Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
Uses of gerund-এ আমরা জানার চেষ্টা করব কেমন ধরণের বাংলা বাক্যকে gerund ব্যবহার করে একটি ইংরেজি বাক্যে পরিণত করা হয়। মনে রাখতে হবে যে, gerund হচ্ছে একটি noun যা verb থেকে গঠিত হয় এবং —ing দ্বারা শেষ হয়। বাক্যে একটি noun যে যে ভাবে ব্যবহৃত হতে পারে, একটি gerund-ও ঠিক সেই সেই ভাবে ব্যবহৃত হতে পারে।
-Rule:
কোন কাজের নাম (Name of an act or work) যখন বাক্যের subject হিসাবে ব্যবহৃত হয়, তখন উক্ত কাজের নামের সাথে –ing যুক্ত করে gerund তৈরী করে বাক্যের subject হিসাবে ব্যবহার করে বাক্যটিকে ইংরেজি করতে হয়।
Example:
- সাঁতার কাটা একটি ভাল ব্যায়াম – Swimming is good exercise. [বাংলায় সাঁতার কাটাকে একটি ভাল ব্যায়াম বলা গেলেও ইংরেজিতে a good exercise বলা যাবে না, কারন exercise শব্দটি একটি uncountable noun.]
- মিথ্যা বলা মহাপাপ – Lying is a great sin.
- সাইকেল চালানো সহজ নয় – Cycling is not easy.
- ধূমপান করা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ অভ্যাস – Smoking is a very bad habit for health.
- বিকেলে ঘুম পারা মোটেও স্বাস্থ্যকর নয় – Sleeping in the afternoon is not healthy at all.
- সাঁতার কাটা আমার প্রিয় খেলা – Swimming is my favourite sport.
- অতিরিক্ত মিষ্টি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খারাপ – Eating excessive sweet is bad for health.
- বাঘ শিকার করা বিপজ্জনক – Hunting tigers is dangerous.
- প্রতিদিন দাঁত ব্রাশ করা তোমার দাঁতকে ভাল রাখবে – Brushing teeth everyday keeps your teeth good.
- সকালে তাড়াতাড়ি উঠা একটি ভাল অভ্যাস – Getting up early in the morning is a good habit.
- হাঁটা একটি ভাল ব্যায়াম – Walking is good exercise.
- দৌড়ানো একটি ভাল ব্যায়াম – Running is good exercise.
- স্কুলে যাওয়া ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ কাজ – Going to school is an important work for students.
- টিভি দেখা আমার প্রিয় বিনোদন – Watching TV is my favorite pastime
- গান করা আমার অন্যতম শখ – Singing is one of my hobbies.
- আমার কাছে ক্ষমা চাওয়া এখন যথেষ্ট নয় – Apologizing to me is not enough this time.
-Rule:
কোন কাজের নাম (Name of an act or work) যখন বাক্যের object হিসাবে ব্যবহৃত হয়, তখন উক্ত কাজের নামের সাথে –ing যুক্ত করে gerund তৈরী করে বাক্যের object হিসাবে verb-এর পর ব্যবহার করে বাক্যটিকে ইংরেজি করতে হয়।
Example:
- জলি পুতুল নিয়ে খেলা ভালবাসে – Jolly loves playing with dolls.
- আমার বোন সেখানে যাওয়া এড়িয়ে চলেন – My sister avoids going there.
- খেলোয়াড়রা ফুটবল খেলার অনুশীলন করছে – The players are practising playing football.
- আমি বন্ধুদের সাথে কেনাকাটা উপভোগ করি – I enjoy shopping with friends.
- আমরা দীর্ঘদিন পর পরস্পরকে দেখতে উপভোগ করেছি – We enjoyed seeing each other after a long time.
- আমি ফোনটি কেনার কথা বিবেচনা করেছি – I have considered buying that phone.
- রহিমা গান গাওয়া উপভোগ করে – Rahima enjoys singing.
- আমি আমার মায়ের সাথে রান্না উপভোগ করি – I enjoy cooking with my mom.
- আমরা উত্তর লেখা শুরু করলাম – We started writing answers.
-Rule:
By, without ও অন্য সকল preposition-এর পর যদি কোন verb জাতীয় word ব্যবহারের প্রয়োজন হয়, তবে সে ক্ষেত্রে gerund ব্যবহার করতে হয়।
Example:
- সুষম খাদ্য খেয়ে তুমি ভালভাবে বাঁচতে পারো – You can live well by eating a balanced diet.
- সুষম খাদ্য না খেয়ে তুমি ভালভাবে বাঁচতে পারো না – You can’t live well without eating balanced diet
- কৌতুহলী হয়ে সে অনেক কিছু জানতে পারে – By being curious, he can learn many things.
- কৌতুহলী না হয়ে সে অনেক কিছু জানতে পারে না – Without being curious, he cannot learn many things.
- দুধ পান করে তুমি ভিটামিন পেতে পারো – You can get vitamins by drinking milk.
- বারবার চেষ্টা না করে তুমি সাফল্যের আশা করতে পারো না – You cannot expect success without trying again and again.
- পড়ার প্রতি আমার ভালবাসা শৈশব থেকেই ছিল – My love for reading was from childhood.
- ছয় ঘন্টা পড়াশোনা করার পরে, আমরা একটি বিরতি নিয়েছিলাম – After studying for six hours, we took a break.
- মুখ না খুলে তুমি কি হাঁচি দিতে পারো? – Can you sneeze without opening your mouth?
- সে পেইন্টিং এ ভাল – He is good at painting.
- আমরা সারা রাত গাড়ি চালিয়ে কলকাতা পৌঁছেছি – We arrived in Kolkata after driving all night.
- জনসমক্ষে কথা বলতে তিনি খুব একটা ভাল নন – He’s not very good at speaking in public.
- সত্য কথা বলে তুমি বিশ্বাস অর্জন করতে পারো – You can gain faith by speaking the truth.
- স্বাস্থ্যবিধি পালন করে তুমি স্বাস্থ্য রক্ষা করতে পারো – You can protect your health by following hygiene rules.
- হাঁস-মুরগী পালন করে আমরা ডিম ও মাংশ পেতে পারি – By raising chickens we can get eggs and meat.
- সে গ্রাম ছেড়ে যাওয়ার জন্য পীড়াপীড়ি করলো – He insisted on leaving the village.