What is a Finite Verb? How to Identify a Finite Verb?

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য, সর্বোপরি আমার সংগে ইংরেজি শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।   ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

আজ আমরা বাক্যের Main verb or  Finite verb নিয়ে আলোচনা করব। তবে প্রথমে জেনে নেই যে সাধারনভাবে Verb বলতে কি বুঝি

What is a Finite Verb?

যে শব্দ দ্বারা কোন কাজ (action) করার বা কোন ঘটনা (occurrence) ঘটার অথবা কোন কিছু হওয়ার (state of being) বিষয় বর্নণা করা হয়, তাকেই Verb বলে। এই Verb-কে প্রাথমিকভাবে প্রধানত: দুই শ্রেনিতে ভাগ করা হয়:

  1. প্রধান ক্রিয়া (Finite verb বা Main verb),
  2. সাহায্যকারী ক্রিয়া (Auxiliary verb বা Helping verb). আজ আমরা প্রধান ক্রিয়া ( Finite verb বা Main verb) সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো।

Finite verb কাকে বলে? Finite verb-কে কিভাবে চেনা যায়?

বাক্যের যে শব্দের নিজস্ব কর্তা থাকে, যে শব্দকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন Tense-এ পরিবর্তণ করা যায় ও কর্তার Number ও Person পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনে নিজের রুপ পরিবর্তন করে, তাকেই বাক্যের Main verb or Finite verb বলে ।

Example:

I want to go to school. এই বাক্যের Main verb হচ্ছে ‘want’ কারণ এই ‘want’ শব্দের নিজস্ব কর্তা আছে এবং সেটি ’I’. এই ‘want’ শব্দটির মাধ্যমে বাক্যটিকে বিভিন্ন Tense-এ পরিবর্তণ করতি পারি। যেমন: I wanted to go to school. আবার এই ‘want’ শব্দের কর্তাকে পরিবর্তণ করে যদি ‘He’ দ্বারা বাক্যটিকে লিখি, তবে ‘want’ শব্দটির সাথে ‘s’ যুক্ত হবে, অর্থাৎ কর্তার Number ও Person পরিবর্তনের সাথে সাথে প্রয়োজন অনুযায়ী নিজের রুপ পরিবর্তন করে ফেলেছে। অর্থাৎ বাক্যের কর্তা Third person singular number হওয়ায়  ‘want’ শব্দটির সাথে  ‘s’ যুক্ত হয়েছে।  কিন্তু বাক্যেটিতে want-এর পর আরেকটি শব্দ ’go’ আছে, কিন্তু এই ’go’  শব্দটি এই বাক্যে Finite verb নয়, কারণ Finite verb হবার জন্য যে বৈশিষ্টগুলি থাকা প্রয়োজন তা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম  যে,  Finite verb বা Main verb হবার জন্য তিনটি বৈশিষ্টের প্রয়োজন, আর সেগুলো হচ্ছে:

  • Finite verb-এর  নিজস্ব কর্তা থাকবে
  • Finite verb-টিকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন Tense-এ পরিবর্তণ করা যাবে
  • কর্তার Number ও Person পরিবর্তনের সাথে সাথে প্রয়োজনে নিজের রুপ করবে

একটি বাক্যে কতটা Finite verb থাকতে পারে:

একটি বাক্যে এক বা একাধিক Main verb বা Finite verb থাকতে পারে। একটি বাক্যে যতগুলি Clause বা বাকাংশ থাকে, ততগুলো Main verb বা Finite verb থাকবে।

Finite verb কত প্রকার:  

Finite verb দুই প্রকারের। তারা হচ্ছে: 1. Transitive Verb এবং 2. Intransitive Verb

What is a transitive verb?

বাক্যে ব্যবহৃত যে Verb-এর অর্থ বা  Verb শব্দটি যা প্রকাশ করতে চায়, তা সম্পূর্ণরুপে প্রকাশ করার জন্য Verb-টির এক বা একাধিক Noun / Pronoun-কে  Object হিসাবে ব্যবহার করে, তাকে Transitive Verb  বা সকর্ম ক্রিয়া বলে।

একটি উদাহরণের মাধ্যমে এই সকল বিষয়গুলি বুঝার চেষ্টা করি। যেমন: He writes a letter= সে একটি চিঠি লিখে। এখানে  ’write বা লিখে’ বলার পর স্বাভাবিকভাবেই মনের ভিতর থেকে প্রশ্ন আসে  ‘কি লিখে?’ অর্থাৎ বাক্যে  ’write’ শব্দটি দ্বারা যা প্রকাশ করতে চাওয়া হচ্ছে, তা সম্পন্ন করা যাচ্ছে না, তাই এই Verb-টির পর কোন Noun / Pronoun-কে  Object হিসাবে ব্যবহার করে Verb শব্দটি যা প্রকাশ করতে চায়, তা সম্পূর্ণরুপে প্রকাশ করা হচ্ছে। এখানে আরও একটা কথা মনে রাখা প্রয়োজন যে, বাক্যের Verb যদি Transitive হয়, তবে সেই বাক্যকে Passive Voice-এ পরিবর্তন করা যায়। যেমন: He writes a letterকে Passive Voice-এ পরিবর্তন করলে হবে: A  letter is written by him.  তাহলে আমরা জানলাম যে:

  • বাক্যের কোন  Verb যদি Transitive হয়, তবে তার এক বা একাধিক Noun / Pronoun-কে  Object থাকবে
  • বাক্যের কোন  Verb যদি Transitive হয়, তবে সেই বাক্যকে Passive Voice- পরিবর্তন করা যায়।

Verb-এর Object কি এবং তা কিভবে চেনা যায়:

Verb-এর Object হচ্ছে Verb-এর পর  ব্যবহৃত Noun / Pronoun.  Noun / Pronoun ছাড়া অন্য কোন Parts of speech Verb-এর Object হতে পারে না। Verb-এর Object-কে খুুজে বের করার আরেকটি উপায় হচ্ছে, Verb-টিকে What বা কি অথবা   Whom বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়,  সেটাই Object. যেমন: Rahim loves mangoes=রহিম আম পছন্দ করে। এখন যদি প্রশ্ন করা হয়: রহিম কি পছন্দ করে? (loves what?) তাহলে উত্তর হবে: আম। এই আম শব্দটিই হচ্ছে loves Verb-এর Object. আবার যদি বলা হয়: Our teacher loves Rahim= আমাদের শিক্ষক রহিমকে ভালোবাসেন। এখন যদি প্রশ্ন করা হয়: আমাদের শিক্ষক কাকে ভালোবাসেন? (loves whom?) উত্তর হবে: রহিমকে।

Object কত প্রকার:

Object দুই প্রকার। 1. Direct Object এবং  2. Indirect Object.

Direct Object:

বাক্যের Verb-টিকে What বা কি অথবা   Whom বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়,  সেটাই Direct Object. অর্থাৎ বাক্যের Verb সরাসরি যে কাজ করে, তাকেই Direct Object বলে। বুঝার সুবিধার্থে একই বাক্যকে উদাহরণ হিসাবে দেখাচ্ছি। যেমন: He writes a letter= সে একটি চিঠি লিখে। এখানে ‘চিঠি’ হচ্ছে Object. এটা আমরা পূর্বেই বুঝেছি।

Indirect Object:

’He writes a letter‘-এই বাক্যটিকে প্রয়োজনের জন্য এভাবেও লিখা যায়: He writes a letter to me= সে  আমাকে একটি চিঠি লেখে। এখানে  ’write’ Verb-এর পর দুটি Object  ব্যবহৃত হয়েছে, একটি ‘letter’ অপরটি ‘me’.  একটি বস্তুবাচক Object ও অপরটি ব্যক্তিবাচক Object. তাহলে বুঝা যাচ্ছে বাক্যে একটি Object বা প্রয়োজনে দুটি Object ব্যবহৃত হতে পারে। বাক্যে যখন ‍দুটি Object ব্যবহৃত হয়, তখন যে Object-টি বস্তুবাচক, সেটি হয় Direct Object ও যে যে Object-টি ব্যক্তিবাচক, সেটি হয় Indirect Object. বাক্যে Indirect Object থাকলে সেখানে অবশ্যই Direct Object থাকবে। অন্য কথায়, বাক্যে Direct Object ছাড়া Direct Object ব্যবহৃত হয় না। নিচের উদাহরণগুলি লক্ষ্য করো:

SubjectVerbIndirect ObjectDirect Object
Habibsentmean email
Hegavemea book
IWill writeyoua letter

এ বাক্য গুলিকে নিম্নরুপভাবেও লিখা যায়:

SubjectVerbDirect ObjectIndirect Object
Habibsentan emailto me
Hegavea bookto me
IWill writea letterto you

Intransitive Verb:

বাক্যে ব্যবহৃত যে Verb-এর অর্থ বা  Verb শব্দটি যা প্রকাশ করতে চায়, তা সম্পূর্ণরুপে প্রকাশ করার জন্য Verb-টির কোন Noun /Pronoun-এর প্রয়োজন হয় না তাকেই  Intransitive Verb বা অকর্ম ক্রিয়া বলে। Intransitive Verb যদি অতিরিক্ত কোন তথ্য প্রকাশ  করতে চায়, তবে তা Prepositional phrase  বা  Adverbial phrase-এর মাধ্যমে করে থাকে। তাছাড়া Intransitive Verb দ্বারা গঠিত বাক্যকে Passive Voice-এ রুপান্তর করা যায় না। মনে রাখা আবশ্যক যে, ইংরেজির প্রায় বেশীর ভাগ Verb-ই Transitive Verb ও Intransitive Verb উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে। কাজেই শুধুমাত্র Verb-টির পর Noun /Pronoun আছে না নাই, তা দেখেই Verb-টি    Transitive Verb না Intransitive Verb তা বুঝতে হয়। যেমন নিচের বাক্য দুটি লক্ষ্য করো:

The children are playing football in the field= বাচ্চারা মাঠে ফুটবল খেলছে। [এই বাক্যের ‘play’ Verb-টি   Transitive Verb কারণ: ’play’ Verb-এর Object হচ্ছে ‘football’]

The children are playing in the field= বাচ্চারা মাঠে খেলছে।  [এই বাক্যের ‘play’ Verb-টি   Intransitive Verb কারণ: ’play’ Verb-এর কোন Object নাই।]

তাহলে বুঝা গেল যে, কোন একটি Verb বাক্যে Transitive Verb বা Intransitive Verb উভয়ভাবেই ব্যবহৃত হতে পারে।

এই হচ্ছে বাক্যের Main verb বা Finite verb বিষয়ে বিস্তারিত আলোচনা। আমার মনে হয়, বাক্যের Main verb বা Finite verb কি, তা আমরা বুঝতে সক্ষম হয়েছি।

And thanks for staying and learning with me.

Rezaul Karim

English teacher, content writer and tech enthusiast.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply