Noun_জেন্ডার

Gender কাকে বলে?

বাক্যে ব্যবহৃত noun অথবা pronoun শব্দটি পুরুষ, স্ত্রী বা পুরুষ ও স্ত্রীর কোনটিই নয়, বা উক্ত শব্দটি উভয় লিঙ্গকে বুঝাচ্ছে, তা noun অথবা pronoun-এর যে রুপ দ্বারা জানতে পারি, তাকেই gender বলে।

Gender কত প্রকার?

Gender প্রধানত: চার প্রকার।

  1. Masculine Gender ( পুং লিঙ্গ)
  2. Feminine Gender ( স্ত্রী লিঙ্গ)
  3. Common Gender (উভয় লিঙ্গ)
  4. Neuter Gender (ক্লীব লিঙ্গ)

1. Masculine Gender:

যে noun অথবা pronoun শব্দ দ্বারা কোনও পুরুষ বা কোনও পুরুষ প্রজাতিকে বুঝায়, তখন তাকে Masculine Gender বলে। যেমন: Rahim, man, boy, actor, horse, father, son, lion ইত্যাদি।

2. Feminine Gender:

যে noun অথবা pronoun শব্দ দ্বারা কোনও স্ত্রী বা কোনও স্ত্রী প্রজাতিকে বুঝায়, তখন তাকে Feminine Gender বলে। যেমন: Rahima, woman, girl, actress, mare, mother, daughter, lioness ইত্যাদি।

3. Common Gender:

যে প্রাণিবাচক noun অথবা pronoun শব্দ দ্বারা যখন কোন পুরুষ বা স্ত্রী প্রজাতি উভয়েকেই বুঝায়, তখন তাকে Common Gender বলে। যেমন: parent, friend, client, student, they, teacher, baby, child, beggar, bird, cat, cousin, deer (হরিণ বা হরিণী), foul (মোরগ বা মুরগী), friend, infant (ছেলে বা মেয়ে শিশু), person, judge (পুরুষ বা মহিলা বিচারক), painter, artist, driver, cook, prisoner, singer, dancer, reporter, journalist (সাংবাদিক) ইত্যাদি।

4. Neuter Gender:

অচেতন বা জীবনহীন (lifeless) noun অথবা pronoun শব্দ দ্বারা যখন কোন পুরুষ বা স্ত্রী প্রজাতি কোনটিকেই বুঝায় না, তখন তাকে Neuter Gender বলে। যেমন: table, chair, pen pencil, furniture, book, computer, ইত্যাদি।

Note: (a) সকল Material noun এবং Abstract noun হচ্ছে Neuter Gender কারণ তারা জীবনহীন জিনিস এবং গুণাবলী বোঝায়।

(b) সকল Collective noun হচ্ছে Neuter Gender কারণ তারা কোন একটি group বা সমষ্টি এবং group বা সমষ্টির কোন জীবন নাই বা জীবনহীন ।

কিভাবে Masculine gender-কে Feminine gender পরিবর্তন করতে হয়:

1. শব্দ পরিবর্তণ করে:

শব্দ পরিবর্তণ করে, অর্থাৎ Masculine শব্দের পরিবর্তে ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine gender-এ পরিবর্তণ করা হয়।

MasculineFeminine
brothersister
fathermother
boygirl
bachelormaid, spinster
bridegroom – বরbride
bull,  ox – ষাড়cow
cock – মোরগhen – মুরগী
dogbitch
monk – সন্যাসীnun – সন্যাসীনী
nephew –  ভাইপোniece – ভাইঝি
papa – আব্বাmamma – আম্মা
sir – মহাশয়madam – মহাশয়া
drake – পাতিহাঁসduck – পাতিহংসী
drone – পুং মৌমাছিbee – স্ত্রী মৌমাছি
gander – রাজহংসgoose – রাজহংসী
gentleman – ভদ্রলোকlady – ভদ্র মহিলা
horsemare
husbandwife
kingqueen
lad – বালক lass – বালিকা
landlordlandlady
malefemale
manwoman
mastermistress
ram – ভেড়াewe – ভেড়ী
sondaughter
stag – হরিণhind – হরিণী
tailorseamstress
uncle – চাচা, মামা, খালুaunt – চাচী, মামী, খালা
widower – বিপত্নীকwidow – বিধবা
wizard – যাদুকরwitch – ডাইনী

2. Masculine শব্দের-এর শেষে -ess যুক্ত করে:

কিছু Masculine শব্দের শেষে –ess যুক্ত করে Feminine gender-এ পরিবর্তণ করা হয়।

MasculineFeminine
author – লেখকauthoress – লেখিকা
actor – অভিনেতাactress – অভিনেত্রী
godgoddess
heir – উত্তরাধিকারীheiress – উত্তরাধিকারীণী
host – অতিথী সেবকhostess – অতিথী সেবকা
lionlioness
patron – পৃষপোষকpatroness – পৃষপোষকা
poet – কবিpoetess – মহিলা কবি
prince – রাজপুত্রprincess – রাজকন্যা
shepherd – মেষ পালকshepherdess – মহিলা মেষ পালাক
emperor – সম্রাটempress – সম্রাজ্ঞী
hunter – শিকারীhuntress – মহিলা শিকারী
tigertigress
master mistress
governor – পরিচালকgoverness – পরিচালিকা

Note: উপরে লক্ষ্যনীয় যে, কিছু Masculine noun-এর শেষের vowel তুলে সে স্থানে “ess” যোগ করে Feminine gender করা হয়েছে। এছাড়া কিছু Masculine noun-এর শেষে একটু ব্যতিক্রমীভাবে “ess” যোগ করে Feminine gender করা হয়। যেমন, master —- mistress.

3. Masculine শব্দের-এর আগে ও পরে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে:

কতকগুলো common gender-এর পূর্বে / পরে পুরুষবাচক শব্দ যোগ করে masculine gender এবং স্ত্রীবাচক শব্দ যোগ করে feminine gender-এ পরিবর্তণ করা হয়।

MasculineFeminine
bull-calfcow-calf
he-goatshe-goat
he-assshe-ass
male-childfemale-child
male-servantfemale-servant
schoolmasterschoolmistress
landlordlandlady
washermanwasherwoman

4. Compound noun-এর masculine অংশকে পরিবর্তণ করে:

কিছু Compound noun রয়েছে, যাদের শুধু masculine অংশকে পরিবর্তণ করে feminine gender-এ পরিবর্তণ করা হয়।

MasculineFeminine
brother-in-lawsister-in-law
father-in-lawmother-in-law
fishermanfisherwoman
grandfathergrandmother
milkmanmilkmaid
pea-cockpea-hen
step-brotherstep-sister
Masculine to Feminine

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply