Uses of ‘Much’ and ‘Many’.

Introduction:

Uses of ‘Much and Many;:আমাদের আজকের  আলোচনা বাক্যে much এবং many-এর ব্যবহার বিষয়ে। Much ও  many হচ্ছে determiner.  বাংলাতে এই দুটি শব্দের অর্থ  ‘অনেক বা বেশী’। কিন্তু  ইংরেজি বাক্যে এই দুটি শব্দের ব্যবহার পৃথক। এই   Lesson-টি পড়া ও বুঝার পর খুব ভালভাবে Much and  many ব্যবহার করা যাবে।

কখন Much এবং কখন  Many ব্যবহার করব: (When to use ‘much and many’)

1. Much অর্থ বেশী পরিমান বা অধিক পরিমান। কোন noun-এর পরিমান বুঝাতে noun-এর  পুর্বে Much  (much + uncountable noun) ব্যবহৃত হয়।  

Example:

  • I don’t have much money. – আমার বেশি টাকা নেই [money হচ্ছে uncountable noun, তার পূর্বে much ব্যবহৃত হয়েছে ]।
  • They didn’t have much time to meet me. – আমার সাথে দেখা করার জন্য তাদের খুব বেশি সময় ছিল না [time হচ্ছে uncountable noun, তার পূর্বে much ব্যবহৃত হয়েছে ]।
  • They didn’t earn much profit this month. – তারা এ মাসে খুব বেশি লাভ করেনি [profit হচ্ছে uncountable noun, তার পূর্বে much ব্যবহৃত হয়েছে ]।
  • This doesn’t need much milk. – এর জন্য খুব বেশি দুধের দরকার নেই [milk হচ্ছে uncountable noun, তার পূর্বে much ব্যবহৃত হয়েছে ]।

পক্ষান্তরে, Many-এর অর্থ অনেক বা বহু সংখ্যক।  কোন noun-এর সংখ্যা বুঝাতে  countable noun-এর পূর্বে Many (many + countable noun) ব্যবহৃত হয়।  

Example:

  • Rahim doesn’t have many friends. –  রহিমের অনেক বন্ধু নাই [ friends হচ্ছে countable noun, তার পূর্বে many ব্যবহৃত হয়েছে ]।
  • There aren’t many students in the class. – ক্লাসে অনেক ছাত্র নাই  [students  হচ্ছে countable noun, তার পূর্বে many ব্যবহৃত হয়েছে ]।
  • I don’t have many books to read. – আমার  পড়ার অনেক বই নাই [ books  হচ্ছে countable noun, তার পূর্বে many ব্যবহৃত হয়েছে]।
  • I didn’t see many people there. – আমি সেখানে অনেক লোককে দেখি নাই [ people  হচ্ছে countable noun, তার পূর্বে many ব্যবহৃত হয়েছে]।

2. ‍ Spoken English-এ much এবং many সাধারনত:  না-বোধক ও প্রশ্নবোধক বাক্যে ব্যবহৃত হয়।

  • How much money have you got? – তুমি কত টাকা পেয়েছ?
  • How much milk is in the refrigerator? – ফ্রিজে কি পরিমান দুধ আছে?
  • How much time does it take to go to your school from here? – এখান থেকে স্কুলে যেতে তোমার কত সময় লাগে?
  • How much sugar would you like in your tea? – তোমার চায়ের মধ্যে কতটুকু চিনি চাও বা নেবে?
  • How many bananas do you want? – তুমি কয়টি কলা চাও?
  • Rahim doesn’t have many friends. – রহিমের অনেক বন্ধু নেই।
  • How many days are there in February? – ফেব্রুয়ারি মাস কত দিনে হয়?
  • How many people work in your company? – আপনার সংস্থায় কয়জন লোক কাজ করে?
  • How many friends do you have? – তোমার কত জন বন্ধু আছে?
  • How many students are in the class right now? – ক্লাসে এখন কতজন শিক্ষার্থী আছে?

3. তবে  Written English-এ  হাঁ-বোধক বাক্যে much এবং many-এর প্রচুর ব্যবহার লক্ষ্য করা যায়।

  • There has been much debate about the government’s new policy on terrorism. – সন্ত্রাসবাদ সম্পর্কে সরকারের নতুন নীতি নিয়ে অনেক বিতর্ক হয়েছে।
  • There were many articles about the effects of the korona virus on us. –  সেখানে আমাদের উপর করোনার ভাইরাসের প্রভাব সম্পর্কে অনেক নিবন্ধ ছিল।

4. এছাড়াও   too, so,  এবং as-এর সাথে  হাঁ-বোধক বাক্যে much এবং many ব্যবহৃত হয়। 

‘Too much / too many’ ব্যবহার করা হয় ‘প্রয়োজনের চেয়ে বেশী’ বুঝানোর জন্য। 

Example:

  • I bought too much fruit at the market. – আমি বাজারে খুব বেশি ফল কিনেছি।
  • I drank too much milk. – আমি খুব বেশি দুধ পান করলাম।
  • There are too many patients in the waiting room. – ‘ওয়েটিং রুমে অনেক রোগী আছে।

কোন কিছুর আধিক্যকে জোড় ( emphasis ) দিয়ে বুঝানোর জন্য  ‘So much / so many’ ব্যবহার করা হয়।  

Example:

  • Faruk has so much money at the moment. – এই মুহুর্তে ফারুকের অনেক টাকা আছে।
  • Rahim has so many friends. – রহিমের অনেক বন্ধু আছে।

‘As much as’ বা  ‘as many as’ ব্যবহৃত হয় কোন তুলনা প্রকাশ করার জন্য বা কোন কিছু সমান বা একই (same) বুঝানোর জন্য। 

Example:

  • Rahim makes as much money as Faruk. –  রহিম উপার্জন করে তত টাকা যত টাকা ফারুক উপার্জন করে। অর্থাৎ রহিম ফারুকের মতোই টাকা উপার্জন করে।
  • There are as many girl students here as there are in Rajshahi. – এখানে তত সংখ্যক ছাত্রী রয়েছে, যত সংখ্যক ছাত্রী  রাজশাহীতে  রয়েছে।

5. যদি much এবং many কোন articles (a/an, the), demonstratives (this, that), possessives (my, your) অথবা pronouns (him, them)-এর পূর্বে ব্যবহৃত হয়, তখন much এবং many-এর পর of (much of / many of ) বসে। 

Example:

  • How much of this book have you read? –  তুমি এই বইয়ের কতটাবা কতটুকু পড়েছো?
  • How many of them have passed the examination? – তাদের মধ্যে কতজন পরীক্ষায় পাস করেছে
  • How many of them are under the age of 20? –  তাদের মধ্যে কতজন 20 বছরের কম বয়সী?
  • I have read much of the book. – আমি বইটি অনেকটুকু পড়েছি।
  • He spent much of his life in Dhaka. – জীবনের বেশিরভাগ সময় তিনি ঢাকায় কাটিয়েছেন।
  • Unfortunately, not  of the photographers were there. – দুর্ভাগ্যক্রমে, বইগুলির বেশি সংখ্যক বই সেখানে ছিল না।
  • How many of the students can dance, sing and act?. – কতজন শিক্ষার্থী নাচতে পারে, গান করতে পারে এবং অভিনয় করতে পারে ?.

নিম্নে ছকের মাধ্যমে Much ও Many-এর প্রধান ব্যবহারগুলি দেখানো হলো:

Much Many
Uncountable noun-এর পূর্বে ব্যবহৃত হয়। Plural countable noun-এর পূর্বে ব্যবহৃত হয়।
সাধারনত: প্রশ্নবোধক ও না-বোধক বাক্যে ব্যবহৃত হয়। সাধারনত: প্রশ্নবোধক ও না-বোধক বাক্যে ব্যবহৃত হয়।
Positive statement বা হা-বোধক বাক্যে মাঝে মাঝে so, as ও too-এর সাথে ব্যবহৃত হয়। Positive statement বা হা-বোধক বাক্যে মাঝে মাঝে so, as ও too-এর সাথে ব্যবহৃত হয়।
যদি articles, demonstratives, possessives অথবা  pronouns- এরপূর্বে  ইহা  ব্যবহৃত হয়, তখন এর সাথে ‘of’ যুক্ত করতে হয়। যদি articles, demonstratives, possessives অথবা  pronouns- এরপূর্বে  ইহা  ব্যবহৃত হয়, তখন এর সাথে ‘of’ যুক্ত করতে হয়।

এখন দেখব ’অনেক বা অধিক’ (Much and Many) বুঝাতে ইংরেজি বাক্য লিখতে আমরা যে ভূলগুলো করি:

  1. He is very much handsome. এই বাক্যে much-এর সঠিক ব্যবহার হয়নি। সঠিক বাক্য হবে: He is very handsome. – তিনি খুব সুদর্শন।
  2. He is very better today.  এই বাক্যে very better সঠিক নয়। সঠিক বাক্য হবে:  She is much better today. OR: She is very much better today. – সে আজ অনেক ভালো বা তিনি আজ অনেক বেশি ভাল আছেন।
  3. Rahim is very older than Faruk. এই বাক্যে very older সঠিক নয়। সঠিক বাক্য হবে:   Rahim is much older than Faruk.
  4. You are much handsome. এই বাক্যে much handsome সঠিক নয়। সঠিক বাক্য হবে: You are very handsome.
  5. She looks very older than her sister. এই বাক্যে very older সঠিক নয়। সঠিক বাক্য হবে:  She looks much older than her sister.
  6. French is very more difficult than Spanish. এই বাক্যে very more difficult সঠিক নয়। সঠিক বাক্য হবে: French is much more difficult than Spanish.

‘Much and Many’-এর ব্যবহার  বিষয়ে গুরুত্বপূর্ণ Grammar rules:

1. Comparative adjectives-এর পূর্বে ‘very’ ব্যবহৃত হয় না। ‘Very’-এর পরিবর্তে আমরা much, far, very much, a lot, lots, rather, a little, a bit ইত্যাদি ব্যবহার করতে পারি।

2. Positive adjectiveএর পূর্বে ‘much’ ব্যবহৃত হয় না। ‘Much’-এর পরিবর্তে ‘very’ ব্যবহৃত হয়। যেমন: আমরা বলতে পারব না: Rahim is much intelligent. এর পরিবর্তে বলতে হবে: Rahim is very intelligent. 

These are all about the uses of the words ‘much and many’.

 

 

 
 
  •  

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has One Comment

  1. Fayez Rana

    Assalamu alaikum,
    Nice presentation….

Leave a Reply