Voice Change (Active to Passive): Intermediate to advanced

Voice Change (Active to Passive)-কে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।   ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

Transitive verb with double objects-এর বাক্যকে passive  voice করা:

Voice change করতে গিয়ে অনেক সময় দেখা যাবে যে, একটি transitive verb-এর দুটি  object রয়েছে। দুটি object থাকলে একটি ব্যক্তিবাচক object বা  Indirect object  ও অপরটি বস্তুবাচক object বা Direct object থাকবে। এই অবস্থায় যে কোন একটি Object-কে Subject করে passive voice করতে হয়।

Example:

  • Active: My father teaches me English.
  • Passive: I am taught English by my father. Or: English is taught me by my father.
  • Active: He didn’t offer me the job.
  • Passive: I wasn’t offered the job by him. Or: The job wasn’t offered me by him.
  • Active: They offered you some money.
  • Passive: You were offered some money by them. Or: Some money was offered me by them.
  • Active: The teacher showed us the map.
  • Passive: We were shown the map by the teacher. Or: The map was shown us by the teacher.
  • Active: I gave you that book.
  • Passive: You were given that book by me. Or: That book was given you by me.
  • Active: The teacher told them a story.
  • Passive: They were told a story by the teacher. Or: A story was told them by the teacher.

Note: যদিও Indirect object ও Direct object-এর যে কোন একটিকে Subject করে passive sentence করা যায়, তবে প্রায় সকল ক্ষেত্রে  Indirect object-কে Subject করে passive voice করা হয়।

Infinitive phrase ও Prepositional phrase যুক্ত বাক্যকে Passive voice করা:

Active voice-এর বাক্যে অনেক সময় subject-এর পূর্বে বা object-এর পরে Infinitive phrase,  prepositional phrase বা অন্য কোন অতিরিক্ত শব্দ / শব্দগুচ্ছ থাকতে পারে। এ  সকল ক্ষেত্রে subject-এর পূর্বে Infinitive phrase, prepositional phrase বা অন্য কোন অতিরিক্ত শব্দ / শব্দগুচ্ছ থাকলে তা  subject-এর পূর্বে রেখে Passive voice করতে হয়। আর object-এর পরে Infinitive phraseঅতিরিক্ত শব্দ / শব্দগুচ্ছ prepositional phrase বা অতিরিক্ত শব্দ / শব্দগুচ্ছ  থাকলে তা সাধারণত: by-এর পূর্বে বসাতে হয়।

Example:

  • Active: Teachers told the students to wait outside.
  • Passive: The students were told to wait outside by the teachers.
  • Active: Somebody gave him a box of chocolates for his birthday.
  • Passive: He  was given a box of chocolates for his birthday by somebody.
  • Active: For his birthday somebody gave him a box of chocolate.
  • Passive: For his birthday he was given a box of chocolate by somebody.
  • Active: The Chairman must do something for this poor man.
  • Passive: Something must be done for this poor man by the Chairman.
  • Active: The told me the truth about the situation.
  • Passive: I was told the truth about the situation by them.
  • Active: They will take him to hospital tomorrow.
  • Passive: He will be taken to hospital tomorrow by them.
  • Active: Teachers should make lessons more interesting for the students.
  • Passive: Lessons should be made more interesting for the students by the teachers.
  • Active: He spilt coffee all over the tablecloth.
  • Passive: Coffee was spilt all over the tablecloth by him.
  • Active: His friends gave him a cake for his birthday.
  • Passive: A cake was given for his birthday by his friends.

Preposition যুক্ত verb-কে অর্থাৎ Phrasal verb দ্বারা গঠিত বাক্যকে  passive voice করা:

Preposition যুক্ত verb-এর পর object থাকলে, তাকে Passive voice করা যায়। Verb ও preposition  নিবিড়ভাবে যুক্ত হয়ে Phrasal verb গঠন করে ও তারা উভয়ে মিলে একটি transitive verb-এর ন্যায় কাজ করে। তাদেরকে বিচ্ছিন্ন করা যায় না। বিচ্ছিন্ন করলে –verb-টির অর্থ ঠিক থাকে না। তাই, তাদের passive voice  করা যায়। কারণ এই  Phrasal verb-এর পরই Object থাকে। অর্থাৎ এক কথায় Phrasal verb দ্বারা গঠিত বাক্যকে passive voice  করা যায়।

Example:

  • Active: Rahim laughed at the boy.
  • Passive: The boy was laughed at by the boy.
  • Active: A car ran over the dog.
  • Passive: The dog was run over by a car.
  • Active: I have sent for a doctor.
  • Passive: A doctor has been sent for by me.
  • Active: His daughter cared for his mother.
  • Passive: His mother was cared for by his daughter.
  • Active: People listened to the President’s speech with rapt attention.
  • Passive: The President’s speech was listened to with rapt attention.
  • Active: We  must look into the matter.
  • Passive: The matter must be looked into by us.
  • Active: She will look after the little boy.
  • Passive: The little boy will be looked after by her.

Interrogative sentence-কে Passive করা:

Interrogative sentence-এর  voice পরিবর্তণ করতে হলে প্রথমে sentence-টিকে  Assertive-এ পরিবর্তিত করতে হয়। তারপর নিয়ম অনুযায়ী Passive voice-এ পরিবর্তণ করতে হয়। সবশেষে subject-এর সংগে মিল রেখে subject-এর পূর্বে auxiliary verb বসাতে হয়।

Example:

  • Active: Do you learn English?
  • Passive: Is English learnt by me?
  • Active: Does he read a book?
  • Passive: Is a book read by him?
  • Active: Is he eating a banana?
  • Passive: Is a banana being eaten by him?
  • Active: Did you eat the mango?
  • Passive: Was the mango eaten by you?
  • Active: Will you help me?
  • Passive: Shall I be helped by you?
  • Active: What do you want?
  • Passive: What is wanted by you?
  • Active: Which pen do you want?
  • Passive: Which pen is wanted by you?
  • Active: Why did you do it?
  • Passive: Why was it done by you?

Imperative sentence-কে Passive করা:

Imperative sentence-এ সাধারণত: subject উহ্য থাকে। এ সকল subject-কে Passive করতে হলে Let + main verb-এর  object + be + past participle.

Example:

  • Active: Do this sum.
  • Passive: Let this be done (by you).
  • Active: Tell him a story.
  • Passive: Let a story be told him (by you).
  • Active: Take this book.
  • Passive: Let this book be taken (by you).

Appropriate preposition ব্যবহার করে sentence-কে Passive করা:

কোন কোন verb-এর পর  তাদের জন্য নির্ধারিত  preposition ব্যবহার করতে হয়।  সে সকল ক্ষেত্রে by-এর পরিবর্তে ঐ verb-এর জন্য যে preposition উপযুক্ত (appropriate) সেটি ব্যবহার করতে হয়।

Example:

  • Active: The student pleased me much.
  • Passive: I was much pleased with the student.
  • Active: I know the man.
  • Passive: The man is known to me.
  • Active: The book contains useful information.
  • Passive: Useful information is contained in the book.
  • Active: Your proposal shocked me much.
  • Passive: I was much shocked at your proposal.
  • Active: Your work satisfied me.
  • Passive: I am satisfied with your work.
  • Active: His conduct annoyed us.
  • Passive: We were annoyed at his conduct.
  • Active: His behavior surprised me.
  • Passive I was surprised at his behavior.

যে সকল Transitive verb-এর বাক্যকে Passive voice করা যায় না:

আমরা জানি একমাত্র transitive verb দ্বারা গঠিত বাক্যকে passive voice করা যায়। কিন্তু এমন কতগুলো transitive verb আছে, যেগুলোকে passive voice করা যাবে না। Verb গুলো হলো: have, lack, hold, fit, become, resemble.

Example:

  • They have a beautiful car. [passive voice করা যাবে না]।
  • The man lacks courage.  [passive voice করা যাবে না]।
  • The stadium holds 25000 people.  [passive voice করা যাবে না]।
  • The shirt does not fit him.  [passive voice করা যাবে না]।
  • This dress becomes Rahima.  [passive voice করা যাবে না]।
  • Rafiq resembles his mother.  [passive voice করা যাবে না]।

ইংরেজি ব্যাকরণে Active থেকে Passive Voice শেখার গুরুত্ব:

Voice change (Active থেকে Passive Voice) শেখা ইংরেজি ব্যাকরণে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বাক্য গঠনকে আরও বৈচিত্র্যময় এবং কার্যকর করে তোলে। Active Voice-এ বাক্যের subject কাজটি করে, কিন্তু Passive Voice-এ কাজটির ওপর জোর দেওয়া হয়। Passive Voice বিশেষ করে তখন ব্যবহার হয় যখন কাজটি গুরুত্বপূর্ণ এবং কাজটি কে করেছে তা কম গুরুত্বপূর্ণ। Passive Voice শেখা আমাদের লেখালেখি এবং কথোপকথনে অনেক কাজে লাগে। একাডেমিক লেখালেখি, যেমন রিপোর্ট, গবেষণাপত্র বা প্রবন্ধ লেখার সময় Passive Voice বেশি ব্যবহৃত হয়। Passive Voice শেখা আমাদের দৈনন্দিন কথোপকথনেও সাহায্য করে। যদি আমরা না জানি কে কাজটি করেছে বা সেটি বলা গুরুত্বপূর্ণ না হয়, তখন Passive Voice ব্যবহার করা যায়।

Active থেকে Passive Voice রূপান্তর শেখা আমাদের ইংরেজি ভাষায় আত্মবিশ্বাস বাড়ায়। এটি ব্যাকরণ বুঝতে এবং সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করে। তাই, ইংরেজি ভাষায় দক্ষ হতে Voice change (Active থেকে Passive Voice) শেখা অপরিহার্য।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has One Comment

  1. Md Taj Uddin

    You are a real hero in English Grammar.

Leave a Reply