Warning:
Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।
Copyright Registration Number: CRL – 30202
আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য, সর্বোপরি আমার সংগে ইংরেজি শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

Introduction:
Few a few ও the few হচ্ছে determiner. এগুলোকে কোন Noun শব্দের পূর্বে ব্যবহার করা হয় Noun-এর সংখ্যা বুঝাতে। Little a little ও the little-ও হচ্ছে determiner. এগুলোকেও কোন Noun শব্দের পূর্বে ব্যবহার করা হয়, Noun-এর সংখ্যা ও পরিমান বুঝানোর জন্য। তাহলে আমরা জেনে নেই এ শব্দগুলিকে বাক্যে ব্যবহার করে কিভাবে সংখ্যা ও পরিমান প্রকাশ করা যায়।
1. – Few, a few ও the few-এর অর্থ ও ব্যবহার:
Few, a few ও the few-এর সবার অর্থ সাধারণভাবে ‘অল্প সংখ্যক’ বা ‘কম সংখ্যক’। এদের অর্থ ‘অল্প সংখ্যক’ বা ‘কম সংখ্যক’ হলেও তাদের একে অপরের মধ্যে পার্থক্য কম নয়। তাই, এরা বাক্যে কিভাবে ব্যবহৃত হয়, এবং কি বুঝাতে ব্যবহৃত হয়, সে বিষয়ে জেনে নেই ।
(a) Few শব্দের অর্থ ’খুবই কম সংখ্যক’ (ব্যক্তি, বস্তু বা অন্য কোন কিছু, যা সংখ্যায় গণনা করা যায়)। পক্ষান্তরে, ‘a few’-এর অর্থ ’অনির্দিষ্ট কিছু সংখ্যক’ (ব্যক্তি, বস্তু বা অন্য কোন কিছু, যা সংখ্যায় গণনা করা যায়)।
Example:
- He has few friends= তার প্রায় নাই বললেই চলে এমন কয়জন বন্ধু আছে।
- He made few mistakes this time= এবার সে বেশী ভূল করে নাই।
(b) Few হচ্ছে মূলত: Semi-negative বা আধা না-বাচক শব্দ। Few দ্বারা ‘কম সংখ্যক’ বুঝিয়ে মূলত: few-কে না-বোধক অর্থে ব্যবহৃত করা হয়। পক্ষান্তরে, ‘a few’ হচ্ছে Positive শব্দ হা-বোধক শব্দ, তাই ‘a few’-কে হা-বোধক অর্থে ব্যবহৃত করা হয়। ’Few’ দ্বারা যা বুঝানো হয়, ‘a few’ দ্বারা তার চেয়ে বেশী বুঝানো হয়।
Example:
- Few people knew that he was ill. – খুব কম লোকই জানত যে, সে অসুস্থ, অর্থাৎ প্রায় কেউ জানতো না বা যে সংখ্যক লোক জানার দরকার ছিল, সে সংখ্যক লোক জানতো না যে সে অসুস্থ।
- It will take few minutes to go there. – সেখানে যেতে কয়েক মিনিট সময় লাগবে, অর্থাৎ খুবই কম সময় লাগবে (যা ধর্তব্যের মধ্যে নয়)।
A few years ago, we took a family trip to Cox’s Bazar. – কয়েক বছর আগে আমরা কক্সবাজারে পারিবারিক ভ্রমণে গিয়েছিলাম ।
(c). Few-এর পূর্বে ’very’ ব্যবহার করা যায় কিন্তু ‘a few’-এর পূর্বে only ব্যবহৃত হয়। এক্ষেত্রে ‘ a few’-এর পূর্বে only ব্যবহৃত হলে না-বোধক ধারনা প্রকাশ করে।
Example:
- He has very few friends. – তার খুব কম বন্ধু আছে। নাই বললেই চলে।
- The village is very small. There are only a few houses. – গ্রামটি খুব ছোট। এখানে শুধু কয়েকটি বাড়ি রয়েছে। বাড়ি প্রায় নাই বললেই চলে।
(d) A few-এর স্থলে Some + Plural noun ব্যবহার করা যায়, কিন্তু few-এর স্থলে বা পরিবর্তে Some + Plural noun ব্যবহার করা যায় না।
Example:
- I have a few English books. এই বাক্যকে আমরা লিখতে পারি: I have some English books.
- Give me a few hints to solve the question. এই বাক্যকে আমরা লিখতে পারি: Give me some hints to solve the question.
(e). The few দ্বারা ’নির্দিষ্ট কিছু সংখ্যক’ বুঝায়। এখানে few-এর পূর্বে ‘the’ ব্যবহৃত হয়ে তা অনেকটা Definite article-এর ন্যায় কাজ করছে এবং তা ’নির্দিষ্ট কিছু সংখ্যক’ বুঝাচ্ছে। তাই few-এর পূর্বে তখনই ‘the’ ব্যবহার করবো যখন নির্দিস্ট সংখ্যক বুঝাতে চাইবো।
Example:
- The few friends he has are all very poor= তার যে কয়েকটা বন্ধু রয়েছে তারা সবাই খুব দরিদ্র।
Few, a few the few-এর ব্যবহার বিষয়ে সংক্ষেপে বলা যায় যে:
- Few – অর্থ ‘বেশী সংখ্যক নয়’ (না-বোধক বুঝায়)।
- A few – অর্থ ‘অনির্দিষ্ট কিছু সংখ্যক’ (হা-বোধক বুঝায়)।
- The few – অর্থ ’নির্দিষ্ট সংখ্যক’।
2. – Little, a little ও the the little-এর অর্থ ও ব্যবহার:
Little, a little ও the the little-এর সবার অর্থ সাধারণভাবে ‘অল্প পরিমান’ বা ‘কম পরিমান’। এদের অর্থ ‘অল্প পরিমান’ বা ‘কম পরিমান’ হলেও তাদের একে অপরের মধ্যে পার্থক্য কম নয়। তাই, আমরা জেনে নেই এরা বাক্যে কিভাবে ব্যবহৃত হয়, এবং কি বুঝাতে ব্যবহৃত হয়।
(a). Little শব্দের অর্থ ’খুবই কম পরিমান’ (বস্তু বা অন্য কোন কিছু, যা গণনা করা যায় না)। পক্ষান্তরে, ‘a little’-এর অর্থ ’কিছু পরিমান’ (বস্তু বা অন্য কোন কিছু, যা গণনা করা যায় না)।
Example:
- We have got little time.3 – আমরা খুব কম সময় পেয়েছি। সময় পাই নাই বললেই চলে।
- I have little money. – আমার অল্প অর্থ আছে: অর্থাৎ আমার কাছে খুব কম টাকা আছে, এমন পরিমান টাকা আছে, যাকে বলা যায়, প্রায় কিছুই নেই।
- He took little milk in his tea. – সে তার চায়ে একটু দুধ নিল। (খুব অল্প পরিমান)।
- This rich man had little concern for the poor. – এই ধনী লোকটির দরিদ্রদের জন্য অল্প চিন্তা ছিল। (খুব অল্প পরিমান)।
- There is a little water in the bottle. বোতলে একটু জল আছে। (খুব অল্প, তবে কিছু পরিমান)।
- I speak a little English. – আমি সামান্য ইংরেজি বলতে পারি। (অর্থাৎ কিছু হলেও ইংরেজি বলতে পারি)।
- Give me a little time to finish this job . – এই কাজটি শেষ করার জন্য আমাকে একটু সময় দিন।
- A little knowledge is a dangerous thing. – অল্প জ্ঞান বিপদজনক জিনিস। (অর্থাৎ কিছু পরিমান জ্ঞান)
(b). Little হচ্ছে মূলত: Semi-negative বা আধা না-বাচক শব্দ। Little দ্বারা ‘কম পরিমান’ বুঝিয়ে মূলত: little-কে না-বোধক অর্থে ব্যবহৃত করা হয়। পক্ষান্তরে,’a little’ হচ্ছে Positive শব্দ, তাই ‘a little’-কে হা-বোধক অর্থে ব্যবহৃত করা হয়। ‘little’ দ্বারা যা বুঝানো হয়, ‘a little’ দ্বারা তার চেয়ে বেশী বুঝানো হয়।
Example:
- We have little time to go there. – আমাদের সেখানে যাওয়ার খুব কম সময় আছে। (অর্থাৎ সময় নাই বললেই চলে।।
- He saves a little money every month. – তিনি প্রতি মাসে কিছুটা অর্থ সাশ্রয় করেন। – Hurry up! we have got a little time to go there = তারাতারি কর! আমরা সেখানে যেতে একটু সময় পেয়েছি।
- – It will take little time to go there= সেখানে যেতে কয়েক মিনিট সময় লাগবে, অর্থাৎ খুবই কম সময় লাগবে (যা ধর্তব্যের মধ্যে নয়)।
(c). Little-এর পূর্বে ’very‘ ব্যবহার করা যায়, ‘a little’-এর পূর্বে only‘ ব্যবহৃত হয়। এক্ষেত্রে ‘a little’-এর পূর্বে only ব্যবহৃত হলে না-বোধক ধারনা প্রকাশ করে।
Example:
- I speak very little English. – আমি খুব অল্প ইংরিজি বলতে পারি। (অর্থাৎ আমি প্রায় ইংরেজি বলতে পারি না)।
(d). A little-এর স্থলে Some + Uncountable noun ব্যবহার করা যায়, কিন্তু little-এর স্থলে বা পরিবর্তে Some + Uncountable noun ব্যবহার করা যায় না।
Example:
- Give me a little time to finish this job. – Give me some time to finish this job.
- I need a little sugar in this cream. – I need some sugar in this cream some sugar
(e). The little দ্বারা ’কম’ কিন্তু ’নির্দিষ্ট পরিমান’ বুঝায়। এখানে little-এর পূর্বে ‘the’ ব্যবহৃত হয়ে তা Definite article-এর ন্যায় কাজ করছে এবং তা ’নির্দিষ্ট কিছু পরিমান’ বুঝাচ্ছে। তাই little-এর পূর্বে তখনই ‘the’ ব্যবহার করবো যখন ’নির্দিষ্ট পরিমান’ বুঝাতে চাই।
Example:
- It makes me happy when you do the little things for me. – তুমি যখন আমার জন্য ছোট কাজগুলি করো তখন তা আমাকে আনন্দিত করে।
Little, a little ওthe little-এর ব্যবহার বিষয়ে সংক্ষেপে বলা যায় যে:
- Little – অর্থ ‘বেশী পরিমান নয়’ (না-বোধক বুঝায়)। যেমন: I have little money. – I have no money at all. আমার কাছে টাকা নাই বললেই চলে।
- A little= অর্থ ‘কম পরিমান’ (হা-বোধক বুঝায়)। যেমন: I have a little money. = I have some money. আমার কাছে অল্প কিছু টাকা আছে।
- The little= অর্থ ‘কম’, কিন্তু নির্দিষ্ট পরিমান। যেমন: The little money I gave him was a great help for him. – The specific amount of money I gave him was a great for him. নির্দিষ্ট পরিমান অর্থ, যা আমি তাকে দিয়েছিলাম।
That’s it for today and thanks for learning with me.
Rezaul Karim
English teacher, content writer and tech enthusiast.