What is the Comparison of Adjectives or Degree?

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

©All Rights Reserved by the Author

আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য, সর্বোপরি আমার সংগে ইংরেজি শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।   ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

Comparison of adjectives বা Degree বলতে কি বুঝি:

Adjective-কে ব্যবহার করে যখন দুই বা ততোধিক Noun-এর মধ্যে তুলনা করা হয়, তখন Adjective-এর রুপান্তর ঘটে থাকে। Adjective-এর এই রুপান্তরকেই Comparison of adjectives বা Degree বলে।

Comparison of adjectives বা Degree কত প্রকার ও কি কি:

Degree তিন প্রকার। তারা হলো:

  1.  Adjective-এর  Positive Degree
  2.  Adjective-এর Comparative  Degree
  3. Adjective-এর Superlative  Degree

1. -Positive Degree:

একটি sentence-এ ব্যবহৃত noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে যখন adjective-এর কোন তুলনা হয় না, তখন adjective-এর যে রূপ   ব্যবহৃত হয়, তাকে Positive Degree বলে।

Example:

  • He is a good student. – সে একজন ভাল ছাত্র।
  • The room is clean. –  কক্ষটি পরিস্কার।
  • They are happy. –  তারা সুখী।

2. -Comparative Degree:

দুটি noun বা pronoun-এর গুণ, দোষ, অবস্থা প্রভৃতির তুলনা করতে একটি অপরটি হতে দোষ, গুণ, , অবস্থার দিক থেকে কম বা বেশী, বড় বা ছোট প্রভৃতি বুঝানোর জন্য যে  adjective-এর যে রূপ ব্যবহৃত হয় তাকে Comparative Degree বলে।

Example:

  • Rahim is taller than his sister. – রহিম তার বোনের চেয়ে লম্বা।
  • My house is bigger than this. – আমার বাড়ী এই বাড়ীর চেয়ে বড়।
  • A rose is more beautiful than a belly. – একটি গোলাপ বেলীর চেয়ে সুন্দর।

3. -Superlative Degree:

Adjective-এর যে রূপটি দুইয়ের অধিক noun-এর  মধ্যে তাদের দোষ, গুন, অবস্থা ইত্যাদি তুলনা করতে ব্যবহৃত হয় তাকে Superlative Degree বলে।

Example:

  • Rafiq is the best student in the class. – রফিক ক্লাসের সবথেকে ভাল ছাত্র।
  • Mango is sweet, sugar is sweeter but honey is the sweetest. – আম মিষ্টি, চিনি আমের চেয়ে মিষ্টি তবে মধু সবচেয়ে মধুর।
  • Mount Everest is the highest mountain in the world. – মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত।

Positive, Comparative  Superlative Degree-এর বিভিন্ন রুপ:

1. – এক  Syllable    বিশিষ্ট যে সকল Adjective  ‘e’  দ্বারা শেষ হয়, তাদের শেষে ‘r’  যোগ করে  Comparative  এবং ‘st’  যোগ করে Superlative degree গঠন করতে হয়।

Example:                                                   

PositiveComparativeSuperlative
bravebraverbravest
finefinerfinest
largelargerlargest
latelaterlatest
widewiderwidest
nicenicernicest
noblenoblernoblest
palepalerpalest
simplesimplersimplest
wisewiserwisest
whitewhiterwhitest

2. – এক  Syllable    বিশিষ্ট যে সকল Adjective  ‘e’  দ্বারা শেষ হয় না , তাদের শেষে ‘er’  যোগ করে  Comparative  এবং ‘est’  যোগ করে Superlative degree গঠন করতে হয়।

Example:

PositiveComparativeSuperlative
brightbrighterbrightest
blackblackerblackest
boldbolderboldest
oldolderoldest
clevercleverercleverest
coldcoldercoldest
fastfasterfastest
greatgreatergreatest
highhigherhighest
kindkinderkindest
longlongerlongest
smallsmallersmallest
strongstrongerstrongest
sweetsweetersweetest
talltallertallest
youngyoungeryoungest
newnewernewest

3. -এক বা ‍দুই  Syllable  বিশিষ্ট যে সকল Adjective  ‘y’  দ্বারা শেষ হয়, এবং ‘y‘-এর পূর্বে  যদি consonant থাকে তবে সেই সকল  Adjective -এর   ‘y‘-কে delete   করে বা উঠিয়ে দিয়ে তদতস্থলে  ‘ier‘ যুক্ত করে Comparative  ও   ‘iest ‘ যুক্ত করে Superlative degree গঠন করতে হয়।

Example:

PositiveComparativeSuperlative
costlycostliercostiest
drydrierdriest
easyeasiereasiest
happyhappierhappiest
heavyheavierheaviest
lazylazierlaziest
wealthywealthierwealthiest

কিন্তু    ‘y’   পূর্বে  যদি Consonant না থেকে যদি Vowel  থাকে, তবে   ‘y‘-কে delete  করা  বা উঠিয়ে দেয়া যাবে না। এই ক্ষেত্রে  ‘y’-এর পর  ‘er‘ যুক্ত করে Comparative  ও   ‘est ‘ যুক্ত করে Superlative degree গঠন করতে হয়। যেমন:  grey——– greyer———-greyest.

4. – কোন  Adjective যদি  consonant দ্বারা শেষ হয়, এবং ঐ Consonant-এর পূর্বে  যদি Vowel থাকে তবে ঐ Consonant-কে double লিখে তারপর ‘er’   যুক্ত করে Comparative  ও   ‘est ‘ যুক্ত করে Superlative degree গঠন করতে হয়। অর্থাৎAdjective-এর শেষে   Double consonant + er = Comparative;  Double consonant + est= Superlative.   

Example:

PositiveComparativeSuperlative
bigbiggerbiggest
dimdimmerdimmest
fatfatterfattest
hothotterhottest

ব্যতিক্রম:   far——-farther——–farthest.

কিন্তু Adjective-এর  শেষ অক্ষরের পূর্বে দুইটি Vowel থাকলে Adjective-এর শেষ অক্ষর double হবে না।  এক্ষেত্রে মূল Adjective-এর সাথে  ‘er’   যুক্ত করে Comparative  ও   ‘est ‘ যুক্ত করে Superlative degree গঠন করতে হয়। যেমন:  near——-nearer——-nearest;       dear———-dearer————dearest.

5. – সাধারনত: ছয় কিম্বা তার অধিক শব্দ দ্বারা কোন Adjective শব্দ গঠিত হলে, তার পূর্বে more  যুক্ত করে Comparative ও    most যুক্ত করে Superlative degree গঠন করতে হয়।

Example:

PositiveComparativeSuperlative
activemore activemost active
attractivemore attractivemost attractive
beautifulmore beautifulmost beautiful
carefulmore carefulmost careful
brilliantmore brilliantmost brilliant
carefulmore carefulmost careful
courageousmore courageousmost courageous
cunningmore cunningmost cunning
difficultmore difficultmost difficult
famousmore famousmost famous
faithfulmore faithfulmost faithful
propermore propermost proper
popular more popular most popular
dutifulmore dutifulmost dutiful
generousmore generous most generous
splendidmore splendidmost splendid
intelligentmore intelligentmost intelligent
Importantmore Importantmost Important
learnedmore learnedmost learned
hopefulmore hopefulmost hopeful
obedientmore obedientmost obedient
usefulmore usefulmost useful
popularmore popularmost popular

6. -কিছু কিছু Adjective আছে, যাদের Comparative  ও Superlative degree গঠনে কোন নিয়ম অনুসৃত হয় না। তাদের Comparative  ও Superlative রুপ মুখস্ত করে ফেলতে হয়।

Example:

PositiveComparativeSuperlative
badworseworst
evilworseworst
illworseworst
goodbetterbest
wellbetterbest
farfartherfarthest [Distance বুঝাতে]
littlelessleast
muchmoremost
manymoremost
upupperuppermost
ininnerinnermost
outouteroutermost
somemoremost

কোন ধরনের Adjective-এর Comparative ও  Superlative হয় না। যেমন:

1. Proper Noun হতে যদি কোন Adjective গঠিত হয়, তবে তার Comparative ও  Superlative হয় না। 

Example:

  • Shakespeare was an Elizabethan dramatist. – শেক্সপিয়ার ছিলেন এলিজাবেথান যুগের নাট্যকার।
  • These are all Italian goods. – এগুলি সবই ইতালিয়ান মালামাল।
  • He was the British Prime Minister= তিনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

2. অনেক সময় একটি  Noun-এর পূর্বে অপর  কোন একটি Noun ব্যবহার করে  Adjective-এর কাজ করা হয়। এই ধরনের Noun শব্দ দ্বারা গঠিত Adjective-কে Comparative ও  Superlative হিসাবে ব্যবহার করা যায় না। 

Example:

  • Most village people are very simple. – বেশিরভাগ গ্রামের মানুষ খুব সাধারণ
  • I bought a table fan. – আমি একটি টেবিল ফ্যান কিনেছি।

3. কিছু  non-gradable Adjective আছে, যাদের Comparative ও  Superlative হয় না।

Example:

electric;   medical;    monthly;    atomic;    previous;   stainless;    eastern;  southern etc.

4. Present Participle (Verb+ing)   Past Participle (Verb+ed) দ্বারা গঠিত Adjective-কে Comparative ও  Superlative করা যায় না। 

Example:

  • You can’t catch a falling star. –  তুমি একটি পতনকারী তারকা ধরতে পারবে না।
  • Do not go before the running horse. – চলমান ঘোড়ার আগে যাবে না।
  • Please don’t speak near the sleeping baby. – ঘুমন্ত শিশুর কাছে দয়া করে কথা বলবে না।
  • He is a learned man – তিনি একজন শিক্ষিত মানুষ।

Rezaul Karim

English teacher, content writer and tech enthusiast.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply