Number বা Quantity Adjective কাকে বলে?

Number বা Quantity Adjective কাকে বলে- এ বিষয়ে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।   ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Number বা  Quantity Adjective সম্মন্ধে আজকে আলোচনা করব এবং বুঝানোর চেষ্টা করব যে, এই Adjective-টা বাক্যে কিভাবে ব্যবহৃত হয় । আমরা জানি Number অর্থ সংখ্যা এবং Quantity অর্থ পরিমান। এই সংখ্যা ও পরিমান কিভাবে Noun-কে বর্ণনা করে, তা বুঝতে পারলেই Number বা  Quantity Adjective সম্মন্ধে বুঝা যাবে।

Number বা Quantity Adjective কাকে বলে?

সংখ্যা বা পরিমানবাচক কোন শব্দ Noun-এর পূর্বে ব্যবহৃত হয়ে যদি তা Noun-এর সংখ্যা বা পরিমান ব্যক্ত করে, তবে তা  Number বা  Quantity Adjective হয়, কারণ তারা যে তথ্য দেয় তা হ’ল Noun-টি  কতটা বা কি পরিমান।   এগুলি হতে পারে (এক, দুই, তিনের মতো, আবার দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি। এমন শব্দও  হতে পারে, যেমন: অনেক, কম, বেশী, অল্প ইত্যাদি)। সুতরাং কেউ যদি জানতে চায়, What is Number বা Quantity Adjective? তাহলে বলতে  হবে: যে শব্দ Noun-এর পূর্বে বসে উক্ত Noun-এর সংখ্যা বা পরিমান ব্যক্ত করে, তাকেই Number বা Quantity Adjective বলে।

গঠন প্রনালীঃ 

Number or Quantity Adjective + Noun

Example: 

  • ten students   
  • enough money ইত্যাদি। অর্থাৎ বাক্যে  এই Adjective সকল সময় Noun-এর পূর্বে বসে।

Adjective of  Number হিসাবে প্রধানত: যে শব্দগুলো ব্যবহৃত হয়, তারা হলো: one, two, three, first, second,   third,  some,  several,  few, a few, many ইত্যাদি। এই Adjective গুলি সংখ্যা ব্যক্ত করে। 

Example: 

  • I have five students – আমার পাঁচজন ছাত্র রয়েছে।
  • She has one Pencil – তার একটি পেন্সিল রয়েছে।
  • You have 3 Pillows – তোমার তিনটি বালিশ রয়েছে।
  • They have 10 employees – তাদের দশজন কর্মচারী রয়েছে
  • She bought 70 Apples – তিনি সত্তরটি আপেল কিনেছিলেন।
  • I have one microphone – আমার একটি মাইক্রোফোন আছে।
  • He has three dogs – তার তিনটি কুকুর রয়েছে।
  • I have many Students – আমার অনেক ছাত্র আছে।
  • He has many Friends – তার অনেক বন্ধু আছে।
  • We have one website – আমাদের একটি ওয়েবসাইট আছে।
  • I wrote two letters – আমি দুটি চিঠি লিখেছি।
  • The hand has five fingers – হাতে পাঁচটি আঙ্গুল রয়েছে।
  • There are seven days in a week – সপ্তাহে সাত দিন আছে।
  • I have learnt many languages – আমি অনেক ভাষা শিখেছি।
  • Most boys like cricket – বেশিরভাগ ছেলেরা ক্রিকেট পছন্দ করে।

Adjective of  Quantity হিসাবে প্রধানত: যে শব্দগুলো ব্যবহৃত হয়, তারা হলো:

much,  some,  little,  a little, full,  half,  huge,  vast, enough ইত্যাদি। মনে রাখতে হবে যে, এই পরিমাণবাচক শব্দগুলি noun-এর পরিমাণটি বলবে, কিন্তু সঠিক সংখ্যাটি বলবে না। আর এটিই হচ্ছে adjective of quality-এর প্রধান ও একমাত্র বৈশিষ্ট্য।

Example: 

  • I need some water. – আমার একটু পানি দরকার।
  • They had enough money. – তাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল।
  • The Baby ate the whole banana. – বাচ্চা পুরো কলা খেয়ে ফেলেছিল।
  • He has little interest in painting. – চিত্রকলা নিয়ে তাঁর আগ্রহ নেই।
  • Rahim gave me all his pens. – রহিম আমাকে তার সব কলম দিয়েছে।
  •  I don’t have much time. – আমার বেশি সময় নেই।
  • Faruk has done much work. – ফারুক অনেক কাজ করেছে।
  • They have vast wealth. – তাদের বিশাল সম্পদ রয়েছে।

Number বা Quantity Adjective-কে কখন এবং  কিভাবে ব্যবহার করবো: 

 যখন কোন Noun-এর সংখ্যা বা পরিমান বর্ননা করতে চাই , তখন এই Number বা Quantity Adjectives ব্যবহার করতে হয়। বুঝা গেলে খুব সহজ এবং এগুলোকে বাক্যে ব্যবহার করাও সহজ। তাই এখন তোমাদের কাজ হচ্ছে এই Adjective গুলোকে বিভিন্ন বাক্যে ব্যবহার করে বিভিন্ন ধরনের বাক্য তৈরী করা। 

ইংরেজি শিখতে গিয়ে সর্বদাই মনে রাখতে হবে, ছোট ছোট ধাপ দিয়েই কিন্তু বাচ্চারা হাটা শিখে। তেমনিভাবে তোমাকেও ছোট ছোট বাক্য তৈরী করে ও ছোট ছোট বাক্য বলা Practice করে ইংরেজি শিখতে হবে। ভূলতো হবেই, তোমাকে ভূলের মধ্য দিয়েই ইংরেজি বলা ও লিখা শিখতে হবে। So, get ready to learn through mistakes. If you follow this saying, I am sure you will be successful in learning English.

Rezaul Karim

 

 

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply