You are currently viewing Use of the Words ‘Bore’, ‘Bored’ and ‘Boring’

Use of the Words ‘Bore’, ‘Bored’ and ‘Boring’

Bore, bored এবং boring:

ইংরেজি শিখার জন্য Grammar জানার পাশাপাশি শব্দের অর্থ ও ব্যবহার জানতে হয়। আজ আমরা Bore, bored and boring শব্দের অর্থ ও ব্যবহার শিখব।

Bore:

Bore শব্দ দ্বারা বুঝানো হয় একঘেয়েমি কোন কিছু দ্বারা বিরক্ত বা ক্লান্ত করা বা হওয়া । শব্দটি Verb.
I will not bore you with my behavior= আমার ব্যবহার দ্বারা তোমাকে বিরক্ত করব না।
His repeated requests bored me= তার বারবার অনুরোধ আমাকে বিরক্ত করল।
He promised that he would not bore me anymore= সে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে আর আমাকে বিরক্ত করবে না।

Bored:

Bored শব্দ দ্বারা বুঝানো হয় কোন ব্যত্তি একই জিনিষ করতে করতে বা একঘেয়েমি কোন কিছু করা দ্বারা বা অন্য কোন ব্যক্তির কোন কিছু করা দ্বারা বিরক্ত বা ক্লান্ত। আমরা অনেক সময় বলি: এটা করতে আর ভাল লাগে না, একঘেয়েমি মনে হচ্ছে, এ একই কাজ আর কতো করবো। এই ধরনের অবস্থা যখন কোন ব্যক্তির আসে, তখন সে Bored. এই শব্দটি একটি Adjective.
I’m very bored because he tells me the same thing repeatedly= আমি খুব বিরক্ত কারণ সে আমাকে বারবার একই কথা বলেছে ।
Our English teacher is bored with our behavior= আমাদের ইংরেজি শিক্ষক আমাদের ব্যবহারে বিরক্ত।
Students are bored by the long lecture of the teacher= শিক্ষার্থীরা শিক্ষকের দীর্ঘ পড়ানো বা লেকচারে বিরক্ত।
He was so bored that he fell asleep= সে এত ক্লান্ত ছিল যে সে ঘুমিয়ে পড়ল।
He is bored because the TV show is boring= সে বিরক্ত কারণ টিভি শো বিরক্তিকর।

Boring:

Boring শব্দ দ্বারা বুঝানো হয়: কোন ব্যক্তি বা অন্য কোন কিছু যা দেখতে ভাল লাগে না, বিরক্ত লাগে, অসহ্য লাগে। (যেমন: person, place, thing, act, feeling ইত্যদি) ক্লান্তিকর বা বিরক্তকর। শব্দটি Adjective..
His behavior is boring= তার ব্যবহার বিরক্তিকর।
The party was boring= পার্টিটা ছিল বিরক্তিকর।
The TV show was so boring that he decided to turn off the TV=টিভি অনুষ্ঠান এত বিরক্তিকর ছিল যে সে টিভিটা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিল।
Ram is so boring. Nobody likes talking to him= রাম খুব বিরক্তিকর ছিল। কেহই তার সাথে কথা বলতে পছন্দ করে না।

এগুলো Bore, bored এবং boring শব্দের সাধারন ব্যবহার। আমার মনে হয় বিষয়টি আমি বুঝাতে পেরেছি। এখন তুমি চিন্তা করো কি তোমাকে বিরক্ত করে, কি কাজ করা দ্বারা তুমি বিরক্ত বা বিরক্ত হয়ে পড়েছে এবং কী কী তোমার কাছে বিরক্তিকর বলে মনে হচ্ছে। এগুলি দিয়ে বাক্য তৈরি করো এবং তোমার জানা ইংরেজি পরবর্তী স্তরে নিয়ে যান।

Thanks for learning with me.
Rezaul Karim

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply