ইংরেজি গ্রামারে Verb-এর ‘Mood’ কী বা কাকে বলে, সে বিষয়ে কে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, গ্রামারের আরও অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তকটি পড়তে পারেন। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Mood of verbs: কোন কাজ কখন সংঘটিত হয়, তা দেখানোর জন্য প্রতিটি verb-এর যেমন tense আছে, তেমনি Sentence-এ বক্তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করার জন্য verb-এর Mood রয়েছে। কোন Sentence-এ verb যে ধরনে (manner) বা প্রকারে ব্যবহৃত হয়ে বক্তার দৃষ্টিভঙ্গি, মনোভাব বা অভিপ্রায়কে প্রকাশ করে, তাকেই verb-এর Mood বলে।
-Mood কত প্রকার:
Mood প্রধানত: তিন প্রকার।
- The Indicative Mood (ইঙ্গিতসূচক ভাব)
- The Imperative Mood (অনুজ্ঞাসূচক ভাব)
- The Subjunctive Mood (সংযোজক ভাব)
-1. The Indicative Mood:
যখন কোন verb কোন ঘটনার বিবরণ দিতে অথবা কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে ব্যবহৃত হয়, তখন তাকে Indicative Mood বলে। সাধারণত: assertive sentence ও Interrogative sentence-এর verb ই indicative mood এর হয়।
Example:
- Rahim stood first in the examination. -রহিম পরীক্ষায় প্রথম হয়েছে।
- He walks every day in the morning. – সে প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করে।
- Will he come tomorrow? -সে কি কাল আসবে?
- Do they believe in the benefits of exercise? – তারা কি ব্যায়ামের উপকারিতা বিশ্বাস করে?
উপরের উদাহরণগুলির প্রথম দুটি ব্যাক্যের মধ্যে প্রথম বাক্যের verb ‘stood’ এবং দ্বিতীয় বাক্যের verb ‘walks’ দ্বারা দুটি কোন ঘটনা বা বিষয়ের বর্ণনা দিতে ব্যবহৃত হয়েছে। পরের দুটি বাক্যে ‘will come’ ‘do believe’ verb দুটি প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে। একারনেই এই verb গুলি Indicative Mood-এর verb.
-2. The Imperative Mood:
কোন verb আদেশ (command), উপদেশ (advice), অনুরোধ (request, প্রার্থনা (prayer), প্রস্তাব (proposal) প্রভৃতি বুঝানোর জন্য ব্যবহৃত হলে, তখন তাকে Imperative Mood বলে। সাধারণত: Imperative sentence এর verb ই imperative mood-এর হয়।
Imperative mood-এর ব্যবহার:
Imperative mood Present Tense-এ ব্যবহৃত হয় এবং Second Person-এ কর্তা ‘You’ উহ্য থাকে। First person ও Third person-এ Imperative mood-এর বাক্য লিখতে হলে sentence-এর প্রথমে let বসাতে হয়।
Example:
- Answer my question. – আমার প্রশ্নের উওর দাও। (Command)
- Read attentively. – মনোযোগ দিয়ে পড়ো। (Advice)
- Please help me with some money. – আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। (Request)
- Bless me, my God. – আমাকে আশীর্বাদ করুন, আমার ঈশ্বর। (Prayer)
- Let us have some drink. – চলো আমরা কিছু পান করি। (Proposal)
- Let him do it. – তাকে এটা করতে দাও। (Proposal)
- Let him write a letter. – তাকে একটি চিঠি লিখতে দাও। (Proposal)
-3. The Subjunctive Mood:
কোন verb শর্ত, অনুমান, উদ্দেশ্য, ইচ্ছা প্রভৃতি বুঝানোর জন্য ব্যবহৃত হলে, তখন তাকে Subjunctive Mood বলে।
-Present Subjunctive mood-এর ব্যবহার:
- Subjunctive mood-এ Present tense-এ ব্যবহৃত হলে verb-এর subject third person singular number হলেও উক্ত verb-এর সাথে ‘s’ বা ‘es’ যুক্ত হয় না।
- Subjunctive mood-এ Present tense-এ ’be’ verb সাধারণত: ‘be’ রুপ (form)-এ ব্যবহৃত হয়। কিন্তু কাল্পনিক ইচ্ছা প্রকাশ করার জন্য করার জন্য ‘be’-এর রুপ (form) were হয়। অন্যান্য verb-ও past রুপ (form)-এ ব্যবহৃত হয়।
- Subjunctive mood-এ Present tense-এ ‘wish’ verb-এর পরে বাস্তব অবস্থার বিপরীত অবস্থা বুঝাতে be verb-এর জন্য ‘were’ এবং অন্যান্য verb-এর Past tense হয়।
Example:
- I suggest he read attentively. – আমি তাকে মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দিই।
- If it be a lie, punish me. – যদি মিথ্যা হয়, আমাকে শাস্তি দিন।
- If he be dishonest, he will suffer. – অসৎ হলে সে কষ্ট পাবে।
- If I were a bird, I would fly in the sky. – আমি পাখি হলে আকাশে উড়তাম।
- I wish I were a bird. – আমি যদি পাখি হতাম।
- I wish I sang. – আমি যদি গান গাইতাম।
- If he studied hard, he would have passed the examination. – সে কষ্ট করে লেখাপড়া করলে পরীক্ষায় উত্তীর্ণ হতো।
-Past Subjunctive mood-এর ব্যবহার:
- Subjunctive mood-এ Past tense-এ বা অতীতকালের কোন কথা বলার জন্য ’be’ verb ব্যবহার করতে হয় এবং সে ’be’ verb-টির রুপ হবে past perfect অর্থাৎ ‘had been’. অন্যান্য verb গুলিও past perfect tense-এ ব্যবহৃত হয়।
- Subjunctive mood-এ Past tense-এ ‘wished’ verb-এর পরে বাস্তব অবস্থার বিপরীত অবস্থা বুঝাতে verb-এর Past perfect tense হয়।
Example:
- If I had been a bird, I would have flown in the sky. -আমি যদি পাখি হতাম তবে আকাশে উড়ে যেতাম।
- If he had studied hard, he would have passed the examination. – সে কষ্ট করে লেখাপড়া করলে পরীক্ষায় উত্তীর্ণ হতো।
- I wished I had sung. – আমি যদি গান গাইতাম.
Conclusion: