Vocabulary এবং Verb কেন গুরুত্বপূর্ণ

আরও সুন্দর ও সহজ করে ইংরেজি শেখার ও বুঝার জন্য, অনেক নতুন কিছু জানার জন্য Learn English with Rezaul -পুস্তক আকারে প্রকাশিত হয়েছে।   ক্যুরিয়ারের মাধ্যমে পুস্তকটি সংগ্রহ করতে পারবেন। সাতশত পৃষ্ঠার পুস্তকটিতে ৮৩-টি কনটেন্ট রয়েছে, যা আপনাকে ইংরেজি গ্রামারের বিষয়ে অনেক অবাক করা ধারণা দেবে। পুস্তকটির মূল্য পাঁচশত পঞ্চাশ টাকা + ক্যুরিয়ার চার্জ। যোগাযোগ করুন: হোয়াটসঅ্যাপ: +8801715138716

Introduction:

ইংরেজি শেখার জন্য Vocabulary এবং Verb খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি বিষয় আমাদের জানা থাকলে ইংরেজির অর্ধেক জানা হয়ে যায়।

Vocabulary:

যে কোন ভাষা শিক্ষার জন্য সেই ভাষার  শব্দ এবং এর অর্থ বা  meaning জানা দরকার। তুমি যদি কোনও কিছুর জন্য শব্দটি না জান তবে তুমি এটি সম্পর্কে কথা বলতে বা লিখতে বা শব্দটি শোনার বা পড়ার সময় বুঝতে পারবে না। তাই, যে কোনও ভাষা শিখার জন্য সর্বদা শব্দ তার অর্থ  জানা দিয়ে শুরু করতে হয়। এজন্য একটি নোট খাতা ব্যবহার করতে হয়। যখন কোন নতুন শব্দ জানবে, তখন সেই শব্দটি কখন কিভাবে ব্যবহৃত হয়, তা নোট খাতায় লিখে রাখতে হয় শব্দ ভান্ডার বৃদ্ধি করার কৌশল হচ্ছে যে, তুমি তোমার চার পাশে যা কিছু করা বা হওয়া দেখ, প্রথমে সেই করা বা হওয়া বিষয়গুলোর ইংরেজি শব্দগুলো জানো। তারপর তুমি প্রতিদিন যা কিছু কর বা যে কাজগুলি প্রত্যেক দিন তোমাকে করতে হয়, সেই কাজগুলির ইংরেজি শব্দ জানার চেষ্টা কর।

Verb:

Verb ইংরেজি গ্রামারের  প্রায় পঞ্চাশ শতাংশ কভার করে। এর অর্থ  এই যে, কেউ যদি Verbকে খুব ভালভাবে জানতে পারে, তবে সে পঞ্চাশ শতাংশ গ্রামারের বিষয়াদি জেনে যাবে। Verbএর ব্যবহার জানলে Verbএর আগে পরে কি শব্দ বসবে বা কি শব্দ ব্যবহার করতে হবে, তা সহজে চলে আসবে। Verb ইংরেজি গ্রামারের প্রায় পঞ্চাশ শতাংশ কভার করে। এর অর্থ এই যে, কেউ যদি Verb-কে খুব ভালভাবে জানতে পারে, তবে সে পঞ্চাশ শতাংশ গ্রামারের বিষয়াদি জেনে যাবে। Verb-এর ব্যবহার জানলে Verb-এর আগে ও পরে কি শব্দ বসবে বা কি শব্দ ব্যবহার করতে হবে, তা সহজে চলে আসবে।

Sentence-এ verb-এর সঠিক রুপের ব্যবহার বিষয়ে জানার জন্য নিম্নবর্ণিত বিষয়গুলি সম্মন্ধে স্বচ্ছ ধারণা নেওয়া প্রয়োজন।

  1. Verb কত প্রকার (Kinds of verbs) ও কি কি?
  2. বাক্যে finite verb-এর ব্যবহার এবং non-finite-এর ব্যবহার।
  3. বিভিন্ন auxiliary verb, যেমন: primary auxiliary এবং modal auxiliary verb বিষয়ে বিস্তারিত জানা।
  4. বারটি tense সম্মন্ধে জানা এবং  tense-এ verb-এর ব্যবহার (Use of the different tense form) জানা।
  5. Verb-এর সাথে subject-এর মিল বা সংগতি (Agreement of the verb with the subject).
  6. Voice পরিবর্তনকালে কিভাবে verb-এর পরিবর্তন কিভাবে হয় (Change of voice) সে বিষয়ে জানা।
  7. সকল ধরনের transformation of sentence বিষয়ে জানা।
  8. Right form of verbs-এর rules গুলো জানা।

Conclusion:

 

ইংরাজীতে ভাল হওয়ার জন্য সর্বদা Vocabulary এবং Verb অনুশীলন করা উচিত। যদি এ ‍দুটি বিষয় তুমি অনুশীলন না কর, তবে দেখবে যে, যখন তোমার ইংরেজি বলা বা লিখার প্রয়োজন হবে, তখন তুমি ইংরেজি ব্যবহার করতে পারবে না।  Vocabulary হলো ভাষার ভিত্তি, যা আমাদের চিন্তা-ভাবনা, অনুভূতি এবং ধারণা প্রকাশ করতে সাহায্য করে। অন্যদিকে, verb হলো যে কোনো বাক্যের কেন্দ্রবিন্দু। Verb শেখার মাধ্যমে আমরা verb-এর  সঠিক রূপ এবং তাদের ব্যাকরণগত ব্যবহার বুঝতে পারি।  Verb-এর বিভিন্ন ধরন যেমন auxiliary verbs, modal verbs, এবং phrasal verbs শেখা আমাদের বাক্য গঠনে দক্ষতা বৃদ্ধি করে।

 

 

Rezaul Karim

Hi, my name is Rezaul Karim. I am an English teacher and founder of LearnEnglishWithRezaul.com. I work with non-native English learners to help them understand English grammar from basic to intermediate. I also help them improve their conversation skills, and communication ability and reduce their accent. I hope you may like my posts on this website, and if you really really feel that this page/website is useful for English learners, please happily share it for others to know.

Leave a Reply