বাংলা থেকে ইংরেজি করার ক্ষেত্রে proper nouns and articles বিষয়ে জানা খুবই গুরুত্বপূর্ণ। তাই এ অধ্যায়ে আমরা proper noun এবং article-এর বিষয়টি বুঝার চেষ্টা করবো।
Rule:
সাধারণত: proper noun-এর পূর্বে কোন article ব্যবহৃত হয় না।
Example:
- রবীন্দ্রনাথ একজন মহান কবি ছিলেন – Rabindranath was a great poet.
- ভারত একটি উপমহাদেশ – India is a sub-continent.
- আমি শুক্রবার তোমার বাসায় যাবো – I will go to your house on Friday.
- শেখ মুজিব একজন জনপ্রিয় নেতা ছিলেন – Sheikh Mujib was a popular leader.
- ফেব্রুয়ারী বৎসরের দ্বিতীয় মাস – February is the second month of the year.
- রহিম বুধবার বাড়ী ফিরবে – Rahim will return home on Wednesday.
Rule:
নদী-নালা, খাল-বিল, সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ বা অন্য কোন জলাশয়ের নাম দেয়া থাকলে article হিসাবে সাধারণত: তাদের পূর্বে ‘the’ বসে।
এছাড়া পর্বতমালা, দ্বীপপুঞ্জ, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, বিখ্যাত কোন কাব্যগ্রন্থ, প্রসিদ্ধ অট্টালিকা, জাহাজ, রেলওয়ে ট্রেন, বিমান প্রভৃতির নামের পূর্বে article হিসাবে ‘the’ বসে।
কিন্তু একটি মাত্র দ্বীপ, একটি মাত্র পর্বতশৃঙ্গ ইত্যাদির পূর্বে ‘the’ বসে না। যেমন, সিংহল দ্বীপ – Ceylon; এভারেষ্ট পর্বতশৃঙ্গ – Everest.
Example:
- গঙ্গা নদী হিমালয় হতে উৎপন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরে পতিত হয়েছে – The Ganges originates in the Himalayas and flows into the Bay of Bengal
- চলন বিল বাংলাদেশের সর্ববৃহৎ বিল – The challan bill is the largest bill in Bangladesh.
- মেঘনা আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ নদী – The Meghna is an important river in our country.
- আমি প্রতিদিন ইত্তেফাক কাগজ পড়ি – I read the Ittefaq every day.
- রামায়ন একটি বিখ্যাত মহাকাব্য – The Ramayana is a famous epic.
- সে প্রতিদিন যুগান্তর কাগজ পড়ে – He reads the Jugantar every day.
- বঙ্গোপসাগর এখন জলে ভরা – The Bay of Bengal is now full of water.
- কোরআন মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ – The Quran is the holy book of Muslims.
Rule:
দল, জাতি, সম্প্রদায় ও ঐতিহাসিক কোন ঘটনার পূর্বে article হিসাবে ‘the’ বসে। কিন্তু ভাষার নামের পূর্বে কখন ‘the’ বসে না।
Example:
- ফরাসী বিপ্লব গোটা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা – The French Revolution is an important event for the whole world.
- ইংরেজরা বুদ্ধিমান জাতি – The English are an intelligent nation.
- আমি ইংরেজি বলতে ও লিখতে পারি – I can speak and write English.
- ফরাসীরা ভাল ইংরেজি বলতে পারে না – The French can’t speak good English.
- বাঙ্গালীরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন করে – The Bengalis made Bangladesh independent in 1971 through the war of liberation.
- ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষন একটি ঐতিহাসিক ভাষন – The speech of March 7, 1971 is a historic speech.
- উনসত্তরের গণ অভ্যুত্থান সারা দেশে ছড়িয়ে পড়ে – The mass uprising of ’69 spread all over the country.
- বাংলাদেশে মুসলমান সম্প্রদায় সংখ্যাগরিষ্ট – The Muslim community is the majority in Bangladesh.
- মুসলমান ও হিন্দু সমপ্রদায় মিলে মিশে শান্তিপূণৃভাবে বাস করে – The Muslim and Hindu communities live together peacefully.
Rule:
সূর্য, চন্দ্র, আকাশ, পৃথিবী, দিক (east, north) পভৃতির নামের পূর্বে article হিসাবে ‘the’ বসে।
Example:
- পৃথিবী সূর্যের চারিদিকে ঘোড়ে – The earth revolves around the sun.
- চাঁদ আকাশে কিরণ দিচ্ছে – The moon is shining in the sky.
- সূর্য পূর্ব দিক থেকে উঠে আর পশ্চিম দিকে ডুবে – The sun rises in the east and sets in the west.
- বালকটি দক্ষিন দিক হতে আসলো – The boy came from the south.
- গরমের সময় দক্ষিনে দিক হতে আসা বাতাস খুবই আরামদায়ক – In hot weather, the wind coming from the south is very comfortable.
Thanks for staying and learning with me.
Rezaul Karim
Advance English learner, content writer and tech enthusiast.