Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
Syntax হচ্ছে একটি ভাষায় সুগঠিত বাক্য তৈরির জন্য শব্দ এবং বাক্যাংশের বিন্যাস। এটি হলো কতগুলো নিয়মের সেট, যা ব্যবহার করে বাক্যকে সুস্পষ্টভাবে বুঝানো হয়। বাক্য গঠন, বিশেষত বাক্য গঠনের জন্য শব্দ, বাক্যাংশ, ধারা এবং বিরামচিহ্ন ব্যবহারের নিয়মগুলো Syntax-এর অন্তর্ভূক্ত। আজ আমরা Syntax-এর কিছু নিয়ম সম্মন্ধে জানবো।
Rule:
Subject-এর number ও person অনুযায়ী verb-এর number ও person ব্যবহৃত হয়। একটির অধিক singular subject যদি and দ্বারা যুক্ত হয়, তবে verb-টি plural number-এ ব্যবহৃত হয়।
Example:
- আমি তোমার জন্য অপেক্ষা করছি – I am waiting for you.
- আমরা তোমাদের বন্ধু – We are your friends.
- সে এখন ইংরেজিতে পড়ছে – He is studying English now.
- রফিক ও রহিম কঠোর পরিশ্রম করে – Rafiq and Rahim work hard.
- সে পরীক্ষায় পাস করেছে – He has passed the exam.
- তারা সকলেই পরীক্ষায় পাস করেছে – They all have passed the exam.
- তার বাবা একজন ডাক্তার – His father is a doctor.
- শিশুগুলি রৌদ্রে দৌড়াদৌড়ি করছে – The children are running in the sun.
- রহিম ও করিম আমার বন্ধু – Rahim and Karim are my friends.
- রীণা ও তার ভাই ভালো গান করে – Rina and her brother sing well.
- একটি লাল-নীল পেন্সিল টেবিলের উপর আছে – There is a red-blue pencil on the table.
- ভূল করা মানুষের স্বভাব – It is human nature to make mistakes.
Rule:
Subject যদি বিভিন্ন person-এ থাকে, তবে প্রথমে second person, তারপর third person ও সকলের শেষে first person বসে।
Example:
- আমি, তুমি ও রহিম কলেজে যাচ্ছিলাম – You, Rahim and I were going to college.
- তুমি, আমি ও রহিম পরীক্ষায় পাস করেছি – You, Rahim and I have passed the exam –
- আমি ও তুমি গতকাল পার্কে বেড়াতে গিয়েছিলাম – You and I went for a walk in the park yesterday.
- ফারুক, আমি ও তুমি আজ মাঠে যাবো – You, Farooq and I will go to the field today.
কিন্তু কোন ব্যক্তি কোন দোষ স্বীকার করার সময় person-এর ক্রম (order) পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে first person প্রথমে বসে, তারপর third person ও সকলের শেষে second person বসে।
Example:
- এ বিষয়ে আমি, তুমি ও রফিক দোষী – I, Rafiq and you are guilty in this matter.
Rule:
একাধিক subject যদি and দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তবে তার পর singular verb ব্যবহৃত হবে। এক্ষেত্রে প্রথম subject-এর পূর্বে the বসবে, কিন্তু দ্বিতীয় subject-এর পূর্বে the বসবে না। এছাড়াও and দ্বারা যুক্ত একাধিক subject যদি একটি অখন্ড ভাব প্রকাশ করে, তখন তার পরে singular verb ব্যবহৃত হয়।
কিন্তু উক্ত একাধিক subject যদি and দ্বারা যুক্ত হয়ে সুনিদির্ষ্টভাবে একাধিক ব্যক্তি বা বস্তুকে বুঝায়, তাহলে তাদের পর plural verb ব্যবহৃত হবে এবং প্রত্যেক subject-এর পূর্বে the বসবে।
Example:
- কমিটির সম্পাদক ও কোষাধ্যক্ষ [একই ব্যক্তি] আমার পরিচিত – The secretary and treasurer of the committee is known to me.
- কমিটির সম্পাদক ও কোষাধ্যক্ষ [দুই ব্যক্তি] আমার পরিচিত – The secretary and the treasurer of the committee are known to me.
- একজন খ্যাতনামা কবি ও দার্শনিক এখানে উপস্থিত আছেন – A famous poet and philosopher is present here.
- গল্পটির সারমর্ম এই – The sum and substance of the story is this.
- মাখন ও রুটি আমার প্রিয় খাদ্য – Bread and butter is my favourite food.
- মাখন ও রুটি বাজারে পাওয়া যাচ্ছে না – Bread and butter are not available in the market.
- ধীর ও স্থির লোকেরা প্রতিযোগীতায় জয়লাভ করে – Slow and steady wins the race.
- একটি সাদা-কালো গরু মাঠ চরছে – A black and white cow is grazing in the field.
- সম্পদ ও যশ তার কাম্য – Wealth and fame are his desires.
এছাড়া কোন অংকের সমষ্টি বা পরিমানের সমষ্টি বুঝালে plural subject-এর পরে singular verb বসে।
Example:
- চার আর চারে আট হয় – Four and four makes eight.
- চার মাইল বেশী দূর নয় – Four miles is not a great distance.
Rule:
কোন পুস্তক বা দেশের নাম plural number-এ থাকলেও তারপর singular verb হবে।
Example:
- গ্যলিভারের ভ্রমণ কাহিনী একটি চিত্তাকর্ষক বই – The Gulliver’s Travels is a fascinating book.
- মার্কিন যুক্তরাষ্ট্র একটি শিল্পোন্নত দেশ – The United States is an industrially developed country.
- নেদারল্যান্ড একটি ধনী দেশ – The Netherlands is a rich country.
Rule:
Sentence-এর subject যদি infinitive বা gerund হয় তবে বাক্যটির verb singular হবে।
Example:
- সকালে হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো – To walk in the morning is good for health –
- অর্থ উপার্জন করা তার প্রধান উদ্দেশ্য – Earning money is his main aim.
- প্রত্যহ ইংরাজীতে একটি করে পৃষ্ঠা লেখা ইংরেজি শেখার জন্য একটি ভাল অভ্যাস – Writing one page in English every day is a good practice for learning English.
- অর্থ উপার্জন আমার জীবনের একমাত্র লক্ষ্য নয় – Making money is not the only goal of my life.
- সাঁতার দেয়া একটি ভাল ব্যায়াম – Swimming is a good exercise.
- দেখা মানেই বিশ্বাস করা – Seeing is believing.
Rule:
And not এবং as well as দ্বারা দুটি subject যুক্ত হলে প্রথম subject-এর number ও person অনুযায়ী verb-এর number ও person ব্যবহৃত হবে।
Example:
- সে নয় তুমিই এর জন্য দায়ী – You and not he are responsible for this.
- তুমি নয় সেই এর জন্য দায়ী – He and not you is responsible for this.
- সেও দোষী, তুমিও দোষী – He, as well as you, is guilty.
- তারা ফুটবল খেলে, সেও ফুটবল খেলে – They, as well as he, play football.
Rule:
And দ্বারা যুক্ত একাধিক subject-এর পূর্বে যদি each. every বা no থাকে, তবে তাদের পর singular verb ব্যবহৃত হবে।
Example:
- প্রতিটি বালক ও প্রতিটি বালিকা এখানে উপস্থিত আছে – Every boy and every girl is present here.
- গাছটির প্রতিটি পাতা ও প্রতিটি ফুল বিবর্ণ হয়েছে – Each leaf and each flower of the tree has faded.
- এখানে কোন বালক বা কোন বালিকা নাই – No boy and girl is here.
- প্রত্যেকটি অন্ধ ও বধির ব্যক্তিকে কাপড় দেয়া হলো – Every blind and deaf person was given clothes.
- এই ঘড়ের প্রতিটি চেয়ার ও প্রতিটি টেবিল নুতন – Every chair and every table in this house is new.
Rule:
Either …………or অথবা neither ……………nor দ্বারা একাধিক subject যুক্ত হলে verb-এর নিকটতম subject-এর number ও person অনুযায়ী verb ব্যবহৃত হবে।
Subject-গুলি বিভিন্ন number-এ থাকলে (singular plural) plural subject-টিকে verb-এর নিকটে বসাতে হয় এবং এই নিকটতম subject-এর number ও person অনুযায়ী verb ব্যবহৃত হয়।
Example:
- সে অথবা তুমি ইহা করেছো – Either he or you have done it.
- তুমি বা তোমার বন্ধু কেহই নির্দোষ না – Neither you nor your friend is innocent.
- তুমি বা তোমার বন্ধু কেহই দোষী না – Neither your friend nor you are guilty.
- সে বা তার বন্ধুরা কেহই এখানে উপস্থিত নাই – Neither he nor his friends are present here.
- এই বনে কোন হরিণ ও বাঘ দেখা গেলো না – Neither deer nor tiger was seen in this forest.
- হয় তুমি না হয় রফিক আমাকে গালি দিয়েছো – Either you or Rafiq has insulted me.
- ফারুক অথবা তার বন্ধুরা কেহই এখানে ছিলো না – Neither Farooq nor his friends were here.