Linking Verb কাকে বলে? Linking Verb-এর ব্যবহার

Linking Verb কাকে বলে এবং Linking Verb-এর ব্যবহার-এর বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য ও grammar-এর আরও অনেক নতুন নতুন বিষয়াদি সহজভাবে শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে পাওয়া যাচ্ছে। পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Linking Verb কাকে বলে?

কোন sentence-এর verb-এর পূর্বে ব্যবহৃত কর্তা ও verb-এর পরে ব্যবহৃত noun বা adjective-এর মধ্যে সম্পর্ক (Link) সৃষ্টি করার বৈশিষ্ট্য যে verb গুলির মধ্যে রয়েছে, তাদের Linking verb বলে।

এ verb গুলি কোন কাজ বা চলমান কাজ (action) প্রকাশ করে না, এরা বাক্যের subject-কে verb-টির পরে থাকা noun বা adjective-এর সংগে link করে subject-এর বিষয়ে অতিরিক্ত তথ্য প্রদান করে।

Example:

  • He is a man .[এই বাক্যে যে ব্যক্তি ‘He’  সেই ব্যক্তিই ‘man’He এবং man-এর মধ্যে যে verb-টি এমন সম্পর্ক সৃষ্টি করলো সেটি হচ্ছে ‘is’].
  • Rahim is angry. [এই বাক্যে যে ব্যক্তি ‘Rahim’ সেই ব্যক্তিই angry বা রাগান্বিত Rahim এবং angry-এর মধ্যে যে verb-টি এমন সম্পর্ক সৃষ্টি করলো সেটি হচ্ছে ‘is’].

কিন্তু বাক্যটি যদি এমন হতো:

  • He is going there. তাহলে দেখা  যাচ্ছে ’is‘-এর পর noun / adjective নাই এবং He ও going -এর মধ্যে কোন সম্পর্কও সৃষ্টি করতে পারে নাই। তাই এ বাক্যে  ‘is’ linking verb নয়।

Linking verb-কে চেনার উপায়:

1. Linking verb-কে চেনার উপায় হচ্ছে যে, কোন linking verb-কে ‘be verb’ দ্বারা যাচাই করা। যদি কোন linking verb-এর স্থানে ‘be verb’-কে ব্যবহার করে অর্থবোধক বাক্য তৈরী হয়, তবে বুঝতে হবে যে সেটি linking verb.

2. Linking verb-এর পর যে noun/adjective ব্যবহার করা হয়, তা সঠিকভাবে কর্তাকে বর্ণনা করছে কিনা বা কর্তার অবস্থা / ধরন বা গুনাগুন ব্যক্ত করছে কিনা তা ভালভাবে লক্ষ্য রাখতে হয়। যদি কর্তাকে বর্ণনা করে অথবা কর্তার অবস্থা / ধরন বা গুনাগুন ব্যক্ত করে তবে নিশ্চিতভাবে বলা যাবে যে সেটি linking verb.

Example:

  • Rahim became (was/is) rich.
  • Faruk appears (is) healthy.
  • Halim has fallen (is) sick.

Linking verb-এর ব্যবহার:

Linking verb-এর ব্যবহার বা কাজ হচ্ছে দুটি।

  1. বাক্যের subject-কে বর্ণনা করা, এবং
  2. বাক্যের subject-এর অবস্থা, ধরণ বা গুনাগুনকে বর্ণনা করা।

1. বাক্যের subject-কে বর্ণনা করা:

Subject + linking verb + noun-এই গঠন প্রনালীর সাহায্যে কোন একটি linking verb বাক্যে ব্যবহৃত Subject-কে বর্ণনা করতে সাহায্য করে, বা subject সম্পর্কে information বা তথ্য দেয়ার জন্য ব্যবহৃত হয়।

Example:

  • Rahim is a student. [এই বাক্যে ’is’ verb- রহিমকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, রহিম একজন ছাত্র, অর্থাৎ রহিম = ছাত্র]।
  • Nazrul Islam was a poet. [এই বাক্যে ’was’ verb- নজরুল ইসলামকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, নজরুল ইসলাম একজন কবি, অর্থাৎ নজরুল ইসলাম = কবি]।
  • Rahim became a lawyer. [এই বাক্যে ’became’ verb- রহিমকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, রহিম একজন আইনজীবি হয়েছিল, অর্থাৎ রহিম = আইনজীবি]।

উপরের sentence গুলোর সকল verb-এর পূর্বে ব্যবহৃত কর্তা ও verb-এর পরে ব্যবহৃত noun বা noun phrase-এর মধ্যে verb-টি সম্পর্ক (Link) সৃষ্টি করে বাক্যের কর্তাকে বর্ণনা করার কাজে ব্যবহৃত হয়েছে। Noun / noun phrase-এর পর আমরা ইচ্ছা করলে noun/ noun phrase প্রয়োজন মতো আরও তথ্য দিতে পারি।

Example:

  • Rahim is student studying at Dhaka university.
  • Nazrul Islam was a poet of Bangladesh.
  • Rahim became a lawyer of Bangladesh Supreme Court.

List of linking verbs + nouns:

Subject + linking verb + noun-এই গঠন প্রনালীতে যে কয়টি verb শব্দ linking verb হিসাবে ব্যবহৃত হতে পারে, তাদের সংখ্যা আটটি। তারা হলো: Be, become, appear, feel, look, prove, remain এবং turn.

Example:

  • Become: Rahim has become a new man. – রহিম নতুন মানুষ হয়েছে। (অর্থাৎ রহিম পাল্টে গেছে)।
  • Appear: The discussion appeared a success. – আলোচনা সফল হয়েছে।
  • Feel: Faruk felt a complete fool. – ফারুককে সম্পূর্ণ বোকা অনুভুত হয়েছে।
  • Look: Rahima looks an angel. – রহিমাকে ফেরেশতা দেখাচ্ছে।
  • Prove: Our expectation proved a failure. – আমাদের প্রত্যাশা ব্যর্থ হয়েছে।
  • Seem: Your plan seems a good one. – তোমার পরিকল্পনাটা ভালো মনে হচ্ছে।
  • Turn: The patriot turned traitor. – দেশপ্রেমিক দেশদ্রোহী হয়ে উঠেছে।

2. বাক্যের subject-এর অবস্থা, ধরণ বা গুনাগুনকে বর্ণনা করা:

Subject + linking verb + adjective-এই গঠন প্রনালীর সাহায্যে কোন একটি linking verb বাক্যে ব্যবহৃত Subject-এর অবস্থা/ধরন বা গুনাগুন বর্ণনা করতে সাহায্য করে, বা subject -এর অবস্থা, ধরণ বা গুনাগুন সম্পর্কে information বা তথ্য দেয়ার জন্য ব্যবহৃত হয়।

Example:

  • Rahim is happy. [এই বাক্যে ’is’ verb রহিমের অবস্থা বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, রহিম সুখী]।
  • Moina is intelligent. [এই বাক্যে ’is’ verb ময়নার গুনাগুন বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, ময়না বুদ্ধিমান]।
  • The world is round. [এই বাক্যে ’is’ verb পৃথিবীর কেমন, তা বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। বাক্যটিতে বলা হচ্ছে যে, পৃথিবী গোলাকার]।

Note: Be verb যখন মূল verb হিসাবে ব্যবহৃত হয়, তখন তার পূর্বে সাহায্যকারী verb থাকতে পারে।

Example:

  • Rahim may be late.
  • The sky has been cloudy today.

List of linking verbs+ adjectives:

Subject + linking verb + adjective-এই গঠন প্রনালীতে যে কয়টি verb শব্দ linking verb হিসাবে ব্যবহৃত হতে পারে, তারা হলো: Be, become, appear, feel, fall, get, go, grow, keep, look, prove, remain, run, seem, smell, sound, taste, turn,

Example:

  • Become: That businessman became poor. – সেই ব্যবসায়ী গরীব হয়ে গেল।
  • Appear: Faruk appears healthy. – ফারুককে সুস্থ দেখাচ্ছে।
  • Fall: Halim has fallen sick. – হালিম অসুস্থ হয়ে পড়েছে।
  • Feel: The student felt nervous. – ছাত্রটি ঘাবড়িয়ে যাওয়া ভাব অনুভব করল।
  • Get: Rahim is getting bald. – রহিমের টাক পড়ছে।
  • Go: Faruk has gone mad. – ফারুক পাগল হয়ে গেছে।
  • Grow: The protesters grew restless. – বিক্ষোভকারীরা অস্থির হয়ে উঠল।
  • Keep: You must keep silent. – তুমি অবশ্যই চুপ করে থাকো।
  • Look: His eyes looked red. – তার চোখ লালচে লাগছিল।
  • Prove: The task proved difficult. – কাজটি কঠিন প্রমাণিত হয়েছিল।
  • Remain: The morale of the students remained high. – শিক্ষার্থীদের মনোবল উঁচুতে রয়েছিল।
  • Run: The river has run dry. – নদী শুকিয়ে গেছে।
  • Seem: Rahima seems unhappy. – রহিমাকে অসুখী মনে হচ্ছে।
  • Smell: This flower smells sweet. – এই ফুলের মিষ্টি গন্ধ।
  • Sound: You sound pessimistic. – তুমি হতাশাবোধবাদী।
  • Taste: Mangoes taste delicious. – আম স্বাদে সুস্বাদু।
  • Turn: The leaves of this tree are turning yellow. – এই গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে।

Note: Adjective-এর পূর্বে প্রয়োজন হলে Intensifier ব্যবহার করতে পারি।

Intensifier কাকে বলে?

Adjective-এর অর্থকে জোড়দার করার জন্য Adjective-এর পূর্বে যে শব্দগুলো ব্যবহৃত হয়, তাদেরকেই intensifier বলে। Adjective-এর পূর্বে যে শব্দগুলো সাধারণত: intensifier হিসাবে ব্যবহৃত হয়, তারা হলো:

absolutely, completely, deeply, extremely, greatly, highly, perfectly, really, seriously, terribly, thoroughly, very.

Example:

  • I am absolutely happy. -আমি একেবারে খুশি।
  • They became completely satisfied. – তারা সম্পূর্ণ সন্তুষ্ট হলো।
  • I am deeply sorry. – আমি গভীর দুঃখিত।
  • You were extremely helpful. – তুমি অত্যন্ত সহায়ক ছিলে।
  • He was greatly depressed. – সে প্রচণ্ড হতাশাগ্রস্ত ছিলো।
  • His statement is highly accurate. – তাঁর বক্তব্যটি অত্যন্ত নির্ভুল।
  • It is perfectly fine. – এটা পুরোপুরি ঠিক আছে।
  • They are really friendly. – তারা সত্যিই বন্ধুত্বপূর্ণ।
  • He is seriously ill. – তিনি গুরুতর অসুস্থ।
  • He became terribly ill. – সে ভীষণ অসুস্থ হয়ে পড়লো।
  • This matter is thoroughly confidential. – এই বিষয়টি পুরোপুরি গোপনীয়।
  • Rahim is very handsome. – রহিম খুব সুদর্শন।

– Be verb দ্বারা গঠিত linking verb:

Be verb-এর অনেক রুপ (form). এ সকল রুপই linking verb হিসাবে ব্যবহৃত হতে পারে। Be verb-এর রুপগুলি কিভাবে linking verb হিসাবে ব্যবহৃত হতে পারে, তা নিচের বাক্যগুলিতে দেখানো হলো।

Example:

  • Am: I am a boy. – আমি একজন বালক।
  • Is: He is a player. – সে একজন খেলোয়াড়।
  • Are: They are students. – তারা ছাত্র।
  • Being: They are being impatient. – তারা অধৈর্য বা অস্থির হচ্ছে।
  • Was: He was poor. – সে দরিদ্র ছিল।
  • Were: They were happy. – তারা খুশি বা সুখী ছিল।
  • Can be: He can be happy. – সে সুখী হতে পারে।
  • Could be: They could be happy. – তারা খুশি হতে পারে।
  • May be: They may be players. – তারা খেলোয়াড় হতে পারে।
  • Might be: They might be students. – তারা ছাত্র হতে পারে
  • Shall be: I shall be happy. – আমি খুশি হব।
  • Should be: They should be happy. – তাদের খুশি হওয়া উচিত।
  • Will be: My brother will be a teacher. – আমার ভাই শিক্ষক হবে।
  • Would be: My sister would be a nurse. – আমার বোন একজন নার্স হবে।
  • Has been: The sky has been cloudy. – আকাশ মেঘলা হয়েছে।
  • Have been: They have been poor. – তারা দরিদ্র হয়েছে।
  • Had been: My father had been a doctor. – আমার বাবা একজন ডাক্তার ছিলেন।

– Linking verb ও helping verb-এর মধ্যে পার্থক্য:

Linking verb এবং helping verb বা auxiliary verb-এর মধ্যে পার্থক্য নিম্নরুপ:

  • Linking verb কোন একটি বাক্যের finite verb হিসাবে কাজ করে। এই verb অন্য কোন verb-কে সাহায্য করে না। অপরপক্ষে, একটি helping verb তার পাশে থাকা অপর একটি verb-কে বাক্য গঠনে সাহায্য করে।
  • Linking verb বাক্যের subject ও complement-এর মধ্যে link বা সম্পর্ক সৃষ্টি করে subject-এর বিষয়ে অতিরিক্ত তথ্য প্রদান করে। বাক্যের helping verb-এ ধরণের কোন বৈশিষ্ট্য নাই।
  • Linking verb-কে প্রশ্নবোধক বাক্য তৈরীতে ও না-বোধক বাক্য তৈরীতে ব্যবহার করা যায় না। Auxiliary বা helping verb-কে প্রশ্নবোধক বাক্য তৈরীতে ও না-বোধক বাক্য তৈরীতে ব্যবহার করা যায়।
  • Linking verb-কে বিভিন্ন tense গঠনে ব্যবহার করা যায় না। Auxiliary বা helping verb-কে প্রয়োজনে বিভিন্ন tense গঠনে ব্যবহার করা যায়।

– Linking verb ও stative verb-এর মধ্যে পার্থক্য:

Linking verb এবং stative verb-এর মধ্যে পার্থক্য নিম্নরুপ:

  • Linking verb কোন একটি বাক্যে subject ও complement-এর মধ্যে link বা সম্পর্ক সৃষ্টি করে। অপর পক্ষে, stative verb সে ধরনের কোন সম্পর্ক সৃষ্টি করতে পারে না। তারা প্রধানত: কোন কাজের কি অবস্থা তা বর্ণনা করে।
  • Linking verb গুলিকে সাধারনত: Continuous tense-এ ব্যবহার করা যায়। অপর পক্ষে, stative verb-কে Continuous tense-এ ব্যবহার করা যায় না।

Conclusion:

Linking verb শেখা ইংরেজি ভাষা শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি বাক্যের গঠন এবং অর্থ বুঝতে সাহায্য করে। এটি শিখলে সঠিকভাবে বাক্য গঠন করা, অর্থ বোঝানো, এবং ইংরেজি ব্যবহারে দক্ষ হওয়া যায়। তাই Linking verb শেখা একজন ইংরেজি শিক্ষার্থীর জন্য অপরিহার্য।

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply