  • soft – নরম — soften
  • loose – আলগা; ঢিলা — loosen
  • haste – তাড়াতাড়ি করা — hasten
  • awake – জাগ্রত করা বা জাগানো — awaken
  • fast – দৃঢ় — fasten — fasten
  • dark – অন্ধকার — darken
  • white – সাদা — whiten
  • worse – অধিকতর খারাপ — worsen
  • short – ছোট বা খাটো — shorten
  • black – কালো — blacken
  • tight – শক্ত করে আঁটা — tighten
  • light – হালকা বা পাতলা — lighten

(b) এমন কিছু noun বা adjective শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে – ize যুক্ত করে verb শব্দ গঠন করা হয়।

Example:

  • national – জাতীয়
  • popular – জনপ্রিয়
  • regular – নিয়মিত
  • social – সামাজিক
  • apology – ক্ষমা
  • memory – স্মৃতিশক্তি
  • sympathy – সহনুভূতি
  • urban – শহুরে
  • personal ব্যক্তিগত
  • real – প্রকৃত
  • agony – শারীরিক বা মানসিক যন্ত্রনা
  • human – মানুষ বা মানুষ সম্মন্ধীয়
  • moral – নৈতিক — moralize
  • organ – অঙ্গ — organize
  • final – চড়ান্ত — finalize
  • penal – দন্ডবিধি — penalize
  • legal – আইন সম্মন্ধীয় — legalize
  • civil – সামরিক — civilize
  • local – স্থানীয় — localize
  • vocal – স্বর সংক্রান্ত — vocalize
  • modern আধুনিক — modernize
  • symbol – সংকেত — symbolize
  • visual – চাক্ষুষ — visualize
  • custom – প্রথা — customize
  • summery – সার সংক্ষেপ — summarize
  • formal – আনুষ্ঠানিক — formalize
  • special – সাধারণ নয় এমন — specialize
  • central – কেন্দ্রিয় — centralize
  • digital – সংখ্যা সংক্রান্ত — digitalize
  • natural – স্বাভাবিক — naturalize

3. মূল noun শব্দের শেষে Suffix যুক্ত করে adjective শব্দ গঠন করা:

(a) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -al যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • accident – দূর্ঘটনা — accidental
  • digit – সংখ্যা — digital
  • bible – বাইবেল ধর্মগ্রন্থ — biblical
  • nation – জাতী — national
  • verb – ক্রিয়াপদ — verbal
  • magic – যাদু — magical
  • logic – যুক্তি — logical

(b) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -ful যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • beauty – সৌন্দর্য্য — beautiful
  • wonder – বিস্ময় — wonderful
  • use (ইউস- noun) – ব্যবহার — useful
  • duty – কর্তব্য –dutiful
  • care – যত্ন –careful
  • fear – ভয় –fearful
  • help – সাহায্য –helpful
  • hope – আশা –hopeful
  • thought – ধারনা বা ভাবনা –thoughtful
  • faith – বিশ্বাস — faithful
  • pain – বেদনা –painful
  • peace – শান্তি — peaceful

(c) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -less যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়। মূলত: -less suffix-টি -ful suffix-এর বিপরীত।

Example:

  • aim – লক্ষ্য — aimless
  • care – যত্ন — careless
  • name – নাম — nameless
  • use – ব্যবহার — useless
  • harm – ক্ষতি — harmless
  • fear – ভয় — fearless
  • meaning – অর্থ — meaningless
  • land – জমি বা ভূমি — landless
  • hope – আশা — hopeless
  • life – জীবন — lifeless

(d) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -ous যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • danger – বিপদ — dangerous
  • fame – খ্যাতি বা যশ — famous
  • courage – সাহস — courageous
  • fury – রাগ — furious
  • glory – গৌরব; যশ; মহিমা — glorious
  • joy -আনন্দ — joyous
  • marvel – বিস্ময় — marvelous
  • virtue – গুন — virtuous
  • poison – বিশ — poisonous
  • pomp – জাকজমক বা আড়ম্বর — pompous
  • zeal – আগ্রহ — zealous

(e) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -able / ible যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • comfort – আরাম — comfortable
  • cure – আরোগ্য; প্রতিকার — curable
  • drink – পানীয়; শরবত — drinkable
  • fashion – পোষাক ইত্যাদির প্রচলিত রীতি — fashionable
  • marriage – বিবাহ — marriageable
  • knowledge – জ্ঞান — knowledgeable
  • objection – আপত্তি — objectionable
  • reason – কারণ — reasonable
  • use – ব্যবহার — usable
  • love – ভালবাসা — lovable
  • value – মূল্য — valuable
  • argue – তর্ক — arguable
  • honor – সম্মান — honorable
  • favor – অনুগ্রহ — favorable
  • countable – গণনাযোগ্য — countable
  • access – প্রবেশাধিকার — accessible
  • force – বল — forcible
  • response – জবাব — responsible
  • sense – অনুভূতি; বোধ বা বিচারশক্তি — sensible

(f) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -y যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • bush – ঝোপ — bushy
  • rain – ‍বৃষ্টি — rainy
  • mud – কাদা — muddy
  • silk – ‍রেশম — silky
  • storm – ঝড় — stormy
  • dust – ধূলা — dusty
  • snow – তুষার — snowy
  • water – পানি — watery

(g) এমন কিছু noun শব্দ রয়েছে, যাদের শেষে suffix হিসাবে -ic যুক্ত করে adjective শব্দ গঠন করা হয়।

Example:

  • hero – নায়ক — heroic
  • poet – কবি — poetic
  • athlete – খেলোয়ার — athletic
  • alcohol – সুরা – alcoholic
  • enthusiast – কৌতুহলী ব্যক্তি — enthusiastic
  • icon – প্রতিমা — iconic
  • organ – অংগ — organic
  • class – শ্রেণি — classic

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply