‘It’ শব্দের ব্যবহার:

‘It’ শব্দের ব্যবহার-কে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, গ্রামারের অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে পাওয়া যাচ্ছে। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

’It’ শব্দের অর্থ ’ইহা’ বা ’এটা’। Personal Pronoun Lesson -এ আমরা দেখেছি ’It’  শব্দটি Third Person হিসাবে  Noun-এর পরিবর্তে বা Noun-কে বুঝানোর জন্য Pronoun হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। এই “It”  শব্দটি Pronoun হিসাবে ব্যবহার হওয়াসহ Pronoun-এর সাথে সম্পর্কিত নয়, এমন অনেক ব্যবহার আছে। আজ আমরা এই  ‘It’-এর ব্যবহার সম্মন্ধে বিস্তারিত জানব ও বিভিন্ন বাক্যে এর ব্যবহার দেখব। 

‘It’ শব্দের ব্যবহার:

1. কোন বস্তু, পদার্থ, পশু-পাখি ইত্যাদিকে বুঝাতে Pronoun হিসাবে We use ‘it’.  যেমন:

  • This is a book. It is written by Abdul Hamid. –  এটি একটি বই। এটি লিখেছেন আবদুল হামিদ।
  • I love my dog. It also loves me. –  আমি আমার কুকুরকে ভালবাসি। এটা আমাকেও ভালবাসে।
  • I will not sell my cow. It gives me 10 liters of milk. –  আমি আমার গরু বিক্রি করব না। এটি আমাকে প্রতিদিন 10 লিটার দুধ দেয়।
  • I bought/purchased a shirt. It cost me 200 taka. –  আমি একটি শার্ট কিনেছি। এটার জন্য 200 টাকা খরচ হয়েছে।
  • It is a costly pen. –  এটি একটি দামি কলম।
  • Here is  your book; take it away. –  এই যে তোমার বই; নিয়ে যাও।

2. গুনবাচক noun শব্দের জন্য ও যেসকল জিনিষপত্র গণনা করা যায় না, তাদের জন্য Pronoun হিসাবে  use of ‘It’ গুরুত্বপূর্ণ। যেমন:

  • Honesty is the best policy. It is the best virtue. –  সততা সেরা নীতি। এটি সেরা গুন।
  • This is a table. It is made of wood. – এটা একটা টেবিল। এটি কাঠের তৈরি।

3. Collective Noun-কে বুঝাইতে We use ‘it’. যেমন:

  • The committee decided to hold its next meeting on the 25th. – কমিটি তার পরবর্তী সভা 25 তারিখে করার সিদ্ধান্ত নিয়েছে।
  • The jury gave its verdict against the prisoners. –  জুরি বন্দীদের বিরুদ্ধে রায় দিয়েছিল।

4.  টেলিফোনে পরিচয় বা নাম জানানোর জন্য কর্তা হিসাবে We use ‘it’.

  • Hello, who is it? It’s Rahim. –  হ্যালো, কে এটা? এটা রহিম।

5.  ছোট শিশু (ছেলে বা মেয়ে)-কে বুঝাতে Pronoun হিসাবে We use ‘it’.

  • The baby is crying, It must be hungry. –  শিশুটি কাঁদছে, এটি অবশ্যই ক্ষুধার্ত হবে।
  • I did not disturb the child because it was sleeping. – ঘুমোতে থাকায় বাচ্চাকে আমি জ্বালাতন করিনি।
  • The baby is crying for its mother. –  শিশুটি তার মায়ের জন্য কাদছে।

6. বাক্যে ‘ইহা’ বা ’এইটা’ উল্লেখ না থাকা সত্ত্বেও বাক্যের প্রথমে “It” বসিয়ে বাক্য শুরু করতে হয়। এটাকে Impersonal “It” বলে। সাধারনত: দিন (Day), সময় (Time), তারিখ (Date), আবহাওয়া (Weather),দুরত্ব (Distance)  ইত্যাদি বর্ননা করতে এই “It” ব্যবহৃত হয়। যেমনঃ

  • What day is today? It is Friday. –  আজ কি বার? আজ শুক্রবার।
  • What time is it? It is four o’clock. –  সময় কত বা কয়টা বাজে? চারটা বাজে।
  • It is a week since I saw you today. – আজ এক সপ্তাহ হলো তোমার সাথে দেখা হওয়া।
  • It is raining. –   বৃষ্টি হচ্ছে।
  • It has been raining for three days. – তিন দিন যাবত বৃষ্টি হচ্ছে।
  • It is little windy today= আজ একটু বাতাশ বইছে।
  • It is very easy to say so. –  এরকম বলা খুবই সহজ।
  • Is it raining outside now? – এখন কি বাহিরে বৃষ্টি হচ্ছে?
  • It is forty miles from Natore to Rajshahi. –  নাটোর থেকে রাজশাহী চল্লিশ মাইল।
  • It is not very far from our home to the college. – আমাদের বাড়ি থেকে কলেজ খুব বেশি দূরে নয়।
  • It takes me only five minutes to reach the station. –  স্টেশন পৌঁছাতে আমার পাঁচ মিনিট সময় লাগে।

7.  Seem (মনে হওয়া), appear (মনে হওয়া) , feel (অনুভূত হওয়া), look (দেখে মনে হওয়া) ইত্যাদি verb-এর কর্তা হিসাবে We use ‘it’.

  • It seems he will fail in the examination. –  মনে হয় সে পরীক্ষায় ফেল করবে।
  • He appears to be a gentleman . –  তাকে ভদ্রলোক বলে মনে হচ্ছে।
  • It feels cold. –  ঠান্ডা অনুভূত হচ্ছে।
  • It looks beautiful. –  এটা সুন্দর দেখাচ্ছে।
  • It appears to me that you are interested in the matter. –  আমার মনে হয় যে তুমি এ ব্যাপারে উৎসাহী।

8. কোন বিষয়ে কোন মতামত (opinion) ব্যক্ত করতে   It+ Be verb+ Adjective + to-verb-এভাবে বাক্য গঠন করতে হয়।  এই গঠন প্রনালীতে যে সকল Adjective ব্যবহৃত হয়, সেগুলো হচ্ছেঃ Nice, good, wonderful, delightful, marvellous, exciting, great ইত্যাদি।

  • It’s nice to see you again. – তোমাকে আবার দেখে ভাল লাগলো। 
  • It will be good for you. –  এটা তোমার জন্য ভাল হবে।    
  • it’s good to meet you again. –  তোমার সাথে আবার দেখা হয়ে ভাল লাগল।      
  • It’s wonderful to see you again. –  তোমাকে আবার দেখতে পেয়ে দুর্দান্ত লাগল।
  • It’s delightful to see you again. –  তোমাকে আবার দেখতে পেয়ে আনন্দিত।
  • it’s marvellous to see you again. –  তোমাকে আবার দেখতে পারা দুর্দান্ত।
  • It’s exciting to see you again. –  তোমাকে আবার দেখতে পারা উত্তেজনাপূর্ণ।
  • it’s great to see you again= তোমাকে আবার দেখতে পাওয়া দুর্দান্ত।

9. বাক্যে  ব্যবহৃত পরের কোন Noun বা Pronoun-এর উপর জোড় (emphasis) দেয়ার জন্য We use ‘it’. যেমন: 

  • It is the teachings of primary school that guide us. –  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাই  আমাদেরকে পরিচালিত করে। [এখানে ’It‘ পরের Noun ‘teachings’-এর উপর জোড় দেয়ার জন্য ব্যবহৃত হয়েছে]
  • It is you who have broken my glass. –  তুমিই আমার গ্লাসটি ভেঙে ফেলেছ। [এখানে ’It‘ পরের Pronoun ‘you’-এর উপর জোড় দেয়ার জন্য ব্যবহৃত হয়েছে]
  • It is the picture book that I want. –  এই ছবির বইখানাই আমি চাই। [এখানে ’It‘ পরের Noun ‘picture book’-এর উপর জোড় দেয়ার জন্য ব্যবহৃত হয়েছে]

10. কথোপকথনে ব্যবহৃত “It”

কথোপকথনে ছোট বাক্যে ‘It’  ব্যবহৃত হয়।

  • Who is knocking? → It’s me! কে কড়া নাড়ছে? — এটা আমি।
    How’s your trip? → It was amazing! – তোমার ভ্রমন কেমন ছিলো?  — দারুন!
    What’s that noise? → It’s the wind. – ওই শব্দটা কিসের? — এটা বাতাসের শব্দ। 
  • How is it going? – কেমন চলছে?
  • Take it easy. – এটা সহজভাবে নাও।

Conclusion:

“It” ইংরেজির অন্যতম গুরুত্বপূর্ণ এবং বহুল ব্যবহৃত শব্দ। প্রকৃতি, সময়, দূরত্ব, আবহাওয়া বোঝাতে “it” অপরিহার্য।Formal ও Spoken English-এ “it” বিভিন্নভাবে খুব সাধারন এবং প্রতিদিনের কথাবার্তায় ব্যবহৃত হয়।

Rezaul Karim

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply