What is a Clause? Types of Clause

Warning:

Learn English with Rezaul-এর content গুলো copyright দ্বারা সর্বসত্ত্ব সংরক্ষিত।

Copyright Registration Number: CRL – 30202

What is a Clause?

যে শব্দ সমষ্টির মধ্যে একটি subject ও finite verb থাকে এবং যা একটি অর্থবোধক বাক্য কিম্বা বাক্যাংশ গঠন করে, তাকেই  clause বলে।

Example:

  • Rahim is a good boy.

এই sentence-এ একটি ‍ subject (=Rahim) ও একটি  finite verb (=is) রয়েছে, এবং sentence-টি একটি  meaningful sentence. তাই, এই sentence-টি  একটি clause দ্বারা গঠিত একটি sentence.

  • I know that Rahim is a good boy.

এই বাক্যে দুুটি subject (=I এবং Rahim) এবং দুটি finite verb (=know  এবং is)  রয়েছে, এবং sentence-টি একটি  meaningful sentence. তাই, এই sentence-টি  দুটি clause দ্বারা গঠিত একটি sentence.

Note: একটি sentence-এ যে সংখ্যক finite verb থাকে, ঠিক ততটি clause থাকে।

Types of Clause:

Clause দুই প্রকার, যথা:

  1. Independent বা Main বা Principal clause
  2. Dependent বা Subordinate clause

1. – Independent বা Main বা Principal clause:

যে clause বাক্যে অন্য কোন clause-এর সাথে যুক্ত হলেও স্বাধীনভাবে নিজ অর্থ  পূর্ণভাবে প্রকাশ করতে পারে, তাকে Independent বা Main বা Principal clause বলে।

Example:

  • I know the boy.
  • He is writing a letter.
  • They went there.

এই sentence-গুলিতে একটি subject এবং একটি করে finite verb আছে, এবং sentence গুলি নিজেই পূর্ণভবে তাদের অর্থ প্রকাশ করছে, তাই এ sentence গুলি এক একটি Independent clause ও এক একটি পূর্ণ বাক্য।

একের অধিক Independent clause অনেক সময় coordinating conjunction দ্বারা যুক্ত থাকে।  Coordinating conjunction গুলো হচ্ছে: and, or, but, for, nor, so, yet প্রভৃতি। Coordinating conjunction-এর আগে একটি কমা (,) ব্যবহার করতে হয়।

Example:

  • Rahim was reading, but his brother was sleeping.

এই sentence-টিতে দুটি clause রয়েছে। Rahim was reading  এবং his brother was sleeping. এই clause দুটি ‘but’ conjunction দ্বারা যুক্ত হয়েছে। অধিকন্ত, এই clause দুটির প্রত্যেকটিই স্বাধীনভাবে নিজ নিজ অর্থ পূর্ণভাবে প্রকাশ করছে। তাই এ দুটি clause-ই Independent clause.

2. – Dependent or Subordinate Clause:

যে clause তার পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য  Main বা Independent clause-এর উপর নির্ভরশীল, তাকেই Subordinate clause বলে।

Example:

  • I know when he will come.

এই বাক্যটিতে দুটি ‍subject এবং দুটি finite verb আছে। তাই এটি দুই clause-এর একটি বাক্য। এই দুই clause-এর মধ্যে ’I know’ হচ্ছে main বা independent clause এবং ’when he will come’ হচ্ছে subordinate clause.

Subordinate clause যেমন main  বা independent clause-এর উপর নির্ভরশীল হয়ে থাকে,  সেরুপ অন্য কোন subordinate clause-এর উপরও নির্ভরশীল হতে পারে।

Example:

He says that he has found the pen what I lost.

এই sentence-টিতে ’He says’ হলো main clause;    ‘that he has found the pen’ হচ্ছে একটি subordinate clause এবং ইহা main clause-এর উপর নির্ভরশীল। আর  ’which I lost’ হচ্ছে আরেকটি  subordinate clause এবং তা পূর্বের subordinate clause-এর উপর নির্ভরশীল।

Types of subordinate clause:

Subordinate clause তিন প্রকার। তারা হচ্ছে:

  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause

What is a Noun Clause?

Sentence-এ  noun বা  noun phrase-এর পরিবর্তে subject ও verb-সহ যে অর্থবোধক শব্দগুচ্ছ ব্যবহৃত হয়, তাকেই Noun clause বলে। Noun clause সাধারণত: that, who, what, where, when, how, why, if, whether প্রভৃতি subordinating conjunction দ্বারা শুরু হয়।

Example:

  • I know that he has passed the examination.
  • I do not know who came here yesterday.
  • I do not know what he said.
  • I do not know where he lives.
  • I do not know when he will come.
  • I do not know how he passed the examination.
  • I do not know why he came here.
  • I do not know if he will come.
  • I do not know whether he has passed the examination.

Noun Clause-কে চেনার উপায়:

Noun clause-কে চেনার প্রধান চারটি উপায়:

  • সম্পূর্ণ Noun clause কোন বাক্যের main clause-এর verb-এর subject হিসাবে ব্যবহৃত হলে তা Noun clause হবে।
  • সম্পূর্ণ Noun clause কোন বাক্যের main clause-এর verb-এর object হিসাবে ব্যবহৃত হলে তা Noun clause হবে।
  • সম্পূর্ণ Noun clause কোন বাক্যের main clause-এর linking verb-এর noun complement হিসাবে ব্যবহৃত হলে তা Noun clause হবে।
  • Main clause-এর preposition-এর পর যদি subordinate clause থাকে, তবে তা Noun clause হবে।

অন্য কথায়, কোন noun clause একটি বাকাংশে নিম্নরুপভাবে অবস্থান গ্রহণ করতে  পারে:

  • As a subject
  • As an object
  • As an object of a preposition
  • As a subject complement
  • As an object complement
  • As an appositive

Tips: এছাড়া Noun clause-এর স্থানে কোন নামবাচক শব্দ যেমন Rahim, কোন pronoun যেমন it, this, that অথবা ‍about Rahim  / about this প্রভৃতির কোন একটিকে noun clause-এর স্থানে বসালে যদি একটি অর্থপূর্ন sentence হয়, তবে সেই clause-টি নিশ্চিত noun clause হবে।

Example:

  • We hope that he will pass the examination. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টি  ‘hope’ verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে। এছাড়া এই noun clause-টির স্থানে ‘it বা this’ বসালেও একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • What he will do is uncertain. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টি  ‘is’ verb-এর subject হিসাবে ব্যবহৃত হয়েছে। এছাড়া এই noun clause-টির স্থানে ‘it বা this’ বসালেও একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • This is what you wanted. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টির স্থানে ’about Rahim’ বসালে একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • This is where I live. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টির স্থানে ’about Rahim’ বসালে একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • I am glad that you have come. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টির স্থানে ’about Rahim’ বসালে একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • It depends on how you behave. [এই বাক্যে preposition ‘ on’-এর পর subordinate clause বসেছে, তাই এটি noun clause. এছাড়া এই noun clause-টির স্থানে শুধু  ‘Rahim’ বসালেও একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]
  • Please listen to what they say. [এই বাক্যে preposition ‘to’-এর পর subordinate clause বসেছে, তাই এটি noun clause. এছাড়া এই noun clause-টির স্থানে শুধু  ‘Rahim’ বসালেও একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]
  • I know nothing except what he told me. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টির স্থানে ’this’ বসালে একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • He explained how he passed the examination. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টি  ‘explained’ verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে। এছাড়া এই noun clause-টির স্থানে ‘it বা this’ বসালেও একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • I wonder why he is so late. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টি  ‘wonder’ verb-এর object হিসাবে ব্যবহৃত হয়েছে। এছাড়া এই noun clause-টির স্থানে ‘about this’ বসালেও একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • The news that a tiger was seen in the village terrified the people. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টির স্থানে ‘about Rahim’ বসালে একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • He asked me if I knew him. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টির স্থানে ‘about Rahim’ বসালে একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • You may call that man whatever you like. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টির স্থানে ‘Rahim’ বসালে একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • It is unfortunate that he has lost his money bag. [এই বাক্যে সম্পূর্ণ noun clause-টির স্থানে ‘ about Rahim’ বসালে একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।
  • This is exactly what I need. এই বাক্যে সম্পূর্ণ noun clause-টির স্থানে ‘ about Rahim’ বসালে একটি অর্থপূর্ণ বাক্য হচ্ছে]।

Adjective Clause:

যে clause কোন  relative pronoun বা  relative adverb দ্বারা শুরু  হয়ে তার (relative pronounবা relative adverb)  ঠিক পূর্বে থাকা  noun-কেই নির্দেশ করে কিছু বলে তখন তাকেই Adjective clause বলে। Adjective clause বাক্যে adjective-এর ন্যায় কাজ করে। Adjective clause সাধারণত: যে সকল relative pronoun ও relative adverb দ্বারা আরম্ভ হতে পারে তারা হলো:

  • Relative pronoun: who, which, that, whose, of which
  • Relative adverb: when, where, why, how

Example:

  • I know the boy who has passed the examination. [এখানে ‘who’ শব্দটি তার পূর্বে থাকা noun শব্দ  ’boy’-কে নির্দেশ করে বলছে যে, সে পরীক্ষায় পাস করেছে]।
  • I do not know the man who came here yesterday. 
  • [এখানে ‘who’ শব্দটি তার পূর্বে থাকা noun শব্দ  ’man’-কে নির্দেশ করে বলছে যে, সে গতকাল এখানে এসেছিল ]।
  • I do not know the place where he lives. 
  • [এখানে ‘where’ শব্দটি তার পূর্বে থাকা noun শব্দ  ’the place’-কে নির্দেশ করে বলছে যে, আমি জায়গাটি চিনি]।
  • I do not know time when he will come. 
  • [এখানে ‘when’ শব্দটি তার পূর্বে থাকা noun শব্দ  ’time’-কে নির্দেশ করে বলছে যে, সে কখন আসবে, তা (time) সে  জানে]।

Adjective Clause-কে চেনার উপায়:

Relative pronoun বা relative adverb দ্বারা তার পূর্বে থাকা noun-কে নির্দেশ করে কোন clause গঠিত হলেই বুঝা যাবে যে সেটি Adjective clause.

Example:

  • Mr. Rahim is a teacher who works in Dhaka. -রহিম সাহেব একজন শিক্ষক যিনি ঢাকায় কাজ করেন।
  • This is the grammar book which I studied. – এটি ব্যাকরণের বই যা আমি অধ্যয়ন করেছি।
  • My friend bought a car  that looks very nice. – আমার বন্ধু একটি গাড়ি কিনেছে যা দেখতে খুব সুন্দর।
  • I forgot the day when I went there. – আমি যেদিন সেখানে গিয়েছিলাম সেদিন ভুলে গেছি।
  • He went back to England where he was born. – তিনি ইংল্যান্ডে ফিরে গেলেন যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
  • The girl who is wearing a red saree is my cousin. – যে মেয়েটি লাল শাড়ি পরে আছে, সে মেয়েটি আমার কাজিন।
  • The boy who is sitting over there is a student. – যে ছেলেটি সেখানে বসে আছে সে একজন ছাত্র।
  • Do you know the time when the train arrives? – তুমি কি সেই সময়টা জানো, যখন ট্রেন আসবে?
  • This is the man whom you asked to come. – এই সেই লোক যাকে তুমি আসতে বলেছিলে।
  • The pen which is red is mine. – যে কলমটি লাল সেটা আমার।
  • The boy with whom you were talking is very handsome. – যে ছেলের সাথে তুমি কথা বলছো সে খুব সুদর্শন।
  • The chair on which he sat was new. – সে যে চেয়ারে বসলো, সেটি নতুন।
  • The boy whose mother was ill was crying. – যে ছেলেটির মা অসুস্থ ছিল সে কাঁদছিল।
  • My brother who lives in Dhaka is a teacher. – আমার ভাই যে ঢাকায় থাকে সে একজন শিক্ষক।
  • I heard the reason why he went there. – আমি শুনলাম কারণ, যে কারণে সে সেখানে গিয়েছিলো।

Adverb Clause:

যে clause বাক্যে adverb বা adverb phrase-এর মতো কাজ করে, তাকেই Adverb clause বলে।

Adverb clause সাধারণত: when, while, before, after, till, until, as, as soon as, because, since, though, although, if, so…..that, so that, in order that প্রভৃতি subordinating conjunction দ্বারা শুরু হয়।

Example:

  • I could not go to college since I was ill.
  • I will go if you come.
  • Though he is poor, he is honest.

Adverb Clause-কে চেনার উপায়:

1. কোন clause as……..as, so……….as,   so…..that, such…….that,  so that, in order that, than প্রভৃতি দ্বারা শুরু হলে সে clause-টি adverb clause হবে।

2.  অন্যান্য সকল subordinating conjunction দ্বারা গঠিত Adverb clause-কে  main clause-এর আগে বা পরে বসানো যায়। অর্থৎ subordinate clause-টিকে main clause-এর আগে ও পরে বসানো যাচ্ছে কিনা, তা দেখেও adverb clause-কে চেনা যায়। subordinate clause-টি যদি main clause-এর আগে আগে থাকে, তবে তারপর অবশ্যই একটি comma (,) ব্যবহৃত হবে, তারপর main clause বসবে। যদি main clause-এর আগে বসা subordinate clause-এর পর comma (,) না থাকে, তবে তা Adverb clause হবে না, তখন সেটা Noun clause হবে।

Main clause + adverb clause  অথবা  Adverb clause + comma (,) + main clause

লক্ষ্যনীয় যে, noun clause-ও অনেক সময় main clause- এর পূর্বে ব্যবহৃত হতে দেখা যায়। এমনটি হলে লক্ষ্য করলে দেখা যাবে যে, noun clause-টি main clause- এর পূর্বে ব্যবহৃত হলে সেখানে comma (,) ব্যবহৃত হচ্ছে না। কিন্তু adverb clause-টি main clause-এর পূর্বে  ব্যবহৃত হলে অবশ্যেই comma (,) ব্যবহৃত হবে। আর adjective clause কখনই main clause-এর পূর্বে ব্যবহৃত হয় না।

Example:

  • He is as intelligent as you are.
  • Rafiq is not so quick as you are.
  • The patient was so weak that he could not walk.
  • He spoke such a low voice that we could not hear him.
  • He is studying hard so that he can pass the examination.
  • You must work hard in order that he can pass the examination.
  • He is cleverer than I thought.
  • No sooner had we reached the station than the train left.
  • I went to primary school when I was five. Or, When I was five, I went to primary school.
  • I usually stay with my brother when I go to Dhaka. Or, When I go to Dhaka, I usually stay with my brother.
  • You should not talk while I am reading. Or. While I am reading, you should not talk.
  • He began to cry as soon as he heard the news. Or, As soon as he heard the news, he began to cry.
  • The patient had died before the doctor came. Or, Before the doctor came, the patient had died.
  • Please give me a call when you reach home. Or, When you reach home, please give me a call.
  • You will pass the examination if you study hard. Or, If you study hard, you will pass the examination.

Adverb clause বিষয়ে আরও জানার জন্য ভিজিট করুন: https://learnenglishwithrezaul.com/adverb-clause/

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has One Comment

  1. MD. KHORSHED ALAM

    Excellent

Leave a Reply