Present Continuous Tense কাকে বলে? Present Continuous Tense-এর ব্যবহার

Present Continuous Tense-এর বিষয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য ও grammar-এর আরও অনেক নতুন নতুন বিষয়াদি সহজভাবে শেখার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।   ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি ইউনিক কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির বিষয়ে বিস্তারিত জানতে এই পেইজটি দেখতে পারেন: https://learnenglishwithrezaul.com/

-Present continuous tense:

এই মূহুর্তে যে কাজ চলছে এবং নিকট ভবিষতে কোন কাজ করা হবে বা ঘটবে বলে স্থিরকৃত আছে, এমন বর্ননা করতে যে Tense ব্যবহার করা হয়, তাকেই Present Continuous Tense বলে।

 -Present continuous tense-কে বাংলায় চেনার উপায়: 

বাংলায় Verb বা ক্রিয়ার শেষে ‘তেছে, তেছি, তেছেন’ বা ‘চ্ছে, চ্ছি, চ্ছেন’ এর মতো কোন একটি উচ্চারিত হলে, এবং যা চলমান কাজ বোঝালে, তা Present Continuous Tense হবে।

-গঠন প্রনালী:

কর্তা + am / is / are + verb-ing + অন্য শব্দ / শব্দ সমষ্টি

 -প্রধান ব্যবহার:

  • বর্তমানে বা ঠিক এই মূহুর্তে যা ঘটছে বা ঘটে চলেছে, তা বর্ণনায়:

বর্তমানে বা ঠিক এই মূহুর্তে আমরা যখন কথা বলছি, তখন যে কাজ ঘটছে এবং কাজটি  কিছক্ষন পর শেষ হবে, বা সাময়িকভাবে চলছে, তা বুঝাতে Present Continuous Tense  ব্যবহার করা হয়। 

Example:

  • Please don’t talk here. Rahim is studying. –  দয়া করে এখানে কথা বলো না। রহিম পড়াশোনা করছে।
  • Students are playing cricket. – শিক্ষার্থীরা ক্রিকেট খেলছে।
  • He is having a bath. – সে গোসল করছে।
  • They are talking. – তারা কথা বলছে।
  • Now he is learning English. – এখন সে ইংরেজি শিখছে।
-এই Tense -এর অন্যান্য ব্যবহার:

-1. ভবিষত প্ল্যান বা পরিকল্পনা বর্ননায়:

নিকট ভবিষতে কোন কাজ করা হবে বা ঘটবে বলে স্থিরকৃত বা কোন কাজ করার পরিকল্পনা বর্ননা করতে Present Continuous Tense  ব্যবহৃত হয়। অর্থাৎ এটি Personal Plan বা Fixed Arrangement-এর জন্য ব্যবহৃত হয়।

Example:

  • I am going to Dhaka tomorrow. – আমি আগামীকাল ঢাকা যাচ্ছি।
  • My father is going to the dentist. – আমার বাবা ডেন্টিস্টের কাছে যাচ্ছেন।
  • Are you doing anything on Friday morning? – শুক্রবার সকালে তুমি কি কিছু করছো?
  • When are you starting your new business? – তুমি কখন তোমার নতুন ব্যবসা শুরু করছো?

-2. বারবার কোন কাজ করার বিষয়ে বিরক্তি প্রকাশ করতে:

যে কাজ বারবার ঘটে  বা বারবার করা হয়,  তা প্রকাশ করতে সাধারনত: Present Indefinite Tense  ব্যবহার করা হয়, কিন্তু কোন ব্যক্তির কোন কাজ বারবার করার ফলে যদি অন্য কোন ব্যক্তির বিরক্তির কারণ হয়, তখন তা প্রকাশ করার জন্য Present Continuous Tense ব্যবহৃত হয়।

এ সকল ক্ষেত্রে  প্রয়োজনে অর্থ অনুসারে auxiliary verb ও main verb-এর মধ্যে always, continually, constantly,  প্রভৃতি adverb ব্যবহার করা যেতে পারে।

Example:

  • You are always creating trouble for me. – তুমি সবসময় আমার জন্য ঝামেলা তৈরি করছো।
  • I am getting tired of you. – আমি তোমার বিষয়ে ক্লান্ত হয়ে উঠছি।
  • Why are you criticizing me? – তুমি আমার সমালোচনা করছো কেন?
  • You are always interrupting me. – তুমি সবসময় আমাকে বাধা দিচ্ছো।
  • He is always coming to class late. – সে সর্বদা ক্লাসে দেরিতে আসছে।

Note: Present Continuous Tense-এর এই ব্যবহার অর্থাৎ বারবার কোন কাজ করার বিষয়ে বিরক্তি প্রকাশ করতে  Negative রুপ  ব্যবহৃত হয় না।

-3. পূর্বের তুলনায় কোন কিছুর পরিবর্তন বর্ননায়:

পূর্বের তুলনায় কোন  কিছুর পরিবর্তন বর্ননা করার জন্য Present Continuous Tense ব্যবহৃত হয়। অর্থাৎ এমন কিছু বর্ণনায় যা নতুন এবং আগের অবস্থার সাথে বিবেচনা করলে কোন এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়।

Example:

  • It is getting more expensive to go for higher education. – উচ্চশিক্ষায় যাওয়া আরও ব্যয়বহুল হচ্ছে।
  • People are living longer than before. – মানুষ আগের চেয়ে বেশি দিন বাঁচছে।
  • My headache is getting better. -আমার মাথাব্যথা আরও ভাল হচ্ছে।
  • These days people are using mobile phones instead of land phones. – আজকাল মানুষ ল্যান্ড ফোনের পরিবর্তে মোবাইল ফোন ব্যবহার করছে।
  • My English is improving. – আমার ইংরেজির উন্নতি হচ্ছে।
  • The weather is changing rapidly. -আবহাওয়া দ্রুত পরিবর্তন হচ্ছে।
  • Rafiq is eating a lot these days. – রফিক আজকাল অনেক খাচ্ছে।

-না-বোধক বাক্যে:

Present Continuous Tense-এর না-বোধক বাক্য তৈরীতে কর্তার পরে যে সাহায্যকারী   থাকে তার সাথে   যুক্ত করলেই না-বোধক বাক্য তৈরী হয়ে যায়।

কর্তা + am not / is not / are not + Verb-ing.

Example:

  • Rahim is not studying – রহিম পড়াশোনা করছে না।
  • Students are not playing cricket – শিক্ষার্থীরা ক্রিকেট খেলছে না।
  • They are not talking – তারা কথা বলছে না।
  • Now he is not learning English – এখন সে ইংরেজি শিখছে না।
  • I am not going to Dhaka tomorrow – আমি আগামীকাল ঢাকা যাচ্ছি না।
  • People are not living longer than before – মানুষ আগের চেয়ে বেশি দিন বাঁচছে না।

-প্রশ্নবোধক বাক্যে:

Present Continuous Tense-এর   প্রশ্নবোধক  বাক্য তৈরীতে কর্তার পূর্বে  Auxiliary verb (am / is / are)  তারপর Subject ও তারপর main verb-ing বসালেই প্রশ্নবোধক     বাক্য তৈরী হয়ে যায়।

Am / is / are + Subject  + Verb-ing.

Example:

Is Rahim studying? – রহিম কি পড়াশোনা করছে?

  1. Aren’t students playing cricket? – ছাত্ররা কি ক্রিকেট খেলছে না?
  2. Are they not talking? – তারা কি কথা বলছে না?
  3. Is he not learning English? – সে কি ইংরেজি শিখছে না?

-কোন Verb গুলি Present Continuous Tense-এ ব্যবহৃত হয় না:

Stative verb গুলি Present Continuous Tense ব্যবহার করা যায় না। যেমন:  see, smell, taste, seem, know, cost, doubt, envy, fear, forget, forgive, have (থাকা অর্থে), ইত্যাদি Verb এই Tense-এ ব্যবহার করা যায় না।

 Conclusion:

  1. Present continuous tense শেখার মাধ্যমে আমরা বর্তমান সময়ে ঘটে চলা কাজ বা কার্যক্রম সঠিকভাবে প্রকাশ করতে পারি।
  2. Present continuous tense ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কী করছি তা সহজে অন্যদের বুঝিয়ে বলতে পারি।
  3. এই tense ব্যবহার করে আমরা ভবিষ্যতের পরিকল্পনা বা নিশ্চিত কার্যক্রমের ব্যাপারে কথা বলতে পারি।
  4. Present continuous tense  শেখা আমাদের ইংরেজি বলার দক্ষতা বাড়ায় এবং কথোপকথনে গতিশীলতা আনে।
  5. এটি শেখার ফলে আমরা চলমান কাজ-এর অবস্থা বুঝতে ও অন্যকে বুঝাতে পারার সক্ষমতা বাড়াতে পারি।

এ সকল কারণে Present continuous tense-কে খুব ভালভাবে শেখা প্রয়োজন। 

Rezaul Karim

Exercise: Test your knowledge of using the Present Continuous Tense:

নির্দেশনা:
প্রতিটি বাক্যে bracket-এ দেওয়া ক্রিয়াটির Present Continuous Tense-এ সঠিক রূপ ব্যবহার করে পূর্ণ বাক্যটি তোমার খাতায় লিখ।  কিছু ক্ষেত্রে Stative Verb থাকতে পারে, সেক্ষেত্রে উপযুক্ত Tense ব্যবহার করবে। 

প্রশ্নসমূহ:

  1. এই মুহূর্তে চলমান কাজ: Look! The children (play) in the park.
  2. এই মুহূর্তে চলমান কাজ: Rahim (write) a letter right now.
  3. ভবিষ্যৎ পরিকল্পনা: I (visit) my grandparents tomorrow.
  4. ভবিষ্যৎ পরিকল্পনা: We (meet) at the station tonight.
  5. বিরক্তি প্রকাশ: She always (complain) about her homework.
  6. বিরক্তি প্রকাশ: He constantly (interrupt) me during class.
  7. পরিবর্তন বর্ণনা: The weather (get) colder these days.
  8. পরিবর্তন বর্ণনা: My skills (improve) with practice.
  9. এই মুহূর্তে চলমান কাজ: They (watch) a movie at this moment.
  10. ভবিষ্যৎ পরিকল্পনা: When you (start) your new job?
  11. না-বোধক: I (not go) to the market today.
  12. না-বোধক: The students (not listen) to the teacher now.
  13. প্রশ্নবোধক: she (study) for the exam?
  14. প্রশ্নবোধক: they (not play) football this afternoon?
  15. পরিবর্তন বর্ণনা: Prices (increase) rapidly this year.
  16. এই মুহূর্তে চলমান কাজ: We (cook) dinner right now.
  17. ভবিষ্যৎ পরিকল্পনা: My brother (travel) to Chittagong next week.
  18. বিরক্তি প্রকাশ: You always (forget) to call me back.
  19. Stative Verb: I (know) the answer to this question.
  20. Stative Verb: She (have) a beautiful dress.
  21. Temporary action: I (stay) with my uncle this month.
  22. Temporary action: He (work) in a factory these days.
  23. Polite Request: you (use) this pen right now?
  24. পরিবর্তন বর্ণনা: The city (become) more crowded every day.
  25. Wh-Question: What you (do) at this moment?

Answer:

নিচে প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়া হলো, যাতে শিক্ষার্থীরা তাদের লিখা উত্তর যাচাই করতে পারে।

  1. Look! The children are playing in the park.
  2. Rahim is writing a letter right now.
  3. I am visiting my grandparents tomorrow.
  4. We are meeting at the station tonight.
  5. She is always complaining about her homework.
  6. He is constantly interrupting me during class.
  7. The weather is getting colder these days.
  8. My skills are improving with practice.
  9. They are watching a movie at this moment.
  10. When are you starting your new job?
  11. I am not going to the market today.
  12. The students are not listening to the teacher now.
  13. Is she studying for the exam?
  14. Are they not playing football this afternoon? (বা Aren’t they playing…)
  15. Prices are increasing rapidly this year.
  16. We are cooking dinner right now.
  17. My brother is traveling to Chittagong next week.
  18. You are always forgetting to call me back.
  19. I know the answer to this question. (Stative Verb, Present Simple)
  20. She has a beautiful dress. (Stative Verb, Present Simple)
  21. I am staying with my uncle this month.
  22. He is working in a factory these days.
  23. Are you using this pen right now?
  24. The city is becoming more crowded every day.
  25. What are you doing at this moment?

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

This Post Has 2 Comments

  1. মো: হাবিবুর রহমান নিয়ন

    I am very happy to see it. Here I found huge details.
    And it will help everyone. I hope you will give more
    Knowledge about English.

  2. sane

    Useful content

Leave a Reply