Use of Capital Letters বা Capital Letters-এর ব্যবহার আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, গ্রামারের আরও অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তকটি পড়তে পারেন। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Introduction:
Use of Capital Letters- এ কখন এবং কিভাবে বাক্যে Capital Letters ব্যবহার করতে হবে, সে বিষয়ে জানবো। প্রথম নজরে Use of Capital Letters-কে সহজ বলে মনে হতে পারে, কিন্তু আসলে এর ব্যবহার ততটা সহজ নয়। বন্ধুদের কাছে informally লেখার সময় proper use of capital Letters-এর বিষয়টি ড্রপ করা গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু যদি formal কিছু লিখতে চাই বা কোন পরীক্ষার জন্য উত্তর লিখতে চাই, তাহলে Capital Letters সঠিকভাবে ব্যবহার করতে হবে। এই Lesson-এ কখন Capital Letters ব্যবহার করতে হবে, সে বিষয়ে আলোচনা করবো।
1. Sentence এবং speech-এর প্রথমে:
সকল অবস্থাতেই প্রতিটি পৃথক Sentence এবং প্রতিটি পৃথক বক্তব্য / উক্তির (speech) প্রথমে Capital Letter ব্যবহৃত হয়।
Example:
- Rahim is a student.
- The dog is sleeping.
- My brother is reading a book.
- What is he saying?
- Our English teacher said, “Go to the classroom. I will take an English class.”
- He said, “What are you doing here?”
2. Proper noun-এর প্রথমে:
যে কোন Proper noun-এর প্রথম অক্ষর Capital Letter হবে। Proper noun-টি একের অধিক শব্দে গঠিত হলে, প্রতিটি শব্দের প্রথম অক্ষর Capital Letter হবে।
Example:
- My favourite writer is Kazi Nazrul Islam.
- The Padma is a big river.
- I will go to Dhaka tomorrow.
- India is a big country.
- January is the first month of the year.
- Rahim is going to England to learn English.
- South America is a big continent.
এভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, দেশ ছাড়াও অন্য যে কোন কিছুর নিজস্ব বা নিজের নাম থাকলে যেমন: বাস, ট্রেন, জাহাজ, বিমান অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি দিনের নাম, ঋতুর নাম, কোন ছুটির দিনের নাম, জাতীয় বা ধর্মীয় দিনের নাম প্রভৃতির প্রথম অক্ষর Capital Letter হবে।
3. Proper adjective-এর প্রথমে:
Proper noun থেকে গঠিত adjective-কে Proper adjective বলা হয়। Proper adjective-এর প্রথম অক্ষর Capital Letter হয়।
Example:
- Chinese mobile phone is better than Indian mobile phone. [এই sentence-এ China একটি দেশের নাম, যা Proper noun. এই Proper noun-টিকে Chinese-এ রুপান্তর করে Proper adjective করা হয়েছে। একইভাবে India-কে এ রুপান্তর করে Proper adjective হিসাবে Indian করা হয়েছে]।
- This is Bangladeshi food, you will like it.
- I love Shakespearean drama.
4. কোন ব্যক্তির title-এর প্রথম অক্ষর:
কোন ব্যক্তির title (উপাধি)-এর প্রথম অক্ষর Capital Letter হয়।
Example:
- That man is Dr. Abdur Rashid.
- He is a Professor of English.
- Mr. Mozzammel Hoque is a Member of Parliament
এছাড়া আরও এক ধরনের title আছে, যাকে আমরা শিরোনাম বলি, যেমন কোন গল্পের শিরোনাম, পদ্যের শিরোনাম, কোন সিনেমার শিরোনাম প্রভৃতি শিরোনাম বা title-এরও প্রতিটি শব্দের প্রথম অক্ষর Capital Letter হয়।
Example:
- The song “Amar Sonar Bangla” is the national anthem of our country.
- Willam Shakespeare wrote the tragedy “Hamlet”.
- Write an essay on “The Cow”.
5. কোন ঐতিহাসিক স্থান, ঘটনা, দিবস প্রভৃতির নামের প্রথম অক্ষর:
কোন প্রসিদ্ধ বা ঐতিহাসিক স্থান, ঘটনা প্রভৃতির নামের প্রতিটি শব্দের প্রথম অক্ষর Capital Letter হয়।
Example:
- The House of Parliament is the place where laws are made.
- The Battle of Panipath is a significant event in the history of India.
- 25th December is Christmas Day.
- India got independence after Second World War.
6. উৎসবের নাম ও ছুটির নামের প্রথম অক্ষর:
উৎসবের নাম (names of festivals) ও ছুটির নামের (names of holidays) প্রথম অক্ষর Capital Letter হয়।
Example:
- Ramadan is the longest religious festival for Muslims.
- Our college will remain closed for Christmas.
- We don’t usually celebrate Thanksgiving Day.
- Every year we celebrate Happy New Year.
7. ধর্মের নামের প্রথম অক্ষর:
ধর্মের নামের (Names of religions) প্রথম অক্ষর Capital Letter হয়।
Example:
- One of the main religions in our country is Islam.
- There are a few people who follow Buddhism in India.
- One of the main religions in India is Hinduism.
8. কোন কম্পানি, প্রতিষ্ঠান ও ট্রেডমার্ক-এর নামের প্রথম অক্ষর:
কোন কোম্পানি (names of companies), প্রতিষ্ঠান (organisations) ও ট্রেডমার্ক (trademarks)-এর নামের প্রথম অক্ষর Capital Letter হয়।
Example:
- Coca Cola is doing good business in Bangladesh.
- We are greatly indebted to Microsoft for the software it gave us.
- This car was made by Toyota.
9. শব্দের সংক্ষিপ্ত রুপ ও নামের প্রথম অক্ষর:
কোন কোন ব্যক্তির নাম, দেশের নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠান হতে প্রাপ্ত ডিগ্রীর নাম প্রভৃতির সংক্ষিপ্ত রুপ ব্যবহার করলে, তার নামের প্রথম অক্ষর Capital Letter হয়।
Example:
- Prof. Dr. M. R Khan is a specialist in Medicine.
- The UNESCO headquarters is in New York.
- This is the national flag of the UK.
10. কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর:
যে কোন কবিতার প্রত্যেকটি লাইনের প্রথম অক্ষর Capital Letter হয়।
Example:
Standing at the foot, boys,
Gazing at the sky,
How can you get up boys,
If you never try?
11. সৃষ্টিকর্তার যে কোন নাম ও তাঁর pronoun-এর প্রথম অক্ষর:
সৃষ্টিকর্তার অনেক নামের মধ্যে যে কোন নাম ও তাঁর নামের পরিবর্তে ব্যবহৃত pronounএর প্রথম অক্ষর Capital Letter হয়।
Example:
- We always pray to Allah for our well-being.
- The Christians pray to God for their well-being.
- The Hindus pray to Ishwar.
- Allah is Almighty; let us pray for His mercy.
12. কোন প্রানহীন বস্তু বা ধারনাকে ব্যক্তিত্ব আরোপ করা হলে:
কোন প্রানহীন বস্তু বা ধারনাকে ব্যক্তিত্ব আরোপ বা মানুষের কোন বৈশিষ্ট্য আরোপ করা হলে সেটির প্রথম অক্ষর Capital Letter হয়।
Example:
- O Death! I fear thee not.
- O Night! Why you are so long, be the end!
13. শিষ্টাচার প্রকাশে বা বিশেষ জোর দিতে:
শিষ্টাচার প্রকাশে বা বিশেষ ক্ষেত্রে কোন শব্দের উপর জোর দিতে Capital Letter ব্যবহৃত হয়।
Example:
- Thank you for Your Time and Support.
14. Pronoun “I”
Pronoun “I” সবসময় Capital Letter-এ হয়।
Example:
- I‘m sorry, I didn’t understand what you are saying.
- He showed up early, but I failed to come at the right time.
Conclusion:
Capital Letters-এর সঠিক ব্যবহার ইংরেজি লেখাকে গঠনমূলক, স্পষ্ট এবং পেশাদার করে তোলে। এটি লেখার অর্থ সঠিকভাবে প্রকাশ করতে এবং পাঠকের মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করে। Capitalization-এর সঠিক ব্যবহার না করলে লেখার মান কমে যায় এবং পাঠকের কাছে তা বিভ্রান্তিকর মনে হতে পারে। উদাহরণস্বরূপ, “i live in dhaka” বাক্যটি ভুল দেখায় এবং “I live in Dhaka” বাক্যটি সঠিক। এটি একাডেমিক লেখালেখি, আনুষ্ঠানিক চিঠি, এবং পেশাগত যোগাযোগে বিশেষ গুরুত্ব বহন করে। Capital Letters ব্যবহার শিখলে লেখার সৌন্দর্য ও গুরুত্ব বৃদ্ধি পায়। এটি আমাদের লিখিত যোগাযোগকে আরও কার্যকর করে তোলে। তাই, ইংরেজি ব্যাকরণে Capital Letters-এর সঠিক ব্যবহার শেখা ভাষার দক্ষতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ।