Possessive Pronoun কাকে বলে, এ বিষয়ে আরও সুন্দর ও সহজ করে বুঝার জন্য, গ্রামারের আরও অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে। ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

Introduction:
আমরা জানি Pronoun হচ্ছে বাক্যের সেই Word যা Noun-এর জন্য বসে। কোন Word যদি Noun-এর জন্য ব্যবহৃত না হয়, তবে সেই Word আর যাই হোক না কেন, তা Pronoun নয়। যে কোন Pronoun-কে বুঝার জন্য এই কথাটা মনে রাখতে হবে। তাছাড়া বিভিন্ন ধরণের Pronoun বুঝতে কিছুটা সমস্যা হতে পারে। এই কথাটা মনে রেখে আজ আমরা খুব সহজভাবে Possessive Pronoun বলতে কি বুঝায়, তা জানব।
Possessive Pronoun বলতে কি বুঝি:
যে একটি Word (শব্দ) কোন কিছুর মালিকানা বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Possessive Pronoun বলে। তাহলে Possessive Pronoun হবার শর্ত হচ্ছে:
’একটি শব্দের মাধ্যমে কোন কিছুর মালিকানা বুঝাতে হবে’। এটুকু বুঝলেই Possessive Pronoun বুঝা যাবে। অন্যথায়, Possessive Pronoun-কে পুরোপুরি বুঝতে অন্যান্য নানা প্রশ্ন মনে আসবে। কারনটা হচ্ছে: My অর্থ আমার, আবার Mine-এর অর্থও আমার। এভাবে Our অর্থ আমাদের, আবার Ours-এর অর্থও আমাদের; Your অর্থ তোমার/তোমাদের, আবার Yours-এর অর্থও তোমার/তোমাদের; His/Her অর্থ তার, আবার His/Hers-এর অর্থও তার; Their অর্থ তাদের আবার Theirs অর্থও তাদের।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে, My শব্দটি Possessive Pronoun, নাকি Mine শব্দটি Possessive Pronoun. এমনিভাবে Our শব্দটি Possessive Pronoun, নাকি Ours শব্দটি Possessive Pronoun; Your শব্দটি Possessive Pronoun, নাকি Yours শব্দটি Possessive Pronoun; His/Her শব্দটি Possessive Pronoun নাকি His/Hers শব্দটি Possessive Pronoun; Their শব্দটি Possessive Pronoun নাকি Theirs Possessive Pronoun.
এখন আমরা জানবো এই দুটো Option-এর মধ্যে কোনটি Possessive Pronoun. ’My’ শব্দের অর্থ শুধু ‘আমার’। My শব্দের ভিতরে কোন noun নাই, কিন্তু ’Mine’ শব্দের অর্থ শুধু ‘আমার’ নয়। ’আমার’-এর সাথে একটি noun সুপ্ত অবস্থায় আছে। সকল প্রকার Pronoun-এর ভিতরেই noun সুপ্ত অবস্থায় থাকে এবং সুপ্ত অবস্থায় থেকে ঐ noun-কে represent করে বা ঐ noun-কেই বুঝায়। এক্ষেত্রেও বা Possissive Pronoun-এর ক্ষেত্রেও তাই। অর্থাৎ My=আমার; Mine= My + noun (noun সুপ্ত অবস্থায় আছে)।
Example:
পাশাপাশি লিখা দুটো sentence-কে পর্যালোচনা করে বুঝানোর চেষ্টা করছি: This is my book. Where is yours?
- This is my book – এটা আমার বই। এখানে, This = pronoun (book-কে বুঝাচ্ছে), my অর্থ ’আমার’। ’আমার’ শব্দটির মধ্যে কোন pronoun নাই। এ বাক্যে একটিই pronoun আছে, তা হচ্ছে This এবং তা এই বাক্যের প্রথম শব্দে ব্যবহৃত হয়ে গেছে)।
- Where is yours?-তোমারটা কোথায়? বা ‘Where is your book’, এখানে ‘তোমারটা’ বলতে ‘তোমার বই’ বুঝানো হচ্ছে। অর্থাৎ (yours=your+noun বা your book )। একই book শব্দ যেহেতু এই বাক্যের ঠিক আগে ব্যবহৃত হয়েছে, তাই book শব্দকে বারবার লেখাকে avoid করার জন্য Possessive Pronoun হিসাবে yours ব্যবহার করা হয়েছে। আর বারবার কোন noun-কে ব্যবহার না করে তার পরিবর্তে pronoun ব্যবহৃত করতে হয়, এবং এটিই হচ্ছে কোন pronoun-এর কাজ।
- His English is better than mine – তার ইংরেজি আমার চেয়ে ভাল (এখানে mine=my+noun বা my+English).
অর্থাৎ Possessive Pronoun দুই শব্দের সম্বন্বয়ে গঠিত একটি শব্দ, বা একটি শব্দের মধ্যে দুইটি শব্দ থাকে।
Example:
- My+noun=mine
- Our+noun=ours
- Your+noun=yours
- Your+noun=yours
- His+noun=his
- Her+noun=hers
- Their+noun=theirs.
নিচের উদাহরণগুলো লক্ষ্য করলে বিষয়টি সম্মন্ধে আরও পরিস্কার ধারনা পাওয়া যাবে।
- This bag is mine (=my bag).
- That bag looks like his (=his bag).
- Those shoes are not hers (=her shoes).
- That car is ours (=our car).
- This shirt is as good as mine (=my shirt).
- The bag is theirs (=their bag).
এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে, তাহলে My, Our, Your, His / Her এবং Their শব্দগুলি কি Pronoun নয়? এক শব্দে জবাব ‘না’। কারন, এরা বাক্যে কোন noun শব্দের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে না, ব্যবহার করতে চাইলেও তা করা যাবে না। বরং, এরা কোন noun শব্দের পূর্বে বসে উক্ত noun-টির বিষয়ে একটি তথ্য দিচ্ছে, বা noun-টির বিষয়ে কিছু বলছে। মনে রাখতে হবে যে, যদি কোন শব্দ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে noun সম্মন্ধে কিছু বলে, তবে তা হবে Adjective, আর My, Our, Your, His / Her এবং Their শব্দগুলি হচ্ছে Adjective-এর শ্রেনিভূক্ত Possessive adjective, যাকে আমরা determiner বলি।
নিজেকে প্রশ্ন করলেও বুঝা যাবে যে, My, Our, Your, His / Her এবং Their শব্দগুলি কি বাক্যের কোন noun-এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে, নাকি কোন noun-এর আগে বসে উক্ত noun-টির বিষয়ে পরিস্কার ধারণা দিচ্ছে। যে শব্দ কোন noun-এর আগে বসে উক্ত noun-এর বিষয়ে পরিস্কার ধারণা দেয়, তা Adjective, কখনই Pronoun নয়।
More examples of Possessive Pronouns:
- The green balls are mine. – সবুজ বলগুলো আমার।
- The yellow balls are yours. – হলুদ বলগুলো তোমার।
- The orange balls are hers. – কমলা বলগুলো তার।
- The white balls are his. – সাদা বলগুলো তার।
- The red bat is theirs. – লাল ব্যাট তাদের।
- The blue bat is ours. – নীল ব্যাট আমাদের।
- Is this your book? That one is mine. – এটা কি তোমার বই? ঐটা আমার।
- Here is my book. Where’s yours? – এখানে আমার বই। তোমার বই কোথায়? / তোমারটা কোথায়?
- I left my bag here and he left his. – আমি আমার ব্যাগ এখানে রেখেছি এবং সে তার রেখে গেছে।
- We got our exam result. What about theirs? – আমরা আমাদের পরীক্ষার ফলাফল পেয়েছি। তাদের সম্পর্কে কি? /
- They got their meals. What about ours? – তারা তাদের খাবার পেয়েছে। আমাদের সম্পর্কে কি?
- Can I borrow your pen? I lost mine. – আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? আমি আমারটা (=আমার কলমটা) হারিয়েছি।
- Why are you using my phone? Where is yours? – তুমি আমার ফোন ব্যবহার করছো কেন? তোমারটা (=তোমার ফোনটা) কোথায় ?
- I can’t find my pen. Can I take hers? – আমি আমার কলম খুঁজে পাচ্ছি না। আমি কি তারটা (তার কলমটা) নিতে পারি?
আমার মনে হয় Possessive Pronouns কাকে বলে, তা বুঝাতে পেরেছি। বিষয়টি কিছুটা tricky. তবে এই Possessive pronoun-এর সাথে Possessive adjective lesson-টি পড়ে নিলে বিষয়টি পরিস্কার বুঝা যাবে ও অন্যকে বুঝানোও যাবে।
Conclusion:
Possessive Pronoun আমাদের ইংরেজি ভাষার দক্ষতাকে আরও সমৃদ্ধ করে এবং যোগাযোগকে আরও সহজ করে তোলে। তাই, ইংরেজি শেখার সময় Possessive Pronoun-এর ব্যবহার ভালোভাবে অনুশীলন করা অত্যন্ত জরুরি। কারণ Possessive Pronoun ব্যক্তিগত মালিকানা বা অধিকার প্রকাশ করার একটি কার্যকর উপায়।
Rezaul Karim
Excellent
I understood the concepts, thank you for all this.
Very nice explanation.