What is a Sentence? Types of Sentences.

Introduction:

ইংরেজিতে sentence বা বাক্য কাকে বলে এবং sentence কত প্রকারের হতে পারে সে বিষয়ে জানবো।

What is a Sentence?

দুই বা ততোধিক শব্দ ব্যবহার করে বক্তা যখন তার মনের ভাব সম্পূর্ণ রূপে প্রকাশ করতে পারে, তখন তাকে একটি sentence বা একটি বাক্য বলা হয়। (A sentence is a group of words that expresses a complete thought).

একাধিক শব্দ এক সাথে ব্যবহার করে যদি বক্তার  মনের ভাব বা কথা সম্পূর্ণ রূপে প্রকাশ না পায়, তবে তাকে sentence  বলা যাবে না।

অর্থ বা কাজের ধরনের উপর ভিত্তি করে Sentence কত প্রকার?

কোন বাক্য কি ধরণের অর্থ বা  কি ধরনের কাজ সম্পন্ন করছে, তার উপর ভিত্তি করে Sentence-কে মোট পাঁচ ভাগে ভাগ করা হয়।

  1. Assertive sentence (বর্ণনাসূচক বাক্য)
  2. Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)
  3. Imperative sentence ( আদেশ, উপদেশ, অনুরোধসূচক বাক্য)
  4. Optative sentence (প্রর্থনা বা কামনাসূচক বাক্য)
  5. Exclamatory sentence (আশ্চর্য্য বা বিস্ময়সূচক বাক্য)

গঠন প্রনালীর উপর ভিত্তি করে Sentence-কে তিনভাগে ভাগ করা হয়,তারা হলো:

  1. Simple Sentence 
  2. Complex Sentence
  3. Compound Sentence 

কিন্তু এই lesson-এ বাক্যের অর্থ ও কাজের ধরনের উপর ভিত্তি করে যে পাঁচভাগে ভাগ করা হয়, সেই বিষয়ে বিস্তারিত জানবো। গঠন প্রনালীর উপর ভিত্তি করে Sentence-কে যে তিনভাগে ভাগ করা হয়, তা জানার জন্য এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/simple-complex-and-compound-sentence/

1. -Assertive sentence (বর্ণনাসূচক বাক্য):

যে sentence-এ কোন ঘটনা , অবস্থা বা বিষয়ের বিবরণ দেয়া হয়, তাকে Assertive sentence বলে। Assertive sentence দুই প্রকার। তারা হলো:

Affirmative sentence:

কোন ঘটনা , অবস্থা বা বিষয়ের বিবরণ হাঁ-বাচক হলে তাকে Affirmative sentence বলে।

Negative sentence:

কোন ঘটনা , অবস্থা বা বিষয়ের বিবরণ না-বাচক হলে তাকে Negative sentence বলে।

Assertive sentence-এর গঠন প্রনালী:

কর্তা + Verb + অন্যান্য প্রয়োজনীয় শব্দ (যদি প্রয়োজন হয়)+ বাক্যের শেষে Full stop.

Example:

  • He is my cousin. – সে আমার চাচাতো ভাই।
  • You are responsible for this. – তুমি এর জন্য দায়ী।
  • Allah is Almighty. – আল্লাহ সর্বশক্তিমান।
  • The boy has no pen. – ছেলেটির কলম নেই।
  • The girl is not clever. -মেয়েটি চতুর নয়।

Note: কোন Assertive sentence  বাক্য যদি Here, there, no sooner, hardly প্রভৃতি শব্দ দ্বারা শুরু হয়, তখন সাধারনত: বাক্যের কর্তা Verb-টির পরে বসে, অথবা Auxiliary verb ও Main verb-এর মধ্যে বসে।

Example:

  • Here is your wrist watch. – এখানে তোমার হাত ঘড়ি।
  • Never did he come here. – সে কখনো এখানে আসেনি।
  • No sooner had the train left than I reached the station. – আমি স্টেশনে পৌছা মাত্র ট্রেনটি ছেড়ে দিলো।
  • Hardly had they spoken these words when they became angry. – যখন তারা রেগে গিয়েছিল তখন তারা খুব কমই এই কথাগুলো বলেছিল।

2. -Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য):

যে sentence দ্বারা কোন প্রশ্ন করা হয়, তাকে Interrogative sentence বলে। Interrogative sentence-এর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে।

Interrogative sentence-এর মূল verb যদি Be বা Have হয়, তবে তা বাক্যের প্রথমে বসে, কর্তা পরে বসে। অর্থাৎ মূল verb হিসাবে বাক্যে Be বা Have ব্যবহৃত হলে সেই বাক্যকে প্রশ্নবোধক বাক্যে লিখতে কোন সাহায্যকারী verb-এর প্রয়োজন হয় না। মূল verb-কেই কর্তার পূর্বে বসিয়ে Interrogative sentence লেখা হয়। অর্থাৎ:

Be / have + কর্তা + অন্যান্য শব্দ।

Example:

  • Are you happy with your result? – তুুমি কি তোমার ফলাফলে খুশি?
  • Is he a student? – সে কি এক জন ছাত্র?
  • Have they enough money? – তাদের কি পর্যাপ্ত টাকা আছে?

Be ও have ছাড়া  অন্য সকল verb বাক্যে মূল verb ব্যবহৃত হলে ঐ বাক্যে সাহায্যকারী verb থাকবে। তখন কর্তা সাহায্যকারী verb ও মূল verb-এর মধ্যে বসে।

সাহায্যকারী verb + কর্তা + মূল verb.

Example:

  • Are you going to school? – তুমি কি স্কুলে যাচ্ছ?
  • Has  he done the work? – সে কি কাজটি করেছে?
  • Did they win the match? – তারা কি ম্যাচ জিতেছে?
  • Will you go home today? – তুমি কি আজ বাড়ি যাবে?

Interrogative sentence-এরও Affirmative ও Negative আছে। উপরের উদাহরণগুলি Interrogative sentence-এর Affirmative রুপ। Interrogative sentence-এর Negative রুপে ‘not‘ শব্দটি ব্যবহরের ক্ষেত্রে নিয়ম আছে। তা হলো:

যখন ’not‘ শব্দটি Negative-interrogative বাক্যে ব্যবহৃত হয়, তখন বাক্যের কর্তা Noun হলে  not শব্দটি Noun-এর পূর্বে বসে। কর্তাটি Pronoun হলে ’not‘ শব্দটি Pronoun পরে বসে।

Example:

  • Is not Rahim a clever boy? – রহিম কি চালাক ছেলে নয়?
  • Has not the boy a pen? – ছেলেটির কি কলম নেই?
  • Has he not done the work? – সে কি কাজটি করেনি?
  • Have they not completed their lessons? – তারা কি তাদের পাঠ শেষ করেনি?
  • Did not Rahim (or: Didn’t Rahim) come here? – রহিম কি এখানে আসেনি?
  • Did he not (or: Didn’t he) come here? – সে কি এখানে আসেনি?

কিন্তু কথাবার্তা বলার সময় বা স্পোকেন ইংরেজিতে সংক্ষিপ্ত negative form ব্যবহৃত হয়। যেমন: Is not= Isn’t;   Has not= hasn’t;  have not= haven’t; Do not= don’t;   Does not= doesn’t ইত্যাদি। তখন কর্তা Noun বা Pronoun যাই হোক না কেন, n’t-যুক্ত শব্দ  কর্তার পূর্বে বসে।

Example:

  • Isn’t he a clever boy? – সে কি চালাক ছেলে নয়?
  • Isn’t Rahim a clever boy? – রহিম কি চালাক ছেলে নয়?
  • Doesn’t he speak English? – সে কি ইংরেজিতে কথা বলে না?
  • Didn’t Rahim come here? – রহিম কি এখানে আসেনি?
  • Didn’t he) come here? – সে কি এখানে আসেনি?

Interrogative sentence-এ Interrogative pronoun (যেমন: Who, which, what) যদি কর্তা  হয়, তবে কর্তার পরে  verb বসে।

Example:

  • Who is the boy? – ছেলেটা কে?
  • Who has broken my glass? – কে আমার গ্লাস ভেঙ্গেছে?
  • Who are sitting there? – ওখানে কারা বসে আছে?
  • Who is that man? – ঐ লোকটি কে?
  • Which is your book? – আপনার বই কোনটি?
  • Which is your son? – তোমার ছেলে কোনটা?
  • What is the matter with him? – কি ব্যাপার তার সাথে?

Interrogative sentence-এ Interrogative pronoun (যেমন: Who বা whom, which, what) যদি Object হিসাবে ব্যবহৃত হয়, তখন সাহায্যকারী verb ও মূল verb-এর মধ্যে  Subject বসবে। অর্থাৎ বাক্যের গঠন হবে:

Who / whom / which / what + Auxiliary + কর্তা + main verb যেমন:

Who (Whom) are you talking to? –  তুমি কার সাথে কথা বলছো? [Who/whom=অর্থ ‘কার’ (Object); are=auxiliary; You=Subject; talking= main verb; to=preposition]. Who-কে কর্তা হিসাবে ব্যবহার না করে Whom-কে কর্তা হিসাবে ব্যবহার করলে বাক্যটি হবে:

  • To whom are you talking? – তুমি কার সাথে কথা বলছো?
  • Who (Whom) does Rahim live with? – রহিম কার সাথে থাকে বা বাস করে?
  • Who (Whom) are you waiting for? – তুমি কার জন্য অপেক্ষা করছো?
  • What does it look like? – এটা দেখতে কেমন?
  • What did he go for that? – সে কিসের জন্য গিয়েছিল?
  • Which of these chairs did you sit on? – তুমি কোন চেয়ারে বসেছিলে?

Note: Interrogative pronoun হিসাবে subject ও object উভয় রুপেই ’who‘ ব্যবহৃত  হয়।  Whom-এর ব্যবহার Modern English-এ হয় না বললেই চলে।

Interrogative বাক্যে যদি Interrogative adjective (যেমন: Which, whose) কর্তা  হয়, তবে কর্তার পরে  verb বসে। অর্থাৎ:  Subject + verb

Example:

  • Which book is yours? – কোন বইটি তোমার?
  • Whose book is this? – এটা কার বই?

Interrogative বাক্য যদি  Interrogative adverb (যেমন: When, where, why, how)  দ্বারা শুরু হয়, এবং ঐ বাক্যের মূল verb যদি Be verb হয়, তবে বাক্যের গঠন হবে:

When/ where/ why/ how + Be verb + কর্তা

Example:

  • How are you? – তুমি কেমন আছো?
  • When is your birthday? – তোমার জন্মদিন কবে?

বাক্যের মূল verb যদি Be verb ছাড়া অন্য কোন verb হয়, তখন  সাহায্যকারী verb ও  মূল verb-এর মধ্যে কর্তা বসবে। অর্থাৎ বাক্যের গঠন হবে:

When/ where/ why/ how + সাহায্যকারী verb + কর্তা + মূল verb

Example:

  • When did he go? – সে কখন গেল?
  • What does he want? – সে কি চায়?
  • When will he return home? – সে কখন বাড়ী ফিরবে?
  • Where do you live? – তুমি কোথায় বাস করো?
  • How many mangoes have you bought? – তুমি কয়টি আম কিনেছো?
  • Why have you come here? – তুমি এখানে কেন এসেছো?

3. -Imperative sentence ( আদেশ, উপদেশ, অনুরোধসূচক বাক্য):

আদেশ, উপদেশ, অনুরোধ বুঝালে sentence-টিকে Imperative sentence বলে। এরুপ বাক্য কাউকে উদ্দেশ্য করে বলা হয়। বাক্যের Subject ‘You’ উহ্য থাকে।

Example:

  • Open the door. – দরজাটি খোল.
  • Always speak the truth. – সর্বদা সত্য কথা বলো।
  • Help the poor. – দরিদ্র কে সাহায্য করো।
  • Switch the light on. – বাতিটি জ্বালাও।
  • Don’t speak ill of others. – অন্যের সম্পর্কে খারাপ কথা বলবে না।
  • Don’t be late for school. – স্কুলে আসতে দেরি করবে না।

তবে Imperative sentence বাক্যটি জোড় দিয়ে বলার জন্য ‘You’ ব্যবহার করা প্রয়োজন।

Example:

  • You mind your own business. – তুমি তোমার নিজের কাজ নিয়ে চিন্তা করো।
  • You help me, please. – তুমি আমাকে সাহায্য করো, দয়া করে।

বিনয় মিশ্রিত অনুরোধ বুঝাতে  Imperative sentence-এ Please বা Kindly ব্যবহার করা হয়।

Example:

  • Please, give me the pen.
  • Please, show me the way.
  • Kindly, lend me the book for a day.

4. -Optative sentence (প্রার্থনা বা কামনাসূচক বাক্য):

প্রার্থনা, ইচ্ছা প্রভৃতি যে Sentence-এর মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে Optative Sentence বলে। সাধারণত: Auxiliary verb May -কে Subject-এর পূর্বে ব্যবহার করে Optative Sentence গঠন করা হয়। তবে অনেক সময় May verb ব্যবহার না করেও এই ধরনের বাক্য গঠন করা যায়।

Example:

  • May God bless you. – আল্লাহ তোমার মঙ্গল করুক।
  • Long live our President.- আমাদের রাষ্ট্রপতি দীর্ঘজীবী হন।
  • May you live long. – তুমি দীর্ঘজীবী হও।
  • May his soul rest in peace. – তার আত্মা শান্তিতে থাকুক।

5. -Exclamatory sentence (আশ্চর্য্য বা বিস্ময়সূচক বাক্য):

বিস্ময়, দু:খ, আনন্দ, বিরক্তি, ক্রোধ, অভিলাষ, ঘৃণা, উল্লাস প্রভৃতি মনের প্রবল আবেগ যে বাক্যের মাধ্যমে প্রকাশ কর হয় তাকে Exclamatory Sentence বলে। বাক্যের শুরুতে Alas, Hurrah, How, What a প্রভৃতি word বা phrase ব্যবহার কর হয়। বাক্যের শেষে বিস্ময়সূচক চিহ্ন (!) বসাতে হয়।

Example:

  • Alas! those days are gone. (দু:খ প্রকাশ) – হায়! সেইসব দিন আর নেই!
  • Hurrah! We have won the game. (আনন্দ প্রকাশ) – হুররে! আমরা ম্যাচ জিতেছি!
  • What a beautiful city it is! (বিস্ময় প্রকাশ) – কি সুন্দর শহর এটা!
  • How beautiful the bird is! (বিস্ময় প্রকাশ) – পাখিটা কত সুন্দর!
  • How skillfully he managed the matter! (বিস্ময় প্রকাশ) – সে কতটা দক্ষতার সাথে বিষয়টি ম্যানেজ করলো!
  • How happy the old man seems to be! (বিস্ময় প্রকাশ) – বৃদ্ধ মানুষটাকে কত সুখী মনে হচ্ছে!

এরুপ বাক্যে অনেক সময় Verb উহ্য থাকে।

Example:

  • What a terrible event (it is!) – কি ভয়ানক ঘটনা!
  • What a fool (you are!). – কি বোকা !

Thanks for staying and learning with me.

Rezaul Karim

An English learner, content writer and tech enthusiast.

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply