Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
ইংরেজি ভাষার অনেক শব্দের মতো, ‘very’ শব্দটির রয়েছে ডাবল বা দুটি কাজ। প্রসঙ্গের উপর নির্ভর করে এটি একটি adverb এবং কখন কখন noun-এর আগে adjective হিসাবে ব্যবহৃত হয়। The use of the word ‘very’ lesson-এ আমরা জানবো কিভাবে ‘very’ শব্দটি adverb এবং adjective হিসাবে ব্যবহার করা হয়।
প্রাথমিকভাবে জেনে রাখি যে, ‘very’ শব্দটি যখন adverb হিসাবে ব্যবহৃত হয়, তখন বাংলাতে ‘very’-এর অর্থ হয় ‘খুব’ বা ‘অনেক’ বা ’অত্যন্ত’। যেমন: He walks very quickly. – সে খুব দ্রুত হাঁটে, অথবা, সে অনেক দ্রুত হাঁটে, অথবা, সে অত্যন্ত দ্রুত হাঁটে।
আর ‘very’ শব্দটি যখন adjective হিসাবে ব্যবহৃত হয়, তখন বাংলাতে ‘very’-এর অর্থ হয় ‘ঠিক’। যেমন: That very man helped me yesterday. – ঠিক সেই মানুষটি আমাকে গতকাল সাহায্য করেছিল।
’Very’ শব্দটির adverb হিসাবে ব্যবহার:
1. Adjective, determiner, verb, বা বাক্যের অন্য কোন adverb-এর বিষয়ে অতিরিক্ত বা ‘খুব’ বা ‘অনেক’ বা ‘অত্যন্ত’ বুঝানোর জন্য very’ শব্দটি ব্যবহৃত হয়। গঠন প্রনালী: very + determiner / adjective / verb / adverb. অর্থাৎ very শব্দটি determiner / adjective / verb / adverb-এর আগে বসে।
Example:
- Very few students passed the examination. [এখানে ’few’ শব্দটি determiner আর very শব্দটি ’few’-এর আগে ব্যবহৃত হয়েছে]।
- You are a very clever boy, I see. [এখানে ’a’ শব্দটি determiner আর very শব্দটি ’a’-এর আগে ব্যবহৃত হয়েছে]।
- I have very little information on that matter. – এই বিষয়ে আমার কাছে খুব কম তথ্য আছে।
- The scenery is very charming. – দৃশ্য খুব মনোমুগ্ধকর।
- Thank you very much. – তোমাকে অনেক ধন্যবাদ।
- I am not very happy. – আমি খুব খুশি নই।
- He has not acted very intelligently. – সে খুব বুদ্ধিমানের ন্যায় কাজ করেনি।
- I’m very thankful for what you did for me. – আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি খুব কৃতজ্ঞ।
- Things could have been very different. – জিনিসগুলি খুব আলাদা হতে পারত।
- Bangladesh has a very good reputation for producing high quality rice. – উন্নতমানের ধান উৎপাদনে বাংলাদেশের বেশ সুনাম রয়েছে।
- This is the very important part of our digital marketing. – এটি আমাদের ডিজিটাল মার্কেটিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
- He has a very small income to support his family. – তার পরিবারের ভরণপোষণের জন্য তার খুব সামান্য আয় আছে।
- He finished the work very quickly. – তিনি খুব দ্রুত কাজ শেষ করলেন।
- Do you love it? Yeah, I do very much. – তুমি কি ইহা পছন্দ করো? হ্যাঁ, আমি খুব বেশি করি।
- I usually don’t drive my car very fast. – আমি সাধারণত আমার গাড়ি খুব দ্রুত চালাই না।
- The cricket players are still very young. – ক্রিকেট খেলোয়াড়রা এখনো অনেক ছোট।
- This is a very popular story in our country. – এটি আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি গল্প।
- In our locality he is a very happy man. – আমাদের এলাকায় তিনি খুবই সুখী মানুষ।
- After finishing his education, he got a very good job. – লেখাপড়া শেষ করার পর সে খুব ভালো চাকরি পেয়েছে।
- They were obviously very pleased with their exam result. – তারা স্পষ্টতই তাদের পরীক্ষার ফলাফলে খুব সন্তুষ্ট ছিল।
2. যে সকল superlative adjective —est দ্বারা শেষ হয় (first, last, next, best এবং worst-সহ) সে সকল superlative adjective-এর আগে ’very’ ব্যবহার করা যায়।
Example:
- I want the very best quality product for my business. – আমি আমার ব্যবসার জন্য খুব ভালো মানের পণ্য চাই।
- Try to be there by seven at the very latest. – সর্বশেষ সাতটার মধ্যে সেখানে থাকার চেষ্টা করো।
- That was the very worst time for me in my life. – এটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।
- Rahim is the very oldest student in the class. – রহিম ক্লাসের খুব বয়স্ক ছাত্র।
- This is the very best book I have ever read in my life. – এটি আমার জীবনে পড়া সবচেয়ে ভাল বই।
- This is the very lowest price for this car. – এই গাড়ির জন্য এটি সবচেয়ে কম দাম।
- This is your very last chance to pass the examination. – পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার এটাই তোমার শেষ সুযোগ।
- He is the very best boy in the class. – সে ক্লাসের খুব ভালো ছেলে।
3. বাক্যে কোন adjective ও adverb-এর বিষয়ে negative comment করার প্রয়োজন বোধ করলে, তখন আমরা ’not very’ ব্যবহার করতে পারি।
Example:
- I am not very impressed with his exam result. – আমি তার পরীক্ষার ফলাফলে খুব বেশি মুগ্ধ নই।
- I am not very good at mathematics. – আমি গণিতে খুব ভাল নই।
- Practically it is not used very much. – ব্যবহারিকভাবে এটি খুব বেশি ব্যবহৃত হয় না।
- ‘How well do you know him?’ ‘Not very‘. – ‘তুমি তাকে কতটা ভালো করে চেনো?’ ‘বেশি না’।
- Rahim is usually not very sincere at his work. – রহিম সাধারণত তার কাজে খুব আন্তরিক হয় না।
’Very’ শব্দটির adjective হিসাবে ব্যবহার:
1. আমরা noun-এর পূর্বে very ব্যবহার করি জোর দিয়েএই বুঝানোর জন্য যে বিশেষ কোন ব্যক্তি বা বস্তু ’ঠিক’ ঐ রকম।
Example:
- Everybody says that he is the very student who stood first in the examination. – সবাই বলে যে সে ঠিক সেই ছাত্র, যে পরীক্ষায় প্রথম হয়েছে।
- He did the job of online teaching sitting at this very house. – ঠিক এই বাড়িতেই তিনি অনলাইনে শিক্ষাদানের কাজ করেছেন।
- Corona virus is the very problem which seems very difficult to handle. – করোনা ভাইরাস ঠিক সেই সমস্যা যা মোকাবেলা করা খুব কঠিন মনে হয়।
- Education is the very basis of getting happiness in our life. – শিক্ষা হচ্ছে ঠিক সেই ভিত্তি যা আমাদের জীবনে সুখ পাইয়ে দেয় ।
2. কিছু নির্দিষ্ট সাথে noun-এর very ব্যবহার করি যাতে নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময় বুঝাতে পারি।
Example:
- At the very back of my home, there was a big banyan tree. – আমার বাড়ির একেবারে পিছনে একটা বড় বটগাছ ছিল।
- I went to the very end of the book to read the final comment. – আমি চূড়ান্ত মন্তব্য পড়তে বইয়ের একেবারে শেষ প্রান্তে গিয়েছিলাম।
- In taking decision on the matter, I was completely wrong from the very beginning. – এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমি প্রথম থেকেই সম্পূর্ণ ভুল ছিলাম।
- Our country still do not have enough women employee at the very top level. – আমাদের দেশে এখনও খুব উপরের পর্যায়ে পর্যাপ্ত মহিলা চাকুরীজীবি / কর্মচারী নেই।
কখন ‘very’ ব্যবহার করা যায় না:
1. Comparative adjective-এর আগে ‘very’ ব্যবহৃত হয় না। তবে emphasis বা জোর দিয়ে বুঝানোর জন্য প্রয়োজন অনুসারে comparative degree-এর আগে much, very much, far, a lot, lots, rather, a little, a bit প্রভৃতির কোন একটি ব্যবহার করা যায়।
Example:
- New Delhi is very much bigger than Dhaka. – নয়াদিল্লি ঢাকার চেয়ে অনেক বড়।
- His class friend is much older than him. – তার ক্লাস বন্ধুৃ তার থেকে অনেক বড়।
- Rahim is far better than Arif at cricket. – রহিম ক্রিকেটে আরিফের চেয়ে অনেক ভালো।
- Chinese is much more difficult than English. – চাইনিজ ইংরেজির চেয়ে অনেক কঠিন।
- This problem would be a bit more difficult to solve. – এই সমস্যাটি সমাধান করা একটু বেশি কঠিন হবে।
2. যে সকল শব্দকে superlative adjective করার জন্য ‘most’ শব্দ প্রয়োজন হয়, তাদের আগে ’very’ ব্যবহার করা যায় না। তবে এ সকল superlative adjective-কে emphasis দেওয়ার প্রয়োজন হলে তাদের আগে ’by far’ ব্যবহার করতে হয়।
Example:
- Spending time on Facebook is by far the most harmful activity for students. – ফেসবুকে সময় কাটানো শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ক্ষতিকর কার্যকলাপ।
- Arif is by far the most sincere boy of all boys in the class. – আরিফ ক্লাসের সব ছেলেদের মধ্যে সবচেয়ে আন্তরিক ছেলে।
3. সাধারনত: যে সকল adjective-এর comparative ও superlative degree হয় না, সে সকল adjective-এর আগে ’very’ ব্যবহৃত হয় না।
Example:
- The President was dead. [Not: The President was very dead].
- He is married. [Not: He is very married].